বিয়ের পর প্রথমবার মিলনের নিয়ম ।

যে সকল নারী এবং পুরুষ তাদের জীবনে একবারও যৌন মিলন করেননি তাদেরকে বলা হয় ভার্জিন। প্রথমবার মিলনের নিয়ম কানুন গুলো মিলনকে মধুর করে তোলে। ছেলেদের ক্ষেত্রে এটি খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও মেয়েদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন মেয়ের ক্ষেত্রে প্রথমবার মিলনের সময় তার যোনিপথে কম বা বেশি রক্তক্ষরণ হতে পারে। যৌন মিলনের ধরন যদি প্রথম বার উগ্র বা ভুল হয়ে থাকে তবে সেটি অত্যন্ত বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Ask Question

 

প্রথমবার মিলনের নিয়ম এর ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত?

সত্যি বলতে আসলে প্রথম মিলনের নিয়ম বলে মেডিকেল সাইন্সে কোন কিছু নেই। কিন্তু যেহেতু প্রথম সহবাসের সময় মহিলাদের রক্তক্ষরণের মতো ঘটনা ঘটে সে ক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করা উচিত।

Honey Sponsored
  • শুরুতেই লিঙ্গ যোনিতে প্রবেশ করাবেন না। মনে রাখতে হবে যে আপনার সঙ্গিনী এমন একটা ঘটনার সম্মুখীন হতে যাচ্ছেন যে সম্পর্কে তার পূর্ব কোন অভিজ্ঞতা নেই। এমনকি অনেক মেয়ের ক্ষেত্রে প্রথমবার মিলন একটি ভীতিকর ব্যাপার হিসেবে পরিচিত। সুতরাং মিলনের পূর্বে আপনার সঙ্গিনীকে পর্যাপ্ত পরিমাণে আদরের মাধ্যমে উত্তেজিত করুন এবং তাকে রাজি করান।
  • ফোরপ্লে বা সহবাস এর পূর্বে আদরের মাধ্যমে যদি আপনার সঙ্গিনী উত্তেজিত বোধ করেন তবে সহবাস প্রথমবার হলেও তা অনেকটা আরামদায়ক ও ফলপ্রসূ হবে এটা ধরে নেওয়া যায়। তাছাড়া ফোর প্লে আপনার সঙ্গিনী কে সন্তুষ্ট করার অন্যতম একটা হাতিয়ার। কিভাবে দ্রুত বীর্যপাত রোধ করবেন সেসম্পর্কে আমাদের লেখা রয়েছে। যখন আপনার সঙ্গিনী রাজি হবেন তখন প্রথমে আপনার লিঙ্গ যোনিতে আস্তে আস্তে ঢুকানোর চেষ্টা করুন।
  • যোনিতে লিঙ্গ আস্তে আস্তে প্রবেশ করার সময় আপনার সঙ্গিনী ব্যাথা পাচ্ছে কিনা তার ওপর নির্ভর করে আপনার কাজ কিছুক্ষণ বন্ধ রাখতে পারেন। যখন আপনার সঙ্গিনী একটু আস্বস্ত হবেন তখন পুনরায় আবার আস্তে আস্তে ঢুকানোর চেষ্টা করুন।

>>মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়?

  • এভাবে আস্তে আস্তে চেষ্টা করে একটু একটু করে লিঙ্গ যোনির ভেতরে ঢুকাতে থাকুন। একসময় গিয়ে দেখবেন যে পুরো লিঙ্গ আপনার সঙ্গিনীর যোনির ভেতরে ঢুকে গেছে খুব বেশি ব্যথা পাওয়া ছাড়াই।
  • তবে লিঙ্গ যোনিতে ঢুকানোর সময় আপনার সঙ্গিনী যদি খুব বেশি ব্যাথা অনুভব করে থাকেন তাহলে একটু খানি ঢুকানোর পর সঙ্গিনীকে চেপে ধরে পুরু লিঙ্গ যোনির ভেতরে ঢুকিয়ে দিন।
  • এতে একবার অল্প সময়ের জন্য ব্যথা পেলেও তা পরে ঠিক হয়ে যাবে।
  • লিঙ্গ ঢুকানোর সাথে সাথেই সঞ্চালন করা শুরু করবেন না। বরং লিঙ্গ ভিতরে ঢুকিয়ে রেখে একটুখানি অপেক্ষা করুন এবং আপনার সঙ্গিনীকে আদর করুন।
  • যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আস্তে আস্তে লিঙ্গ সঞ্চালন করার চেষ্টা করুন।
  • যোনি যদি একেবারে শুকিয়ে যায় তবে সে ক্ষেত্রে লুব্রিকেন্ট জেল ব্যবহার করতে পারেন। নিরাপদ লুব্রিকেন্ট জেল সম্পর্কে এখান থেকে জেনে নিন।

প্রথমবার সহবাসের ক্ষেত্রে কখনো তাড়াহুড়া করতে যাবেন না এবং প্রচন্ড জোরে লিঙ্গ সঞ্চালন করবেন না। এতে করে যোনির ভেতরে আঘাত এর মাধ্যমে ক্ষতের সৃষ্টি হতে পারে। এই ক্ষত থেকে পরবর্তীতে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া মিলনের পূর্বে পিরিয়ড সম্পর্কিত আলাপ করে নিতে পারেন।

RelatedPosts

female health

নোরিক্স পিল খাওয়ার নিয়ম

নোরিক্স পিল খাওয়ার নিয়ম বাজারের অন্যান্য ইমারজেন্সি পিল গুলোর মতই। তবে লিভানোরজেস্টেরল জাতীয় ঔষধ গুলোর ট্যাবলেটের সংখ্যা অনুযায়ী খাওয়ার নিয়মের ভিন্নতা দেখা দিতে পারে। যেহেতু এই পিল ইমার্জেন্সি... Continue

পিল খাওয়ার পর মাসিক না হওয়ার কারণ কী

পিল খাওয়ার পর মাসিক না হওয়ার কারণ কী

ইমারজেন্সি পিল খাওয়ার পর মাসিক না হওয়ার কারণ কি হতে পারে সেটা ভেবে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। জেনে রাখা ভালো যে পিল মাসিক হওয়ার কোন ঔষধ নয় বরং... Continue

.webp

সেক্স কি, কত প্রকার ও কী কী?

সেক্স হলো এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ শারীরিক এবং মানসিক সুখ লাভের মাধ্যমে একাকীত্ব দূর করে এবং বংশ বিস্তার করে থাকে। সেক্স বা যৌন সঙ্গম বংশ... Continue

বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি

বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ। প্রাকৃতিক ও চিকিৎসার মাধ্যমে।

বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ দাম্পত্য জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়ায়। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে বিশেষ করে নবদম্পতিরা দ্বিধাদ্বন্দের মধ্যে ভুগে থাকেন। কোন পদ্ধতি অবলম্বন করলে... Continue

প্রতিদিন সহবাস করলে কি হয়

দাম্পত্য জীবনে প্রতিদিন সহবাস করলে কি হয়

আপনি কি জানেন প্রতিদিন সহবাস করলে কি হয়?  সহবাসের যেমন অনেক ভালো দিক রয়েছে তেমনি এর কিছু খারাপ দিক রয়েছে যদি এটি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়। কোথায় আছে... Continue

ফ্রি অনলাইন ডাক্তার পরামর্শ নিন

বাংলাদেশের সেরা অনলাইন ডাক্তার পরামর্শ নিয়ে আমাদের এই পরিষেবার আয়োজন করা হয়েছে। বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ হাসপাতালে কিংবা ব্যক্তিগত চিকিৎসাকেন্দ্রে গিয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন না।... Continue