ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম । ইমার্জেন্সি পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়
ইমার্জেন্সি পিল খাওয়ার কত দিন পর মাসিক হয় ? ইমার্জেন্সি পিল মূলত এক ধরনের গর্ভ নিরোধক ঔষধ। অনিরাপদ যৌন মিলনের ১২ ঘণ্টার মধ্যে এটি সেবন করতে হয়। ইমার্জেন্সি পিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম
ইমারজেন্সি পিল সেবন করা হয় মূলত অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করার উদ্দেশ্যে। চিকিৎসকের পরামর্শ মতে অনিরাপদ যৌন মিলনের ১২ ঘণ্টার মধ্যে ইমারজেন্সি পিল সেবন করতে হবে। তবে কোন কারনে বিলম্ব হলে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সেবন করা যায়। ৭২ ঘন্টা পার হলে এই পিল আর কোনো কাজ করে না।
যে সকল ইমারজেন্সি পিল এর প্যাকেটে একটি মাত্র ট্যাবলেট থাকে সেগুলো অনিরাপদ যৌন মিলনের পরে যত দ্রুত সম্ভব পানি দিয়ে মুখে খেতে হয়। তবে যদি ট্যাবলেট দুইটি থাকে সে ক্ষেত্রে প্রথমে একটি সেবন করার পর ঔষধের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর দ্বিতীয় টি সেবন করতে হবে। ট্যাবলেট মুখে খাওয়ার পর কোন কারণে যদি কয়েক ঘণ্টার মধ্যে বমি হয় সেক্ষেত্রে নতুন একটি ট্যাবলেট পুনরায় খেতে হবে।
ইমার্জেন্সি পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়
ইমার্জেন্সি পিল খাওয়ার পর আপনার মাসিকের তারিখ অনুযায়ী মাসিক হবে। তবে অনেক সময় দেখা যায় যে ইমকন সেবন করলে মাসিকের তারিখ কয়েকদিন কমবেশি হতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি ইমকন সেবন করার পরেও মাসিকের সঠিক তারিখ থেকে ১০ দিন অতিবাহিত হয়ে যায় সে ক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সি পরীক্ষা করতে হবে।