দাম্পত্য জীবনে প্রতিদিন সহবাস করলে কি হয়

আপনি কি জানেন প্রতিদিন সহবাস করলে কি হয়?  সহবাসের যেমন অনেক ভালো দিক রয়েছে তেমনি এর কিছু খারাপ দিক রয়েছে যদি এটি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়। কোথায় আছে যেকোনো কিছুই অতিরিক্ত খারাপ।  

Ask Question

কিনসে ইনস্টিটিউট এর একটি পরিসংখ্যান অনুযায়ী, ১৮-২৯ বছর বয়সীরা প্রতি বছরে গড়ে ১১২ বার, ৩০-৩৯ বছর বয়সীরা প্রতি বছরে গড়ে ৮৬ বার এবং ৪০-৪৯ বছর বয়সীরা বছরে গড়ে ৬৯ বার সহবাস করে থাকে।  যদিও এই তথ্য সারা পৃথিবীকে রিপ্রেজেন্ট করে না। আপনি যদি নতুন বিবাহিত হয়ে থাকেন বা সামনে বিয়ে করতে চান তাহলে এই লেখাটি আশা করি আপনার অনেক কাজে দেবে।

আরও পড়ুনঃ সহবাসের আনন্দ পাওয়ার উপায় যা জানলে আপনি অবাক হবেন

Honey Sponsored

সহবাস কেন করা হয়

স্বামী এবং স্ত্রীর মধ্যে স্বাভাবিক একটি কার্যাবলী হল সহবাস যা দাম্পত্য জীবনের অপরিহার্য অংশ হিসেবে পরিগণিত হয়ে থাকে।  সহবাস মূলত স্বামী এবং স্ত্রীর শারীরিক চাহিদা মেটানোর পাশাপাশি তাদেরকে শারীরিক ও মানসিক শান্তি প্রদান করে।  সেই সাথে বিভিন্ন খারাপ কাজ এবং অন্যান্য ছেলে বা মেয়েদের প্রতি যে আকর্ষণ তা থেকে তাদেরকে মুক্ত থাকতে সহায়তা করে।  সন্তান জন্মদানের ক্ষেত্রে সহবাস হলো একমাত্র মাধ্যম।  সুতরাং এক কথায় বলা যায় যে নারী পুরুষের শারীরিক চাহিদা মেটাতে এবং শারীরিক আনন্দ পেতে ও সন্তান জন্মদানের উদ্দেশ্যেই মূলত সহবাস করা হয়। 

প্রতিদিন সহবাস করলে কি হয়

আরও পড়ুনঃ সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

প্রতিদিন সহবাস করলে কি হয়

স্বামী এবং স্ত্রী নিয়মিত সহবাস করবে এটাই হচ্ছে সুস্থ ও সুন্দর দাম্পত্য জীবনের অন্যতম একটি লক্ষণ।  সহবাসের মাধ্যমে যেমন শারীরিক ও মানসিক শান্তি ভোগ করা যায় তেমনি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।  সহবাস করার পর সাধারণত নারী এবং পুরুষ উভয়ের ই শারীরিক দুর্বলতা এবং  ঝিমুনিভাব চলে আসে।  যেহেতু সহবাসের মাধ্যমে পুরুষদের শরীর থেকে বীর্য নির্গত হয় এবং পুরুষ ও নারী উভয়েরই শারীরিক পরিশ্রম হয় সে ক্ষেত্রে শারীরিক দুর্বলতা চলে আসাটাই স্বাভাবিক।  তবে এই ক্ষয় পূরণ খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে থাকে।  কিন্তু কেউ যদি প্রতিদিন সহবাস করে তবে তার ক্ষেত্রে শারীরিক দুর্বলতা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।  যার ফলে শরীরে কাজের এনার্জি না পাওয়া এবং নিয়মিত কাজকর্ম বাধাগ্রস্ত হওয়ার মত সমস্যার সৃষ্টি হতে পারে। 

কারণ মানুষের দাম্পত্য জীবনের পাশাপাশি ভালোভাবে বেঁচে থাকার জন্য সবাইকেই কমবেশি কাজকর্ম করতে হয় ও অন্যদিকে সময় দিতে হয়।  সুতরাং সহবাসে যদি অতিরিক্ত সময় দেওয়া যায় সে ক্ষেত্রে এই প্রভাব কর্মক্ষেত্রে গিয়ে পড়বে এবং কাজের প্রতি মনোভাব নষ্ট হবে।  তাছাড়া প্রতিদিন সহবাস করার ফলে যারা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেন না তাদের ক্ষেত্রে সন্তান জন্মদানের সম্ভাবনা অনেক বেড়ে যায়।  সর্বোপরি পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুনঃ সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

তবে পুরুষের পাশাপাশি নারীরা ও অতিরিক্ত সহবাসের কারণে শারীরিক দুর্বলতায় ভুগতে পারে। দীর্ঘ সময় সহবাস করলে অনেক সময় যোনির ভেতরে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে যা থেকে ইনফেকশন সৃষ্টি হয়।

আশা করি প্রতিদিন সহবাস এর প্রভাব বা প্রতিদিন সহবাস করলে কি হয় সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন।  এর পরেও কোন প্রশ্ন থাকলে আমাদের স্বাস্থ্য কথা পেইজে গিয়ে আপনার প্রশ্ন করতে পারেন। 

Reference:

https://www.psychologytoday.com/us/blog/stress-and-sex/201208/how-many-times-week-is-it-healthy-have-sex

RelatedPosts

Coral Condom

Coral Condom Uses Price in Bangladesh

PRECAUTIONS Never use oil-based lubricants such as petroleum jelly (Vaseline), baby oil, mineral oil, or hand creams, since these will damage the Coral Condom. Use only water-based lubricants.... Continue

সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

আপনি কি জানেন সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন? সহবাসের সময় যোনি শুকিয়ে যাওয়ার মত ঘটনার মুখোমুখি আমরা অনেকেই হয়ে থাকি। সাধারণত মহিলাদের বয়স ৪৫ বছরের উপরে হলে... Continue

ফ্রি অনলাইন ডাক্তার পরামর্শ নিন

বাংলাদেশের সেরা অনলাইন ডাক্তার পরামর্শ নিয়ে আমাদের এই পরিষেবার আয়োজন করা হয়েছে। বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ হাসপাতালে কিংবা ব্যক্তিগত চিকিৎসাকেন্দ্রে গিয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন না।... Continue

মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়

মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়

প্রশ্ন হল মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায় ? পিরিয়ড বা মাসিকের তারিখ পার হয়ে যাবার পর অনেকেই দুশ্চিন্তা করে থাকেন যে গর্ভবতী হয়ে পড়লেন... Continue

female health

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়?

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় - আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক সময়। জেনে রাখা ভালো যে নোরিক্স ১ একটি ইমারজেন্সি পিল যা অরক্ষিত... Continue

female health

নোরিক্স খেলে কি হয়?

নোরিক্স খেলে কি হয় এই প্রশ্নটি সবচেয়ে বেশি দেখা যায় যারা নতুন বিয়ে করেছেন কিংবা ইমার্জেন্সি পিলগুলো সম্পর্কে জানতে চান তাদের ক্ষেত্রে। বলে রাখা ভালো যে নোরেক্স হলো... Continue