সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কী কী

সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কি সেটা অনেকেই লোক লজ্জার ভয়ে চিকিৎসকের কাছে এবং বাহিরের অন্য কারো কাছে জানতে চাইতে পারেন না। আজকের লেখাটি পড়লে আশা করি সহবাসের পরে শরীরের দুর্বল অবস্থা কাটাতে কি কি করতে হবে সে সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পাবেন।

Ask Question

সহবাসের পর শরীর দুর্বল হয় কেন

সহবাস একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে স্বামী এবং স্ত্রী তাদের দাম্পত্য জীবনের সর্বোচ্চ সুখ উপভোগ করে থাকেন। সহবাসের সময় শরীরের উপরে এবং মস্তিষ্কে প্রচন্ড চাপ পড়ে। সবশেষে যখন পুরুষের বীর্যপাত হয় তখন শরীর একটু দুর্বল হয়ে পড়ে। সাধারণত পুরুষদের শরীরে বীর্য উৎপন্ন হয় বিভিন্ন পুষ্টিকর খাবার থেকে। খাবার থেকে যেহেতু আমরা শক্তি পাই সেহেতু এই খাবারের দ্বারা উৎপন্ন শক্তির অল্টারনেটিভ হিসেবে আমাদের শরীরে বীর্য উৎপন্ন হয়। যা একজন পুরুষকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা প্রদান করে। 

সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কী কী

যেহেতু বীর্যপাতের মাধ্যমে শরীরের ভেতরের পুষ্টির একটা বড় অংশ বের হয়ে যায় সে ক্ষেত্রে সহবাসের পরে শরীর দুর্বল লাগা অনেকটা স্বাভাবিক। তবে যদি শরীর অতিরিক্ত দুর্বল মনে হয় এবং প্রতিদিনের কাজকর্ম বাধাগ্রস্ত হয় তাহলে সেটা অস্বাভাবিকের পর্যায়ে চলে যায়

Honey Sponsored

সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কি

সহবাসের পরবর্তী সময়ে যাদের শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে তাদের প্রধান সমস্যা হচ্ছে শারীরিক দুর্বলতা। যদি সাধারণ কথায় বোঝাতে যাওয়া যায় তাহলে বলা যায় যে শরীরের যতটুকু শক্তি দৈনন্দিন কাজ সম্পাদন করার জন্য প্রয়োজন সহবাসের পর তার অনেকটা ক্ষয় হয়ে যায়। যাদের শরীর এমনিতেই দুর্বল তাদের ক্ষেত্রে সহবাস পরবর্তী সময়ে এই দুর্বলতা আরো প্রকটা আকার ধারণ করে। 

তবে কিছু উপায় অবলম্বন করলে সহবাসের পর শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

সহবাসের আগে এবং পরে খেজুর, দুধ, মধু কিংবা যেকোনো খাবার গ্রহণ করুন। সেই সাথে পর্যাপ্ত পানি পান করুন। এক্ষেত্রে সহবাসের সময় বীর্যপাতের ফলে শরীরে যে চাহিদা সৃষ্টি হয় তা সহবাসের আগে এবং পরে গ্রহণকৃত খাবারের দ্বারা পূরণ করা সম্ভব। এতে করে সহবাসের পর শরীর তেমন একটা দুর্বল অনুভূত হবে না। তবে মাথায় রাখতে হবে যেন সহবাসের আগে অতিরিক্ত পানি পান কিংবা অতিরিক্ত খাবার গ্রহণ না করা উচিৎ নয়। ভরা পেটে সহবাস করলে দ্রুত বীর্যপাতের মত ঘটনা ঘটতে পারে। 

সহবাস করার পূর্বে আপনি যা কিংবা কফি পান করতে পারেন। কফি পান করলে সাধারণত আমাদের মস্তিষ্কে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এর মাধ্যমে শরীরে একটা চাঙ্গা ভাব চলে আসে। 

অবশ্যই সহবাসের পর কিছুক্ষণের জন্য হলেও ঘুমিয়ে নেবেন। সহবাস করার ফলে শরীরে যে ক্ষয় হয় সেটা ঘুমানোর মাধ্যমে পূরণ করা সম্ভব। এতে করে দুর্বলতা অনেকটা কম লাগবে।

পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করুন। শারীরিক ফিটনেস এর ওপরে লক্ষ্য রেখে আপনি যদি নিয়মিত পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করেন তবে আপনার শরীরে যথেষ্ট এনার্জি জমা থাকবে। এতে করে সহবাস করার পরেও আপনার শরীর দুর্বল হবে না এবং দৈনন্দিন কাজকর্মগুলো নির্দ্বিধায় চালিয়ে যেতে পারবেন।

নিয়মিত শারীরিক পরিশ্রম কিংবা শারীরিক ব্যায়াম করুন। কাজের পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম কিংবা শারীরিক ব্যায়াম করলে শরীরের বেশি শক্ত হয় এবং পরিশ্রমের কাজ করলেও শরীর দুর্বল মনে হয় না।

প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সকালের সূর্যের আলোয় নিজেকে ঝলসে নিন। বৈজ্ঞানিক গবেষণা থেকে প্রমাণিত যে সূর্যের আলো থেকে শরীর প্রচুর পরিমাণে ভিটামিন ডি শোষণ করে থাকে। ভিটামিন ডি আমাদের শরীরকে সুসংগঠিত রাখতে এবং আহারের গঠনে সহায়তা করে থাকে। এতে করে শারীরিক দুর্বলতা কেটে যায়।

পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। শরীরে যদি পানির ঘাটতে থাকে তাহলে সব সময় একটা জীবনই ভাব চলে আসে এবং কোন কাজে এনার্জি পাওয়া যায় না। সুতরাং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে ভুলবেন না।

নিয়মিত খাবারের পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনার শরীর সবসময় এনার্জেটিক থাকবে। এরমধ্যে বিভিন্ন প্রকার বাদাম খেজুর মধু কলা ডিম মিষ্টি এবং দুধ জাতীয় খাবার উল্লেখযোগ্য।

এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো প্রকার মাল্টিভিটামিন ট্যাবলেট সেবন করতে পারেন যা আপনার শারীরিক দুর্বলতা অনেকটা কমিয়ে দেবে। তবে এক্ষেত্রে ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। 

আশাকরি সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কি কি সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ওপরের নিয়মগুলি নিয়মিত অনুসরণ করলে কখনোই সহবাসের পর আপনার শরীর দুর্বল মনে হবে না। এরপরেও কোন প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন স্বাস্থ্য কথা পেইজে। সেখানে অভিজ্ঞ অনেকেই আপনাকে উত্তর দিয়ে সহায়তা করবে। 

RelatedPosts

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম জানতে হলে এই লেখাটি আপনার জন্য সহায়ক হবে। আমরা সবাই জানি যে কালোজিরা কে বলা হয় মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। শুধু... Continue

কি খেলে ১ ঘন্টা সহবাস করা যায়

দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায়

দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায়ঃ স্বামী-স্ত্রীর জীবনে সবচেয়ে বেশি সুখের সময় হলো তাদের মধু চন্দ্রিমা বা হানিমুনের সময় টা। সবকিছু যেন নতুন নতুন, চারিদিকে ভালোলাগা একটা হাওয়া বইতে... Continue

পায়খানা-ক্লিয়ার-করার-উপায়-কোষ্ঠকাঠিন্য-দূর-করার-উপায়-কি

পায়খানা ক্লিয়ার করার উপায় | কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় কি

কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যায় ভোগেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রতিদিন আমাদের কাছে অনেকেই পায়খানা ক্লিয়ার করার উপায় জানতে চান। বলা যায়– দৈনন্দিন জীবনে এটি খুবই পরিচিত একটি স্বাস্থ্য... Continue

মোটা হওয়ার ঔষধের নাম

মোটা হওয়ার ঔষধের নাম | মোটা হওয়ার সবচেয়ে কার্যকরী ঔষধ

আপনারা অনেকেই মোটা হওয়ার ঔষধের নাম জানতে চান। মানুষ চিকন হলে যেমন সমস্যা তেমনি মোটা হলেও সমস্যা। কিন্তু মোটা হলে যতটা না সমস্যা, তার চেয়ে বেশি সমস্যা বেশি... Continue

হৃদরোগ কি

হৃদরোগ কি | হৃদরোগ হওয়ার কারণ লক্ষণ ও প্রতিকার

হৃদসংবহন তন্ত্র, মস্তিষ্ক, বৃক্ক ও প্রান্তিক ধমনী সম্পর্কিত, রোগ ই হলো হৃদ রোগ। হৃদরোগ কে বলা হয় নীরব ঘাতক। আগে ধারণা করা হতো বয়স্ক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়।... Continue

সর্দি থেকে মুক্তির ঘরোয়া উপায়

সর্দি থেকে মুক্তির ঘরোয়া উপায়

আদা এবং তুলসী পাতা কুচি কুচি করে কেটে এক গ্লাস পানিতে মিশিয়ে ফুটাতে থাকুন। পানি যখন কমতে কমতে অর্ধেক হয়ে আসবে তখন সেটা পৃথক করে নিয়ে দিনে কমপক্ষে... Continue