নোরিক্স পিল খাওয়ার নিয়ম
নোরিক্স পিল খাওয়ার নিয়ম বাজারের অন্যান্য ইমারজেন্সি পিল গুলোর মতই। তবে লিভানোরজেস্টেরল জাতীয় ঔষধ গুলোর ট্যাবলেটের সংখ্যা অনুযায়ী খাওয়ার নিয়মের ভিন্নতা দেখা দিতে পারে। যেহেতু এই পিল ইমার্জেন্সি অবস্থায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটি সেবনের নিয়ম কানুন সম্পর্কে জানা অত্যন্ত জরুরী।
নোরিক্স পিল এর কাজ কি?
নোরিক্স ১ পিল সেবন করা হয় অরক্ষিত মিলনের পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে। মিলনের নির্দিষ্ট সময়ের মধ্যে এই পিল সেবন করলে গর্ভধারণের ঝুঁকি একেবারে থাকে না বললেই চলে। তবে এই পিল নিয়মিত সেবন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
পড়ুনঃ কোন পিল সবচেয়ে ভালো?
নোরিক্স পিল খাওয়ার নিয়ম
অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব নোরিক্স ১.৫ মিলিগ্রাম ইমারজেন্সি পিল সেবন করতে হবে। তবে এটি সব সময় সহবাসের ১২ ঘণ্টার মধ্যে সেবন করার জন্য পরামর্শ দেওয়া হয়। কিন্তু সহবাসের ৭২ ঘন্টা পর এই পিল আর কোন কাজ করে না। সুতরাং সহবাসের ৭২ ঘণ্টার মধ্যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে নোরিক্স ফিল সেবন করা যায়। কিন্তু সহবাস পরবর্তী সময়ে যত দ্রুত এটি সেবন করা সম্ভব হবে কার্যকারিতার সম্ভাবনা ততোই বেশি।
আরোঃ মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়
সতর্কতা
নোরিক্স বাজারে একটি ইমার্জেন্সি পিল হিসেবে স্বীকৃত। সুতরাং এটি শুধুমাত্র জরুরি অবস্থায় ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এমনকি এই পিল আপনাকে ১০০% নিশ্চয়তা প্রদান করে না। অর্থাৎ প্রতিবারেই এই পিল সেবন করলে গর্ভধারণ থেকে রক্ষা পাবেন এমন কোন নিশ্চয়তা নেই। আপনি যদি বাজারের যে কোন ইমার্জেন্সি পিল নিয়মিত সেবন করতে থাকেন তবে পরবর্তীতে শারীরিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং ইমারজেন্সি যেকোনো পিল সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন।