হস্ত মৈথুনের ক্ষতিকর দিক এবং এর থেকে মুক্তির উপায়।

হস্তমৈথুন হল একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আজ আমরা হস্ত মৈথুনের ক্ষতিকর দিক এবং এর থেকে মুক্তির উপায় গুলো সম্পর্কে জানবো।  হস্তমৈথুন এর মাধ্যমে একজন মানুষ নিজের হাত ব্যবহার করে বীর্য স্খলন বা অর্গাজমের মাধ্যমে যৌনসুখ লাভ করে থাকে। আমাদের সমাজে হস্তমৈথুন সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে।

Ask Question

হস্ত মৈথুনের ক্ষতিকর দিক

মেয়েদের হস্ত মৈথুনের ক্ষতিকর দিক

বৈজ্ঞানিক গবেষণা থেকে দেখা গেছে যে স্বাভাবিক হস্ত মৈথুনের ক্ষতিকর দিক নেই বললেই চলে। বরং এর মাধ্যমে মানুষ মানসিক সুখ লাভের পাশাপাশি উৎফুল্ল মনের অধিকারী হতে পারে। তবে অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন মানবদেহে নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অধিক মাত্রায় হস্তমৈথুনের ফলে দেখা দিতে পারেঃ

  • লিঙ্গের শিথিলতা।
  • দ্রুত বীর্যপাত ঘটতে দেখা যায় যার ফলে সংসার জীবনে নেমে আসে অশান্তি।
  • দৃষ্টিশক্তি কমে যায়।
  • স্মৃতিশক্তি কমে যায়। এর ফলে যেকোন ব্যাপার মানুষ দ্রুত ভুলে যায়।
  • পড়াশোনা এবং অন্যান্য কাজে কোনভাবেই মনোনিবেশ করা যায় না।
  • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বিভিন্ন রোগ ব্যাধি এসে বাসা বাধে।
  • শরীরের নার্ভাস সিস্টেম এবং ডাইজেস্ট সিস্টেম এর কার্যক্ষমতা হারাতে থাকে।
  • খাবার হজম ক্ষমতা কমে যাওয়ায় ক্ষুধামন্দা দেখা যায়।
  • শরীরের ওজন কমতে থাকে।
  • মানসিক বিকৃতি ও অস্থিতিশীলতা দেখা যায়।
  • শরীরে সর্বদা ঝিমুনী ভাব চলে আসে।
  • গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত হস্তমৈথুনে বীর্যে শুক্রানুর সংখ্যা কমে যায়। জেনে রাখা ভালো যে সন্তান জন্মদানের জন্য বীর্যে শুক্রাণু দরকার হয়য় ২০ কোটি।
  • শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ায় মেল ইনফারটিলিটি দেখা দেয়।
  • সবসময় মাথা ব্যাথা অনুভূত হয়।
  • বীর্য পাতলা হয়ে যায়। অল্প একটু উত্তেজনার বীর্য বের হয়ে আসে।
  • শারীরিক দুর্বলতা অনুভব করা।
  • ইরেকটাইল ডিসফাংশন।

মহিলাদের হস্ত মৈথুনের ক্ষতিকর দিক

মহিলাদের ও হস্ত মৈথুনের ক্ষতিকর দিক রয়েছে। পুরুষদের জন্য এটি সমস্যা হয়ে দাঁড়ায় যখন কেউ অত্যধিক পরিমাণে হতমৈথুন করে থাকে। কিন্তু মহিলারা হস্তমৈথুন করলে তাদের সতিচ্ছেদ পর্দা ছিড়ে যায় এবং শারিরিক দুর্বলতা সহ শরীরের উজ্জলতা কমে যায়। পাশাপাশি এটি অবিবাহিত মহিলাদের ভেতরে যৌন ইচ্ছা প্রবল করে তোলে।

Honey Sponsored

হস্ত মৈথুনের উপকারিতা কি ?

হস্তমৈথুনের যেমন অপকারিতা রয়েছে তেমনি কিছু উপকারিতাও রয়েছে। তবে উপকারিতা পাওয়া যাবে যদি না এটি অতিরিক্ত করা হয়ে থাকে। পরিমিত পরিমাণে হস্তমৈথুন করলে শারিরিক এবং মানসিক তৃপ্তির পাশাপাশি লিঙ্গে রক্ত সঞ্চালন বেড়ে যায়। সেই সাথে শরিরে তৃপ্তি বৃদ্ধিকারক রাসায়নিক পদার্থ নির্গত হয় ফলে শরিরে ফুরফুরে ভাব অনুভুত হয়।

হস্তমৈথুন সম্পর্কে ধর্মীয় বিধি-নিষেধ কি?

হস্ত মৈথুনের ক্ষতিকর দিক গুলো নিয়ে ইসলাম ধর্মেও বলা আছে। ইসলাম ধর্ম অনুযায়ী হস্তমৈথুন কিংবা নিজে নিজে অর্গাজম সম্পূর্ণ নিষিদ্ধ ও পাপ কাজ হিসেবে বর্ণিত হয়েছে। যারা দুনিয়াতে নিজের হাত ব্যবহার করে হস্তমৈথুন করবে কেয়ামতের দিন তাদের হাতের আঙ্গুলগুলো গর্ভবতী হয়ে তার সামনে হাজির হবে এবং তাকে লানত করতে থাকবে।

হস্ত মৈথুনের পর কি নামাজ হবে

না। হস্ত মৈথুন করলে ইসলাম ধর্ম অনুযায়ী তার জন্য গোছল করা ফরজ হয়ে যায়। নামাজ পড়তে হলে অবশ্যই তাকে ফরজ গোছল করতে হবে।

হস্ত মৈথুনের ক্ষতিকর প্রভাব থেকে বাচার উপায়

অতিরিক্ত হস্তমৈথূন্য জনিত সমস্যার একমাত্র সমাধান হল এটি থেকে দূরে থাকা। সার্বিক বিবেচনায় একজন মানুষের হস্তমৈথুন থেকে নিজেকে বিরত রাখা সবচেয়ে উত্তম। এটি একটি অভ্যাসজনিত কাজ এবং মাদকের নেশার মতো মারাত্মক। হস্তমৈথুন থেকে নিজেকে দূরে রাখতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।

  • নিজ ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলার মাধ্যমে জীবন যাপন করুন।
  • সব সময় মানুষের মধ্যে থাকার চেস্টা করুন। কখনো একা একা থাকবেন না।
  • নিজেকে যথাসম্ভব কাজে ব্যস্ত রাখুন। শুধু শুধু বসে সময় কাটাবেন না।
  • সকাল বেলা দ্রুত ঘুম থেকে উঠে শরীর চার্চা করুন।
  • একটা নেশা কাটাতে আপনি আরেকটা ব্যবহার করতে পারেন। যেমন ভিডিও গেম খেলা বা কম্পিউটারে কাজ করা ইত্যাদি।
  • রাতে দেরি করে ঘুমাতে যান। এতে করে যতটুকু ঘুম হবে গভীর ঘুম হবে। রাতে জেগে থাকতে হবেনা।
  • কোন কাজ না থাকলে বই পড়ুন অথবা মুভি দেখতে পারেন।
  • বিকেলের পরে কফি কিংবা ক্যাফেইন যুক্ত কোন খাবার খাবেন না।
  • যে সময় গুলোতে আপনার হত মৈথুন করতে মন চায় সেই সময় গুলো চিহ্নিত করুন। ঐ সময় একা একা থাকবেন না।
  • কখনো অতিরিক্ত হস্তমৈথুন করতে মন চাইলে সাথে সাথে শক্ত কোন কাজে লেগে পড়ুন। এতে আপনার ইচ্ছা কমে যাবে।
  • সেক্সুয়াল ব্যাপার গুলো থেকে নিজেকে দূরে রাখুন। কখনো এমন পরিবেশে যাবেন না যা আপনাকে উত্তেজিত করে তুলবে।
  • ধৈর্য ধারণ করুন। কারণ দীর্ঘ দিনের একটা অভ্যাস দূর করতে আপনার একটু সময় লাগবে এটাই স্বাভাবিক।
  • চ্যালেঞ্জ নিন। প্রথমে ২ দিন, তারপর ৫ দিন, তারপর ১০ দিন এভাবে দিন ঠিক করে নিজেকে হস্ত মৈথুন থেকে দূরে রাখুন।
  • ফোন সেক্স বা মেয়েদের সাথে উত্তেজনামূলক কথা বার্তা এড়িয়ে চলুন।
  • সবসময় বিছানায় যাবেন না।
  • এটা একটা বিকৃত অভ্যাস যা আপনাকে বাদ দিতে হবে।এটা মাথায় রাখুন।
  • ঘুমানোর আগে মোবাইলে কিংবা কম্পিউটারে উত্তেজনামূলক কোন ভিডিও বা ছবি দেখবেন না।
  • বিপরীত লিঙ্গের প্রতি বাজে দৃষ্টিভঙ্গি পরিহার করুন।
  • পারতপক্ষে মোবাইলে বা কম্পিউটারে খারাপ ছবি এবং ভিডিও দেখবেন না।
  • সর্বোপরি নিজের শরীর সুস্থ রাখতে আপনাকে এটা পরিহার করতে হবে এটা মাথায় রাখুন।

এগুলো মেনে চলার পাশাপাশি শারীরিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং হস্তমৈথুনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে নিজের মনকে বোঝাতে হবে। এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে নিজের এবং পারিবারিক পরিস্থিতির ওপর ভিত্তি করে বিবাহ করা হবে সবচেয়ে উত্তম কাজ।

RelatedPosts

বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি

বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ। প্রাকৃতিক ও চিকিৎসার মাধ্যমে।

বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ দাম্পত্য জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়ায়। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে বিশেষ করে নবদম্পতিরা দ্বিধাদ্বন্দের মধ্যে ভুগে থাকেন। কোন পদ্ধতি অবলম্বন করলে... Continue

সেক্সে রসুনের উপকারিতা কি

সেক্সে রসুনের উপকারিতা ও অপকারিতা । জেনে নিন রসুন খাওয়ার নিয়ম

আমরা অনেকেই সেক্সে রসুনের উপকারিতা কি সম্পর্কে জানতে চাই আবার অনেকেই আমরা এ সম্পর্কে জানি। রসুন যদিও খেতে খুব একটা সুস্বাদু নয় তবে যৌন সমস্যায় রসুন গুরুত্বপূর্ণ ।... Continue

Nightfall Side Effects Things To Stop Nightfall

Nightfall Side Effects, Treatment And Causes | Things To Stop Nightfall

Nightfall, or nocturnal emissions, is normal for many teenage boys and young men. It happens when you have an orgasm during your sleep. You might have a dream that... Continue

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

সহবাসের সময় থুথু ব্যবহার ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে। প্রাচীনকালে যখন লুব্রিকেন্ট জেল বলে কোন কিছু ছিল না তখন সহবাসের সময়... Continue

female health

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়?

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় - আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক সময়। জেনে রাখা ভালো যে নোরিক্স ১ একটি ইমারজেন্সি পিল যা অরক্ষিত... Continue

সহবাসের পর রক্তক্ষরণ কেন হয়

সহবাসের পর রক্তক্ষরণ কেন হয়

সহবাসের পর রক্তক্ষরণ কেন হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই শুধুমাত্র রক্তকরণ বন্ধের ঔষধ সেবনকেই সমাধান হিসেবে দেখে থাকেন। কিন্তু জেনে রাখা উচিত যে সহবাসের পর রক্তক্ষরণ... Continue