পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম জানতে হলে এই লেখাটি আপনার জন্য সহায়ক হবে। আমরা সবাই জানি যে কালোজিরা কে বলা হয় মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। শুধু তেল নয় আপনি যদি প্রতিদিন অল্প করে কালোজিরা খেতে পারেন তবে স্বাভাবিকভাবেই অনেক রোগব্যাধি থেকে মুক্ত থাকতে পারবেন। তাই চলুন জেনে নেই কালো জিরার কিছু উপকার সম্পর্কে।

Ask Question

কালোজিরায় কি কি থাকে?

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম

হাজারো পুষ্টিগুণে ভরা কালোজিরার তেলে মানুষের পরিমাণ ২১ শতাংশ শর্করা, ৩৮ শতাংশ এবং ৩৫ শতাংশ ভেষজ তেল বা চর্বি থাকে। তাছাড়া অন্যান্য পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, নিয়াসিন, ফসফরাস, লৌহ, কার্বোহাইড্রেট এবং বিভিন্ন জীবাণুনাশক। এ সকল উপাদান শরীরের ভিটামিন ও পুষ্টি উপাদানের অভাব পূরণের সাথে সাথে শরীরের ক্ষতিকর উপাদান গুলো ধ্বংস করে থাকে। সেই সাথে প্রস্রাবের ইনফেকশন, এসিডিটি, শক্তিশালী হরমোন বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে কালোজিরা জাদুর মত কাজ করে।

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম

কালোজিরার তেল নিয়মিত পুরুষাঙ্গে মাখলে পুরুষাঙ্গ শক্ত ও মোটা হয়। পাশাপাশি যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে তাদের জন্য কালোজিরার তেল অত্যন্ত কার্যকরী। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করার পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে কয়েক ফোঁটা কালো জিরার তেল ২ হাতে নিয়ে লিঙ্গের গোড়ার দিক থেকে সামনের দিক পর্যন্ত ভালোভাবে মালিশ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন উত্তেজিত হয়ে বীর্যপাত না হয়। তাহলে হিতে বিপরীত হতে পারে।

কালোজিরার তেল ব্যবহার করলে কি হয়?

কালোজিরার তেল নিয়মিত খেলে শারীরিক বিভিন্ন সমস্যা দূর হওয়ার পাশাপাশি শরীরের ক্ষতিকর রোগ জীবাণু ধ্বংস হয়। তাছাড়া যাদের শরীর ব্যথা, মাথা ব্যথা, চুল পরা, সর্দি কাশি, হাঁপানি, অরুচি ইত্যাদি সমস্যা রয়েছে তাদের জন্য কালোজিরা অত্যন্ত উপকারী। চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন যে সন্তান প্রসবের পর নিয়মিত কালিজিরা খেলে বুকের দুধের কখনো অভাব হয় না। তাছাড়া এতে থাকা এন্টিমাইক্রবিয়াল এজেন্ট মানুষের শরীরের রোগ জীবাণু ধ্বংস করে ফেলে যার ফলে সহজে শরীরে কোন সংক্রামক রোগ হয় না।

লিঙ্গ শিথিলতা দ্রুত বীর্যপাত কিংবা অন্যান্য যৌন সমস্যার জন্য কালোজিরা ও মধু প্রতিদিন সকালবেলা খালি পেটে সেবন করলে উপকার পাওয়া যায়। এছাড়াও মেধা বিকাশ, বহুমূত্র রোগ, শরীরের রক্ত সঞ্চালন, মাথা ঝিমঝিম করা, সৌন্দর্য রক্ষা করা ইত্যাদি ক্ষেত্রে কালোজিরা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

আশা করি পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম এবং আরো অন্যান্য উপকার সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। 

Source:

RelatedPosts

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

সহবাসের সময় থুথু ব্যবহার ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে। প্রাচীনকালে যখন লুব্রিকেন্ট জেল বলে কোন কিছু ছিল না তখন সহবাসের সময়... Continue

ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম

ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম । ইমার্জেন্সি পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়

ইমার্জেন্সি পিল খাওয়ার কত দিন পর মাসিক হয় ? ইমার্জেন্সি পিল মূলত এক ধরনের গর্ভ নিরোধক ঔষধ। অনিরাপদ যৌন মিলনের ১২ ঘণ্টার মধ্যে এটি সেবন করতে হয়। ইমার্জেন্সি... Continue

 জাতীয় খাবার

এলার্জি জাতীয় খাবার গুলো কী কী ?

এলার্জি হলো এক ধরনের ইমিউন সিস্টেম অবস্থা যা শরীরে চুলকানি সহ বিভিন্ন ধরনের বাহ্যিক পরিস্থিতির সৃষ্টি করে । শরীরে এলার্জি  উঠে বিভিন্ন এলার্জি জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে এবং... Continue

মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়ঃ সময়ের সাথে সাথে মানুষ সৌন্দর্যচর্চার দেখে দিন দিন একটু বেশি মনোযোগী হয়ে পড়ছে। মুখ এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য ধরে রাখতে ব্যবহার করছে... Continue

মনকে নিয়ন্ত্রণ করার উপায়

মনকে নিয়ন্ত্রণ করার উপায় জেনে নিন

মনকে নিয়ন্ত্রণ করার উপায় এর কথা মাথায় আসলেই আমাদের একটা গান মনে পড়ে যায়, 'মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন'। আমি যেটা করতে চাই... Continue

হার্টের সমস্যা বোঝার উপায়

হার্টের সমস্যা বোঝার উপায় ও হার্ট অ্যাটাক থেকে বাচার উপায়

সাধারনত হৃৎপিন্ড, রক্তবাহী ধমনী ও শিরা, মস্তিষ্ক ও বৃক্ক সম্পর্কিত রোগকে হার্টের রোগ বলে। আপনি কোনো সমস্যা বোধ করছেন না, বুকে ব্যথা করে না কখনো, যেকোনো কাজ খুব... Continue