সেক্স কি, কত প্রকার ও কী কী?

সেক্স হলো এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ শারীরিক এবং মানসিক সুখ লাভের মাধ্যমে একাকীত্ব দূর করে এবং বংশ বিস্তার করে থাকে। সেক্স বা যৌন সঙ্গম বংশ বিস্তারের প্রধান হাতিয়ার হলেও বর্তমান সময়ে এটি আরাম-আয়েশ এবং সুখ-শান্তির অন্যতম একটা পদ্ধতি হিসেবে দাঁড়িয়েছে। 

Ask Question

 

সেক্স কাকে বলে?

একজন নারী এবং একজন পুরুষ যখন তাদের নিজেদের মনোবাসনা পূরণ এবং সন্তান জন্মদানের লক্ষ্যে তাদের নিজেদের যৌন অঙ্গ ব্যবহার করে মিলিত হয় তখন তাদের মধ্যে সেক্স বা যৌনসঙ্গম সংঘটিত হয়। 

Honey Sponsored

বিবাহিত নারী এবং পুরুষদের মধ্যে সেক্স সামাজিক এবং আইনগত ভাবে অনুমোদিত হলেও অবিবাহিত অবস্থায় এটি অবৈধ বলে ধরা হয়। ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্ম অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া যৌন সঙ্গমে লিপ্ত হওয়া মহাপাপ। 

সেক্স মূলত দুই প্রকার। অ্যানাল সেক্স এবং ভ্যাজাইনাল সেক্স। অ্যানাল সেক্স বলতে বোঝায় পায়ুপথে এবং ভ্যাজাইনাল সেক্স বলতে বোঝায় যোনিপথে মিলিত হওয়া। তবে বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী পায়ুপথে যৌনসঙ্গম নারী এবং পুরুষ উভয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর।

 তাছাড়া পৃথিবীতে প্রায় ৮৫০ ধরনের সেক্স রয়েছে। যদিও এই সবগুলো পৃথিবীর কোন মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব নয়। আবার পজিশন ভেধে এটি বিভিন্ন ধরনের হতে পারে। সেক্স বা যৌন সঙ্গমে জড়িত হতে চাইলে দুইটি জিনিস প্রয়োজন। একটি হলো সুন্দর মন মানসিকতা এবং অপরটি হল সেক্সের জন্য উপযুক্ত শরীর। 

তবে বর্তমান সময়ে মানুষ নিজের বিপরীত লিঙ্গের সঙ্গী ছাড়াও বিভিন্ন উপায়ে সেক্স এর মত যৌন স্বাদ উপভোগ করছে। এই উপায়ে গুলোর মধ্যে সেক্স টয়, হস্তমৈথুন, সমকামিতা ইত্যাদি অন্যতম। সেক্স বা যৌনসঙ্গম সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদ ধারণা পেতে নিচের নাম্বার গুলো তে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। 

  • ১. Homosexuality (সমলিঙ্গের প্রতি আকর্ষণ)
  • Heterosexuality (বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ)
  • Transsexualism (নিজেকে বিপরীত লিঙ্গের মানুষ মনে করা)
  • Transvestism (বিপরীত লিঙ্গের পোষাক পড়া)
  • Bisexuality (উভলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ থাকা)
  • Asexuality (কারও প্রতি যৌনাকাঙ্খা না থাকা)
  • Pansexuality (সর্বলিঙ্গের ওপরই যৌন আকর্ষণ)
  • Autosexulity (নিজের প্রতি যৌন আকর্ষণ)
  • Sadism (আরেকজনের আঘাত করে যৌনতৃপ্তি লাভ করা)
  • Masochism (নিজেকে কষ্ট দেয়া)
  • Fetishism (বস্তুর প্রতি যৌন আসক্তি)
  • Exhibitionism (নিজের যৌনাঙ্গ প্রদর্শনের প্রবণতা)
  • Zoophilia (পশুর প্রতি যৌন আসক্তি)
  • Voyeurism (অন্যের যৌনাঙ্গ দেখার আসক্তি)
  • Sapiosexual (বোধকামী)

RelatedPosts

Nightfall Side Effects Things To Stop Nightfall

Nightfall Side Effects, Treatment And Causes | Things To Stop Nightfall

Nightfall, or nocturnal emissions, is normal for many teenage boys and young men. It happens when you have an orgasm during your sleep. You might have a dream that... Continue

গর্ভাবস্থায় সহবাস করা কতটা নিরাপদ

গর্ভাবস্থায় সহবাস করা কতটা নিরাপদ?

গর্ভাবস্থায় সহবাস করা কতটা নিরাপদ সে ব্যাপারে প্রত্যেক গর্ভবতী মহিলার জানা অত্যন্ত জরুরী। কারণ অন্তঃসত্ত্বা নারী এবং গর্ভের সন্তানের জন্য ছোটখাটো কিছু ভুল বড় ধরনের বিপদ বয়ে আনতে... Continue

ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ

ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ

ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ । পিরিওড, ব্যায়াম কিংবা সহবাসের পর যৌনাঙ্গ পরিষ্কার করতে ব্যবহার করা হয়ে থাকে।  এটা মেয়েদের যোনি পরিষ্কার করার একটি সল্যুশন, যা বিশেষ ফর্মুলায় তৈরি... Continue

ওরাল সেক্স

ওরাল সেক্স বলতে বোঝানো হয় মুখ ঠোঁট জিহ্বা এগুলো ব্যবহার করে যৌনাঙ্গ উত্তেজিত করার কার্যকলাপ কে। একজন মহিলা পুরুষের যৌনাঙ্গে এবং পুরুষ যদি মহিলার যোনিতে মুখ কিংবা মুখের... Continue

মাসিক না হওয়ার কারণ

নিয়মিত মাসিক না হওয়ার কারণ গুলো জেনে নিন

মাসিক না হওয়ার কারণ হিসেবে সাধারণত অনেকেই গর্ভধারণকে দায়ী করে থাকেন। কিন্তু গর্ভধারণ ছাড়াও এমন অনেক কারণ রয়েছে যেগুলো সঠিক সময়ে মাসিক হতে বাধা প্রদান করে। সাধারণত সাধারণত... Continue

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম

পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম জানতে হলে এই লেখাটি আপনার জন্য সহায়ক হবে। আমরা সবাই জানি যে কালোজিরা কে বলা হয় মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। শুধু... Continue