কোমর ব্যথার ট্যাবলেট কি | কোমর ব্যাথা সারানোর সহজ উপায়
কোমর ব্যথার ট্যাবলেট কি এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। আসলে কোমর ব্যথা এমন একটি সমস্যা, যা শতকরা ৯০ শতাংশ মানুষের...Continue
মিস মি ট্যাবলেট খেলে কি হয়? মিস মি ট্যাবলেট (Miss Me Tablet বা Miss Me capsule) মেয়েদের যৌন উত্তেজনা বৃদ্ধি কারক ঔষধ। এটি একটি পরীক্ষিত ও উন্নত মানের সেক্সুয়াল মেডিসিন। এই মেডিসিনটা ব্যবহারের ফলে একজন নারীর মধ্যে যৌন হরমোনের বৃদ্ধি ঘটে এবং ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে কাম উত্তেজনাকে বৃদ্ধি করে তুলে। মিস মি ট্যাবলেট মেয়েদের যৌন উত্তেজনা দ্রুত সময়ে বৃদ্ধি করার জন্য খুবই কার্যকারী একটি ওষুধ। যেকোনো বয়সের মেয়েদের কে এই ঔষধটি খাওয়ানোর মাধ্যমে দ্রুত উত্তেজিত করে ফেলা সম্ভব। আজকে আমরা মিস মি ট্যাবলেট এর কাজ, খাওয়ার নিয়ম, দাম, সতর্কতা, মিস মি ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানবো।
মিস মি ট্যাবলেট ফসফোডাইএষ্টারেজ টাইপ ৫ (PDE5) এর নির্দেশিত প্রতিরোধক। PDE5 প্রতিরোধের ফলে মসৃন পেশীতে cGMP এর পরিমাণ বৃদ্ধি পায়। cGMP মসৃন পেশীকে প্রশমিত করে দেয় এবং কর্পাস ক্যাভার্নোসামে রক্তের প্রবাহ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে পেনাইল ইরেকশন ঘটায়। PDE5 প্রোস্টেট এবং মূত্রথলির মসৃন পেশীতেও উপস্থিত থাকে। PDE5 এর পরিমাণ কমে যাওয়ার ফলে cGMP এর পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে প্রোস্টেট এবং মূত্রথলির মসৃন পেশী প্রশমিত হয়। মসৃন পেশীর প্রশমনের ফলে মূত্রনালীতে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং মূত্রথলির মুখ পুরাপুরি খুলে যায়, ফলে মূত্র নির্গমন বৃদ্ধি পায়।
মিস মি ট্যাবলেট মেয়েদের যৌন উত্তেজনা বৃদ্ধি করে, তাই এটিকে মেয়েদের যৌন উত্তেজক ঔষধ বলা হয়। ট্যাবলেটটি মেয়েদের যৌন হরমোন গ্রন্থির হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে, এবং মেয়েদের যৌন গ্রন্থি গুলির মধ্যে এক প্রকার উত্তেজনা তৈরিতে কাজ করে। এই ঔষধটি কোন প্রাপ্তবয়স্ক মেয়েকে খাওয়ানো হলে তার মধ্যে দ্রুত যৌন উত্তেজনা বৃদ্ধি পায়।
এই ঔষধটি আপনি দিনের যেকোনো সময় খাওয়াতে পারেন। তবে ঔষধ খাওয়ানোর সময় আপনি যদি গরম দুধ এর সাথে খাওয়াতে পারেন তাহলে ওষুধের কার্যকারিতা অধিক ভালো হবে। তবে ঔষধটি আপনি রাতের প্রথম প্রহরে অর্থাৎ আটটার থেকে বারোটার মধ্যে খাওয়ালে সবচাইতে ভালো হবে।
মিস মি ট্যাবলেট এর প্রধান কাজ হলো মেয়েদের যৌন উত্তেজনা বৃদ্ধি করা। ট্যাবলেটটি মেয়েদের যৌন হরমোন গ্রন্থির হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে, এবং মেয়েদের যৌন গ্রন্থি গুলির মধ্যে এক প্রকার উত্তেজনা তৈরিতে কাজ করে। এছাড়া ও ট্যাবলেট টি যে সকল সমস্যায় ব্যাবহার হয়ঃ
>>এই গ্রুপের সকল ওষুধঃ টাডালাফিল<<
>>এই কোম্পানির সকল ওষুধঃ জি ল্যাবরেটরিজ লিমিটেড<<
মিস মি একটি অনটাইম ট্যাবলেট। এটি দিনের যে কোন সময় খেতে পারেন। কিন্তু ঔষধটি আপনি রাতের প্রথম প্রহরে অর্থাৎ আটটার থেকে বারোটার মধ্যে খেলে সবচাইতে ভালো হবে। তবে অবশ্যই দৈনিক একটির বেশি মিস মি ট্যাবলে খাবেন না, কখনোই না এবং মাসে কখনোই চারটি বা পাঁচটির বেশি সেক্সুয়াল মেডিসিন খাবেন না।
মিস মি ট্যাবলেট এর কিছু গুরুত্বপূর্ণ ও জটিল পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। ওষুধ টি সেবনের পূর্বে যা জানা খুব ই জরুরি।
অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সহায়ক পরিমাপ করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।
মিস মি ট্যাবলেট এর মূল্য সাধারণত ১৫০ থেকে ২০০ টাকা। তবে বাংলাদেশের একেক জায়গায় দাম একেক রকম হতে পারে।
এই ওষুধ টি অন্যান্য ওষুধের সাথে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যা খুব মারাত্মক হয়ে থাকে।
নাইট্রেট ব্যবহারকারী রােগীদের ক্ষেত্রে এটি ব্যাবহারের প্রতিনির্দেশনা রয়েছে। ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে,ইনটিমেট নাইট্রেট গ্রহণকারী রােগীর ক্ষেত্রে প্রতিক্রিয়া সৃষ্টি করে। হাইপারসেনসিটিভিটি রিএকশন, যে সমস্ত রােগী মিস মি এর প্রতি মারাত্মক হাইপারসেনসিটিভিটি প্রদর্শন করে তাদের ক্ষেত্রে ইনটিমেট নিষিদ্ধ।
গর্ভবতী মহিলা বা বাচ্চাকে দুধ পান করানো মায়েরা ঔষধটি খাওয়া যাবে না, এতে গর্ভবতী মায়েদের বিশাল ক্ষতির সম্ভাবনা আছে।
৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে সংরক্ষণ করুন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। কোন কিছু জানার থাকলে নিচে মন্তব্য করুন।
কোমর ব্যথার ট্যাবলেট কি এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। আসলে কোমর ব্যথা এমন একটি সমস্যা, যা শতকরা ৯০ শতাংশ মানুষের...Continue
ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা বলতে বোঝানো হয় যৌন সঙ্গমের সময় লিঙ্গের উত্থান না হওয়াকে। অর্থাৎ কোন পুরুষ যদি তার সঙ্গিনীর...Continue
৭ দিনে ১০ কেজি ওজন কমানোর উপায় জানতে চান? তাহলে এই লেখাটি আপনার জন্য। কারণ ঘরে বসে ওজন কমানোর উপায়...Continue
এলার্জি দূর করার উপায় বলতে আমরা শুধু ঔষধ সেবনই বুঝে থাকি। কিন্তু ঠান্ডা এলার্জির চিকিৎসা ঔষধ খাওয়ার মাধ্যমে এবং ঘরোয়া...Continue