ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ

ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ । পিরিওড, ব্যায়াম কিংবা সহবাসের পর যৌনাঙ্গ পরিষ্কার করতে ব্যবহার করা হয়ে থাকে।  এটা মেয়েদের যোনি পরিষ্কার করার একটি সল্যুশন, যা বিশেষ ফর্মুলায় তৈরি এবং ইনটিমেট এরিয়ায় ব্যবহারের জন্য সম্পূর্ণ নিরাপদ।

Ask Question

এতে আছে লিকুইড থাইম, যা ন্যাচারাল এন্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। এটি ইনটিমেট এরিয়ার ফ্লোরাল ব্যালান্স বজায় রাখে, দুর্গন্ধ দূর করে এবং ইরিটেশন কমিয়ে আপনাকে রাখে সুস্থ। ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইনটিমেট ওয়াশ প্রতিদিন ব্যবহারের জন্য নিরাপদ, যা আপনাকে করে আত্মবিশ্বাসী।

 

Honey Sponsored

কখন ব্যবহার করবেন

ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইনটিমেট ওয়াশ ব্যবহার করা সম্পন্ন নিরাপদ। যে সকল ক্ষেত্রে ফ্রিডম অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াশ ব্যবহার করতে পারবেন সেগুলো হলো:

  • ব্যায়ামের পরে
  • মাসিকের সময়
  • গর্ভাবস্থায়
  • যৌন কার্যকলাপের আগে এবং পরে

 

ব্যবহারবিধি:

  • বোতলের পাম্পে চাপ দিয়ে পরিমাণ মতো লিকুইড নিন।
  • ইন্টিমেট এরিয়ার বাইরে হালকা ভাবে ঘষে ব্যবহার করুন। 
  • সাধারন পানি দিয়ে আপনার ব্যবহারকৃত স্থানটি ভালভাবে ধুয়ে ফেলুন।

বিশেষ দ্রষ্টব্য: অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশী তাপমাত্রার পানি ব্যাবহার করা থেকে বিরত থাকবেন। 

 

ফ্রিডম ইন্টিমেট অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াশ এর কাজ:

  • ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। 
  • যৌনাঙ্গকে সুরক্ষিত ও সতেজ রাখে।
  • ফাংগাল ও ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে।

 

সুবিধাসমূহ:

ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইনটিমেট ওয়াশ বিশেষ ফর্মুলায় তৈরি, যেখানে ৩.৫ পিএইচ ব্যালান্স মেনটেইন করা হয়, যা ইনটিমেট এরিয়াকে রাখে সুস্থ। অন্যদিকে সাবান ব্যবহারে আপনার ইনটিমেট এরিয়া হতে পারে রুক্ষ।

 

পার্শ্ব প্রতিক্রিয়াঃ 

ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইন্টিমেট ওয়াশের কোন পাৰ্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে কোনও কোনও ব্যবহারকারীর সেনসিটিভ ত্বকের কসমেটিক উপাদান (সুগন্ধি) এর কারণে অ্যালার্জিক প্রতিক্রিয়া (র‍্যাশ, ইরিটেশন) হতে পারে। এই ধরনের প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

RelatedPosts

বুকের দুধ বৃদ্ধির ট্যাবলেট এবং কিছু প্রাকৃতিক উপায়।

বুকের দুধ বৃদ্ধির ট্যাবলেট এবং কিছু প্রাকৃতিক উপায়।

মায়ের বুকের দুধ বৃদ্ধির ট্যাবলেট এর নাম জানতে চান অনেক মহিলারা। এর প্রধান কারণ হলো বাচ্চা হবার পর বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায়না। বুকের দুধ বৃদ্ধি করতে... Continue

female health

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়?

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় - আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক সময়। জেনে রাখা ভালো যে নোরিক্স ১ একটি ইমারজেন্সি পিল যা অরক্ষিত... Continue

ফ্রি অনলাইন ডাক্তার পরামর্শ নিন

বাংলাদেশের সেরা অনলাইন ডাক্তার পরামর্শ নিয়ে আমাদের এই পরিষেবার আয়োজন করা হয়েছে। বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ হাসপাতালে কিংবা ব্যক্তিগত চিকিৎসাকেন্দ্রে গিয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন না।... Continue

নিয়মিত মাসিক হওয়ার প্রাকৃতিক উপায়

নিয়মিত মাসিক হওয়ার প্রাকৃতিক উপায়

নিয়মিত মাসিক হওয়ার প্রাকৃতিক উপায়ঃ অনিয়মিত মাসিক নারীদের একটি সাধারণ সমস্যা হিসেবে বিবেচিত হয়ে থাকে। জীবনযাত্রায় পরিবর্তন, ওজন কমে যাওয়া কিংবা আরো বিভিন্ন কারণে মাসিক অনিয়মিত হতে পারে।... Continue

পিরিয়ডের ব্যথা কমানোর উপায়

পিরিয়ডের ব্যথা কমানোর উপায়

পিরিয়ডের ব্যথা কমানোর উপায় গুলো মহিলাদের জন্য বিশেষ করে কিশোরী মেয়েদের জন্য জানা অত্যন্ত জরুরী। পিরিয়ডের সময় বেশিরভাগ মহিলাদের যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হল তলপেটে... Continue

বাচ্চা নষ্ট হয়ে গেলে কিভাবে ওয়াশ করে

বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়?

গর্ভের বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয় তা নিয়ে আপনারা অনেকেই জানতে চান। গর্ভপাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। তবে গবেষণা থেকে দেখা গেছে যে প্রতি দুইটি... Continue