সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

আপনি কি জানেন সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন? সহবাসের সময় যোনি শুকিয়ে যাওয়ার মত ঘটনার মুখোমুখি আমরা অনেকেই হয়ে থাকি। সাধারণত মহিলাদের বয়স ৪৫ বছরের উপরে হলে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। তবে আপনার বয়স যদি ৪০ বছরের বেশি না হয় এবং আপনি যদি সহবাসের সময় যোনি শুকিয়ে যাওয়ার মত ঘটনার সম্মুখীন নিয়মিত ভাবে হতে থাকেন তবে যত দ্রুত সম্ভব আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Ask Question

যোনি শুকিয়ে যায় কেন

যোনির শুষ্কতার এই ঘটনা মহিলাদের শরীরে সাধারণত হরমোনের প্রভাবে ঘটে থাকে। শরীরে স্ত্রী হরমোন এর পরিমাণ যদি কমতে থাকে তাহলে এ ধরনের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। Estrogen নামক এক ধরনের হরমোন সাধারণত যৌন মিলনের সময় ভ্যাজাইনাল লিকুইড নিঃসরণে সহায়তা করে থাকে। কোনভাবে যদি এই হরমোনের পরিমাণ শরীরে কমতে থাকে তবে ভ্যাজাইনাল ড্রাইনেস সহ আপনার যৌনজীবনে নেমে আসতে পারে বিভিন্ন অসুবিধা। 

সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

আবার অনেক সময় বিভিন্ন রোগের কারণে কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও এই শুষ্কতা দেখা যেতে পারে। এছাড়াও নতুন সন্তান প্রসব করার পরে এবং মহিলারা যদি অতিরিক্ত মানসিক চাপের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেন তাহলেও বেড়ে যেতে পারে ভ্যাজাইনার শুষ্কতা। 

Honey Sponsored

এছাড়াও দীর্ঘ সময় সহবাস করার ফলে যখন একঘেয়েমি ভাব চলে আসে তখনও ভ্যাজাইনার চারিদিকের পিচ্ছিল পদার্থ গুলি শুকিয়ে গিয়ে শুষ্কতা অনুভূত হতে পারে। সহবাসের সময় খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই ভ্যাজাইনাতে কিংবা লিঙ্গে সরাসরি বাতাস না লাগে। বাতাসের কারনেও এমনটা ঘটতে পারে। 

যোনির শুষ্কতা থেকে মুক্তি পেতে যা করবেন

যদি আপনার কোন শারীরিক সমস্যার কারণে ভ্যাজাইনার শুষ্কতা বেড়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আবার বিশেষ কোনো ওষুধ সেবনের কারণে যদি এরকমটা হয় তবে পরামর্শদানকারী চিকিৎসকের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 

আর যদি কোন সমস্যা না হয় তবে সহবাসের পূর্বে সময় নিয়ে ফোরপ্লে করুন। এতে করে যোনির ভেতর থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হয়ে সহবাস আনন্দময় করে তুলতে সহায়তা করবে।

সেটাও যদি সম্ভব না হয় তবে লুব্রিকেন্ট জেল ব্যবহার করতে পারেন। যেকোনো জেল ব্যবহার করার পূর্বে তার গায়ে Hydroxyethyl cellulose-based লেখাটি রয়েছে কিনা সেটা দেখে কিনবেন। 

আশা করি সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন এবং কি করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সে সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছেন।

RelatedPosts

মেয়েরা যেভাবে হস্তমৈথুন করে

মেয়েরা যেভাবে হস্তমৈথুন করে

হস্তমৈথুন শব্দটি মাথায় আসলে শুধু মাত্র ছেলেদের ব্যাপার আমাদের মনে হয় থাকে। কিন্তু এটা সত্যি যে সময়ের পরিক্রমায় বর্তমানে সিংহ ভাগ মেয়েরাও হস্তমৈথুন করে থাকে। যদিও ছেলে এবং... Continue

গর্ভবতী হওয়ার লক্ষণ গুলো

গর্ভবতী হওয়ার লক্ষণ গুলো কি কি জেনে নিন | ১৪ টি প্রাথমিক লক্ষণ

পিরিয়ড মিস হওয়াই গর্ভবতী হওয়ার লক্ষণ হিসেবে ধরা হয়। তবে এটি ছাড়াও গর্ভাবস্থায় একজন নারীর অনেক ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। কিন্তু প্রাথমিক অবস্থায় পিরিয়ড মিস হলে... Continue

পিরিয়ডের ব্যথা কমানোর উপায়

পিরিয়ডের ব্যথা কমানোর উপায়

পিরিয়ডের ব্যথা কমানোর উপায় গুলো মহিলাদের জন্য বিশেষ করে কিশোরী মেয়েদের জন্য জানা অত্যন্ত জরুরী। পিরিয়ডের সময় বেশিরভাগ মহিলাদের যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হল তলপেটে... Continue

কোন পিল সবচেয়ে ভালো

কোন পিল সবচেয়ে ভালো? জন্মবিরতিকরণ পিল।

জন্মবিরতিকরণ এর জন্য কোন পিল সবচেয়ে ভালো এমন প্রশ্নের সম্মুখীন আমরা নিয়মিত হয়ে থাকি। আজকে আমরা মুখে খাবার সকল পিল গুলো নিয়ে আলোচনা করব এবং এদের মধ্যে তুলনামূলক... Continue

সহবাসের পর রক্তক্ষরণ কেন হয়

সহবাসের পর রক্তক্ষরণ কেন হয়

সহবাসের পর রক্তক্ষরণ কেন হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই শুধুমাত্র রক্তকরণ বন্ধের ঔষধ সেবনকেই সমাধান হিসেবে দেখে থাকেন। কিন্তু জেনে রাখা উচিত যে সহবাসের পর রক্তক্ষরণ... Continue

female health

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়?

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় - আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক সময়। জেনে রাখা ভালো যে নোরিক্স ১ একটি ইমারজেন্সি পিল যা অরক্ষিত... Continue