ফোরপ্লে কি এবং কিভাবে করতে হয় ?

ফোরপ্লে বলতে আসলে বোঝানো হয় সহবাসের পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে আদর এবং ভালোবাসার মাধ্যমে ইচ্ছার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পদ্ধতিকে। এর মাধ্যমে সহবাস হয়ে ওঠে অত্যান্ত আনন্দময় এবং মধুর। ফোরপ্লে একক কোন পদ্ধতি নয়। এমন কি এটা ব্যাক্তিভেদে এক এক রকম হতে পারে। এটি আসলে এমন কিছু টেকনিক বা কার্যকলাপের সমষ্টি যা একজনের থেকে অন্য জনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা।

Ask Question

 

ফোরপ্লের মধ্যে পড়ে চুম্বন বা চুমু খাওয়া, যোনিতে ঘর্ষণ সৃষ্টি করা, স্তন যুগল হাত দিয়ে আদর করা, শরীরের বিশেষ অঙ্গ গুলিতে আলতোভাবে সুড়সুড়ি দেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করা এবং সঙ্গিনীর সবথেকে সংবেদনশীল অঙ্গ হাত বুলানো। এই সবগুলোই আসলে ফোরপ্লে নামে পরিচিত।

Honey Sponsored

 

কেন ফোরপ্লে করা উচিত?

ফোরপ্লের সবচেয়ে উপকারী দিক হলো এটি সহবাসকে অত্যন্ত আনন্দঘন করে তুলে। অনেক সময় দেখা যায় যে স্বামীর ইচ্ছা থাকা সত্ত্বেও স্ত্রী সহবাসে সাড়া দিতে চায় না। এক্ষেত্রে বুঝতে হবে যে শুধুমাত্র যৌন সঙ্গম ই একমাত্র স্বামী-স্ত্রীর কাজ নয়। তাদের মধ্যে আদর ভালবাসা এবং আত্মিক সম্পর্কের টানা পড়া থাকলে সহবাসে কখনো সুখ তো পাওয়াই যাবেনা বরং অনেক সময় সঙ্গিনীকে আকৃষ্ট করতে ব্যর্থ হতে হবে। কিন্তু ফোরপ্লে করার মাধ্যমে স্ত্রীকে উত্তেজিত করলে তখন স্ত্রী নিজে থেকেই সহবাস করতে আগ্রহী হবে।

 

তাছাড়া সহবাসের সময় যোনির ভেতরে যদি পিচ্ছিল না হয় তবে সে ক্ষেত্রে ভেতরে আঘাত লাগতে পারে কিংবা ব্যথা হতে পারে। এক্ষেত্রে অনেকে লুব্রিকেন্ট জেল ব্যবহার করে থাকেন। বাজারের কোন লুব্রিকেন্ট জেল গুলো ক্ষতিকর এবং কোন গুলো আমাদের ব্যবহার করা উচিত সেটা জেনে নিতে পারেন এখান থেকে। তবে লুব্রিকেন্ট জেল ব্যবহার করার চেয়ে সবচেয়ে উত্তম কাজ হল ফোরপ্লে করা। এর মাধ্যমে স্ত্রী সহজে উত্তেজিত হয়ে পরে এবং যোনি রস দ্বারা যো নি একেবারে ভিজে যায়। এতে করে সহবাস প্রত্যন্ত সুখের হয় এবং কোন ধরনের জেল ব্যবহার করার প্রয়োজন হয় না।

 

এমনকি গবেষণা থেকে দেখা গেছে যে যারা সহবাস করার পূর্বে বেশি সময় ফোরপ্লে তে দিয়ে থাকেন তারা খুব সহজে এবং দ্রুত স্ত্রীকে তৃপ্তি দান করতে পারেন। অন্যথায় যারা সরাসরি সহবাসে চলে যান তাদের ক্ষেত্রে সহবাস হয়ে পড়ে যেন এক ধরনের রোবটিক কাজকর্ম যেখানে থাকে না কোন আবেগ ইমোশন অথবা ভালোবাসা।

 

কিভাবে ফোর প্লে করবেন?

আসলে ফোরপ্লে করার পদ্ধতি একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। তবে স্বাভাবিকভাবে সহবাসে লিপ্ত হওয়ার পূর্বে আপনার স্ত্রীকে কাছে শুইয়ে নিয়ে আদর করতে শুরু করুন। উত্তেজনাবশত দ্রুত যোনিতে লিঙ্গ প্রবেশ করাতে যাবেন না। এতে করে আপনি সমস্যায় পড়ে যাবেন। যদি সম্ভব হয় তাহলে শরীরের ন্যূনতম যতটুকু কাপড় রাখা যায় শুধু ততটুকুই রাখুন। এরপর স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খান এবং তার স্তন যুগলে আদর করতে শুরু করেন। এভাবে আদর করতে করতে আপনি যোনিতে হাত দিয়ে একটু ঘষাঘষি করতে পারেন যা খুব দ্রুত আপনার স্ত্রীকে উত্তেজিত করতে সহায়তা করবে।

 

অথবা চাইলে আপনি আপনার স্ত্রীর সারা শরীরে চুমু দিতে পারেন। তবে নারীদের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলো হলো গান কান, স্তন, পেট, যৌনাঙ্গ এবং নাভি। সংবেদনশীলতার পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হল আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলে জেনে নিন যে তার কোথায় আদর করলে সবচেয়ে দ্রুত উত্তেজিত হয়ে থাকে। এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়কে খোলা মানসিকতার পরিচয় দিতে হবে। আপনি যদি একবার আপনারে শরীর দুর্বল জায়গার কথা জেনে যান তাহলে আশা করা যায় খুব সহজেই ভালো একটা দাম্পত্য জীবন আপনারা পার করতে পারবেন।

 

আশা করি ফোরপ্লে সম্পর্কিত সকল প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে দিতে পেরেছি। এরপরেও কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে করতে পারেন।

 

RelatedPosts

ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম

ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম । ইমার্জেন্সি পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়

ইমার্জেন্সি পিল খাওয়ার কত দিন পর মাসিক হয় ? ইমার্জেন্সি পিল মূলত এক ধরনের গর্ভ নিরোধক ঔষধ। অনিরাপদ যৌন মিলনের ১২ ঘণ্টার মধ্যে এটি সেবন করতে হয়। ইমার্জেন্সি... Continue

কোন কনডম সবচেয়ে ভালো

কোন কনডম সবচেয়ে ভালো?

নতুন বিবাহিত পুরুষদের একটি সাধারণ প্রশ্ন হল কোন কনডম সবচেয়ে ভালো? আমাদের দেশে এবং দেশের বাহিরে যে সকল প্রতিষ্ঠান বৈধ উপায়ে কনডম উৎপাদন করে থাকে সে সবগুলোই নিরাপদ... Continue

জিনসেং এর উপকারিতা

জিনসেং এর উপকারিতা কি ?

ভেষজ ও ঔষধি গুনের জন্য জিনসেং এর উপকারিতা অনেক। সারা বিশ্বজুড়ে হারবাল চা হিসেবে এর জনপ্রিয়তা ব্যাপক। বিশ্বে যত প্রকারের হারবাল চা রয়েছে তার মধ্যে জিনসেং অন্যতম। তবে... Continue

Coral Condom

Coral Condom Uses Price in Bangladesh

PRECAUTIONS Never use oil-based lubricants such as petroleum jelly (Vaseline), baby oil, mineral oil, or hand creams, since these will damage the Coral Condom. Use only water-based lubricants.... Continue

দিনে কতবার মিলন করা যায়

এক রাতে কতবার মিলন করা যায় | দিনে কতবার মিলন করা যায়

এক রাতে কতবার মিলন করা যায় বা দিনে কতবার মিলন করা যায় এই প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত কঠিন একটি ব্যাপার। চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত এমন কোন সুনির্দিষ্ট তথ্য... Continue

সহবাসের পর জলে কেন

সহবাসের পর জ্বলে কেন । মুক্তি পেতে যা করবেন

সহবাসের সময় যৌনাঙ্গে জ্বালাপোড়া বর্তমান সময়ে অনেক মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়। এর পেছনে বিভিন্ন শারীরিক এবং পারিপার্শ্বিক কারণ থাকতে পারে। যদি শারীরিক কোন সমস্যা থাকে সে ক্ষেত্রে চিকিৎসকের... Continue