মোনাস ১০ কেন খায় ?

মোনাস ১০ কেন খায়? মোনাস ১০ মূলত সেবন করা হয় অ্যাজমা, মৌসুমী এলার্জি এবং চিরস্থায়ী এলার্জি নিরাময়ে। মোনাস ১০ বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি ঔষধ যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হল একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই ঔষধের মূলত তিন ধরনের স্ট্রেন্থ বা মাত্রা হয়ে থাকে। তুলনামূলক কম মাত্রার মোনাস ট্যাবলেট শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

Ask Question

মোনাস ১০ কেন খায়

মোনাস ১০ কেন খায়

মোনাস ১০ হল মন্টিলুকাস্ট সোডিয়াম জেনেরিক এর একটি ঔষধ। যে সকল ক্ষেত্রে মোনাস ১০ নির্দেশিত হয় সেগুলো হলোঃ

Honey Sponsored
  • অ্যাজমার প্রোফিল্যাক্সিস এবং ক্রনিক চিকিৎসায়।
  • ব্যায়ামজনিত ব্রঙ্কোকনস্ট্রিকশন (ইআইবি) প্রতিরোধে।
  • চিরস্থায়ী অ্যালার্জিক রাইনাইটিস (পিএআর) এর চিকিৎসায়।

মোনাস ১০ ট্যাবলেট মুখে সেবনযোগ্য একটি ঔষধ। বয়স অনুযায়ী যদি শ্রেণীবিভাগ করা হয় তাহলে দুই থেকে পাঁচ বছর বয়সেই রোগীদের ক্ষেত্রে ৪ মিলিগ্রাম ট্যাবলেট, ৬ থেকে ১৪ বছর বয়সী রোগীদের ক্ষেত্রে ৫ মিলিগ্রাম ট্যাবলেট এবং ১৫ বছর বা তার বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে ১০ মিলিগ্রাম ট্যাবলেট অর্থাৎ মোনাস ১০ নির্দেশিত হয়ে থাকে। তবে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এলার্জি এজমা হাঁপানি এ সকল রোগের জন্য আমাদের দেশের সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে বেশি কার্যকরী ঔষধ হলো মোনাস টেন। এর সাথে কিছু ঔষধ বিক্রিয়া করে মিথস্ক্রিয়া ঘটাতে পারে যেগুলো হলো থিওফাইলিন, প্রেডনিসোলন, প্রেডনিসন, টারফিনাডিন। 

মোনাস ১০ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখানে। 

RelatedPosts

চোখ লাল হওয়ার কারণ

চোখ লাল হওয়ার কারণ কি | চোখ লাল কেন হয়

চোখ আমাদের শরীরের অতি গুরুত্বপূর্ন অঙ্গ। চোখ শুধু মনের কথাই বলে না, চোখ দেখে শরীরের অভ্যন্তরের রোগের কথাও ধারণা করা যায়। অনেক সময় ই চোখ লাল হওয়া দেখে... Continue

গর্ভাবস্থায় সহবাস করা কতটা নিরাপদ

গর্ভাবস্থায় সহবাস করা কতটা নিরাপদ?

গর্ভাবস্থায় সহবাস করা কতটা নিরাপদ সে ব্যাপারে প্রত্যেক গর্ভবতী মহিলার জানা অত্যন্ত জরুরী। কারণ অন্তঃসত্ত্বা নারী এবং গর্ভের সন্তানের জন্য ছোটখাটো কিছু ভুল বড় ধরনের বিপদ বয়ে আনতে... Continue

মুখের ছোট ছোট ব্রণ দূর করার উপায়

মুখের ছোট ছোট ব্রণ দূর করার উপায়

মুখে ব্রণ বের হওয়াটা খুবই সাধারণ একটি সমস্যা। ত্বকের ঔজ্জ্বল্যতা এবং সৌন্দর্য সবকিছুকে নিমিষে নষ্ট করে দিতে ব্রণের বিকল্প নেই। আর তাই এই সমস্যাটা যখন দেখা দেয় তখন... Continue

স্বপ্নদোষ বন্ধ করার উপায়

স্বপ্নদোষ কি ও কেন হয়? স্বপ্নদোষ বন্ধ করার উপায়।

স্বপ্নদোষ হলো পুরুষদের ঘুমের মধ্যে ধাতু নির্গমন। অনেক সময় দেখা যায় যে ১৩ থেকে ২০ বছর বয়সী পুরুষদের ঘুমন্ত অবস্থায় গভীর রাতে কিংবা ভোরের দিকে মনের অজান্তেই লিঙ্গ... Continue

হার্টের সমস্যা বোঝার উপায়

হার্টের সমস্যা বোঝার উপায় ও হার্ট অ্যাটাক থেকে বাচার উপায়

সাধারনত হৃৎপিন্ড, রক্তবাহী ধমনী ও শিরা, মস্তিষ্ক ও বৃক্ক সম্পর্কিত রোগকে হার্টের রোগ বলে। আপনি কোনো সমস্যা বোধ করছেন না, বুকে ব্যথা করে না কখনো, যেকোনো কাজ খুব... Continue

খাবার খাওয়ার পর পায়খানা হয় কেন

যেভাবে বুঝবেন হরমোনের সমস্যায় ভুগছেন কিনা

হরমোন মূলত আমাদের শারীরিক সকল কার্যক্রমের সাথে সম্পর্কযুক্ত। শরীরের যদি কোন একটি কার্যক্রম বাধাগ্রস্ত হয় কিংবা গ্রোথ ডেভেলপমেন্ট ঠিকমতো না হয় তবে বুঝতে হবে হরমোনের সমস্যা রয়েছে। যদিও... Continue