ফোরপ্লে কি এবং কিভাবে করতে হয় ?

ফোরপ্লে বলতে আসলে বোঝানো হয় সহবাসের পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে আদর এবং ভালোবাসার মাধ্যমে ইচ্ছার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পদ্ধতিকে। এর মাধ্যমে সহবাস হয়ে ওঠে অত্যান্ত আনন্দময় এবং মধুর। ফোরপ্লে একক কোন পদ্ধতি নয়। এমন কি এটা ব্যাক্তিভেদে এক এক রকম হতে পারে। এটি আসলে এমন কিছু টেকনিক বা কার্যকলাপের সমষ্টি যা একজনের থেকে অন্য জনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা।

Ask Question

 

ফোরপ্লের মধ্যে পড়ে চুম্বন বা চুমু খাওয়া, যোনিতে ঘর্ষণ সৃষ্টি করা, স্তন যুগল হাত দিয়ে আদর করা, শরীরের বিশেষ অঙ্গ গুলিতে আলতোভাবে সুড়সুড়ি দেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করা এবং সঙ্গিনীর সবথেকে সংবেদনশীল অঙ্গ হাত বুলানো। এই সবগুলোই আসলে ফোরপ্লে নামে পরিচিত।

Honey Sponsored

 

কেন ফোরপ্লে করা উচিত?

ফোরপ্লের সবচেয়ে উপকারী দিক হলো এটি সহবাসকে অত্যন্ত আনন্দঘন করে তুলে। অনেক সময় দেখা যায় যে স্বামীর ইচ্ছা থাকা সত্ত্বেও স্ত্রী সহবাসে সাড়া দিতে চায় না। এক্ষেত্রে বুঝতে হবে যে শুধুমাত্র যৌন সঙ্গম ই একমাত্র স্বামী-স্ত্রীর কাজ নয়। তাদের মধ্যে আদর ভালবাসা এবং আত্মিক সম্পর্কের টানা পড়া থাকলে সহবাসে কখনো সুখ তো পাওয়াই যাবেনা বরং অনেক সময় সঙ্গিনীকে আকৃষ্ট করতে ব্যর্থ হতে হবে। কিন্তু ফোরপ্লে করার মাধ্যমে স্ত্রীকে উত্তেজিত করলে তখন স্ত্রী নিজে থেকেই সহবাস করতে আগ্রহী হবে।

 

তাছাড়া সহবাসের সময় যোনির ভেতরে যদি পিচ্ছিল না হয় তবে সে ক্ষেত্রে ভেতরে আঘাত লাগতে পারে কিংবা ব্যথা হতে পারে। এক্ষেত্রে অনেকে লুব্রিকেন্ট জেল ব্যবহার করে থাকেন। বাজারের কোন লুব্রিকেন্ট জেল গুলো ক্ষতিকর এবং কোন গুলো আমাদের ব্যবহার করা উচিত সেটা জেনে নিতে পারেন এখান থেকে। তবে লুব্রিকেন্ট জেল ব্যবহার করার চেয়ে সবচেয়ে উত্তম কাজ হল ফোরপ্লে করা। এর মাধ্যমে স্ত্রী সহজে উত্তেজিত হয়ে পরে এবং যোনি রস দ্বারা যো নি একেবারে ভিজে যায়। এতে করে সহবাস প্রত্যন্ত সুখের হয় এবং কোন ধরনের জেল ব্যবহার করার প্রয়োজন হয় না।

 

এমনকি গবেষণা থেকে দেখা গেছে যে যারা সহবাস করার পূর্বে বেশি সময় ফোরপ্লে তে দিয়ে থাকেন তারা খুব সহজে এবং দ্রুত স্ত্রীকে তৃপ্তি দান করতে পারেন। অন্যথায় যারা সরাসরি সহবাসে চলে যান তাদের ক্ষেত্রে সহবাস হয়ে পড়ে যেন এক ধরনের রোবটিক কাজকর্ম যেখানে থাকে না কোন আবেগ ইমোশন অথবা ভালোবাসা।

 

কিভাবে ফোর প্লে করবেন?

আসলে ফোরপ্লে করার পদ্ধতি একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। তবে স্বাভাবিকভাবে সহবাসে লিপ্ত হওয়ার পূর্বে আপনার স্ত্রীকে কাছে শুইয়ে নিয়ে আদর করতে শুরু করুন। উত্তেজনাবশত দ্রুত যোনিতে লিঙ্গ প্রবেশ করাতে যাবেন না। এতে করে আপনি সমস্যায় পড়ে যাবেন। যদি সম্ভব হয় তাহলে শরীরের ন্যূনতম যতটুকু কাপড় রাখা যায় শুধু ততটুকুই রাখুন। এরপর স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খান এবং তার স্তন যুগলে আদর করতে শুরু করেন। এভাবে আদর করতে করতে আপনি যোনিতে হাত দিয়ে একটু ঘষাঘষি করতে পারেন যা খুব দ্রুত আপনার স্ত্রীকে উত্তেজিত করতে সহায়তা করবে।

 

অথবা চাইলে আপনি আপনার স্ত্রীর সারা শরীরে চুমু দিতে পারেন। তবে নারীদের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলো হলো গান কান, স্তন, পেট, যৌনাঙ্গ এবং নাভি। সংবেদনশীলতার পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হল আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলে জেনে নিন যে তার কোথায় আদর করলে সবচেয়ে দ্রুত উত্তেজিত হয়ে থাকে। এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়কে খোলা মানসিকতার পরিচয় দিতে হবে। আপনি যদি একবার আপনারে শরীর দুর্বল জায়গার কথা জেনে যান তাহলে আশা করা যায় খুব সহজেই ভালো একটা দাম্পত্য জীবন আপনারা পার করতে পারবেন।

 

আশা করি ফোরপ্লে সম্পর্কিত সকল প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে দিতে পেরেছি। এরপরেও কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে করতে পারেন।

 

RelatedPosts

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম জানতে হলে এই লেখাটি আপনার জন্য সহায়ক হবে। আমরা সবাই জানি যে কালোজিরা কে বলা হয় মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। শুধু... Continue

অনিয়মিত মাসিক হলে বাচ্চা নেওয়ার উপায়

অনিয়মিত মাসিক হলে বাচ্চা নেওয়ার উপায় কি?

অনিয়মিত মাসিক হলে বাচ্চা নেওয়ার উপায় কি সে সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। মহিলাদের জন্য অনিয়মিত মাসিকের বিভিন্ন কারণ থাকতে পারে। আমাদের ওয়েবসাইটে মাসিক নিয়মিত করনের কিছু উপায়... Continue

সেক্সে রসুনের উপকারিতা কি

সেক্সে রসুনের উপকারিতা ও অপকারিতা । জেনে নিন রসুন খাওয়ার নিয়ম

আমরা অনেকেই সেক্সে রসুনের উপকারিতা কি সম্পর্কে জানতে চাই আবার অনেকেই আমরা এ সম্পর্কে জানি। রসুন যদিও খেতে খুব একটা সুস্বাদু নয় তবে যৌন সমস্যায় রসুন গুরুত্বপূর্ণ ।... Continue

female health

নোরিক্স খেলে কি হয়?

নোরিক্স খেলে কি হয় এই প্রশ্নটি সবচেয়ে বেশি দেখা যায় যারা নতুন বিয়ে করেছেন কিংবা ইমার্জেন্সি পিলগুলো সম্পর্কে জানতে চান তাদের ক্ষেত্রে। বলে রাখা ভালো যে নোরেক্স হলো... Continue

সহবাসের পর জলে কেন

সহবাসের পর জ্বলে কেন । মুক্তি পেতে যা করবেন

সহবাসের সময় যৌনাঙ্গে জ্বালাপোড়া বর্তমান সময়ে অনেক মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়। এর পেছনে বিভিন্ন শারীরিক এবং পারিপার্শ্বিক কারণ থাকতে পারে। যদি শারীরিক কোন সমস্যা থাকে সে ক্ষেত্রে চিকিৎসকের... Continue

মাসিক না হওয়ার কারণ

নিয়মিত মাসিক না হওয়ার কারণ গুলো জেনে নিন

মাসিক না হওয়ার কারণ হিসেবে সাধারণত অনেকেই গর্ভধারণকে দায়ী করে থাকেন। কিন্তু গর্ভধারণ ছাড়াও এমন অনেক কারণ রয়েছে যেগুলো সঠিক সময়ে মাসিক হতে বাধা প্রদান করে। সাধারণত সাধারণত... Continue