দাম্পত্য জীবনে প্রতিদিন সহবাস করলে কি হয়

আপনি কি জানেন প্রতিদিন সহবাস করলে কি হয়?  সহবাসের যেমন অনেক ভালো দিক রয়েছে তেমনি এর কিছু খারাপ দিক রয়েছে যদি এটি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়। কোথায় আছে যেকোনো কিছুই অতিরিক্ত খারাপ।  

Ask Question

কিনসে ইনস্টিটিউট এর একটি পরিসংখ্যান অনুযায়ী, ১৮-২৯ বছর বয়সীরা প্রতি বছরে গড়ে ১১২ বার, ৩০-৩৯ বছর বয়সীরা প্রতি বছরে গড়ে ৮৬ বার এবং ৪০-৪৯ বছর বয়সীরা বছরে গড়ে ৬৯ বার সহবাস করে থাকে।  যদিও এই তথ্য সারা পৃথিবীকে রিপ্রেজেন্ট করে না। আপনি যদি নতুন বিবাহিত হয়ে থাকেন বা সামনে বিয়ে করতে চান তাহলে এই লেখাটি আশা করি আপনার অনেক কাজে দেবে।

আরও পড়ুনঃ সহবাসের আনন্দ পাওয়ার উপায় যা জানলে আপনি অবাক হবেন

Honey Sponsored

সহবাস কেন করা হয়

স্বামী এবং স্ত্রীর মধ্যে স্বাভাবিক একটি কার্যাবলী হল সহবাস যা দাম্পত্য জীবনের অপরিহার্য অংশ হিসেবে পরিগণিত হয়ে থাকে।  সহবাস মূলত স্বামী এবং স্ত্রীর শারীরিক চাহিদা মেটানোর পাশাপাশি তাদেরকে শারীরিক ও মানসিক শান্তি প্রদান করে।  সেই সাথে বিভিন্ন খারাপ কাজ এবং অন্যান্য ছেলে বা মেয়েদের প্রতি যে আকর্ষণ তা থেকে তাদেরকে মুক্ত থাকতে সহায়তা করে।  সন্তান জন্মদানের ক্ষেত্রে সহবাস হলো একমাত্র মাধ্যম।  সুতরাং এক কথায় বলা যায় যে নারী পুরুষের শারীরিক চাহিদা মেটাতে এবং শারীরিক আনন্দ পেতে ও সন্তান জন্মদানের উদ্দেশ্যেই মূলত সহবাস করা হয়। 

প্রতিদিন সহবাস করলে কি হয়

আরও পড়ুনঃ সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

প্রতিদিন সহবাস করলে কি হয়

স্বামী এবং স্ত্রী নিয়মিত সহবাস করবে এটাই হচ্ছে সুস্থ ও সুন্দর দাম্পত্য জীবনের অন্যতম একটি লক্ষণ।  সহবাসের মাধ্যমে যেমন শারীরিক ও মানসিক শান্তি ভোগ করা যায় তেমনি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।  সহবাস করার পর সাধারণত নারী এবং পুরুষ উভয়ের ই শারীরিক দুর্বলতা এবং  ঝিমুনিভাব চলে আসে।  যেহেতু সহবাসের মাধ্যমে পুরুষদের শরীর থেকে বীর্য নির্গত হয় এবং পুরুষ ও নারী উভয়েরই শারীরিক পরিশ্রম হয় সে ক্ষেত্রে শারীরিক দুর্বলতা চলে আসাটাই স্বাভাবিক।  তবে এই ক্ষয় পূরণ খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে থাকে।  কিন্তু কেউ যদি প্রতিদিন সহবাস করে তবে তার ক্ষেত্রে শারীরিক দুর্বলতা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।  যার ফলে শরীরে কাজের এনার্জি না পাওয়া এবং নিয়মিত কাজকর্ম বাধাগ্রস্ত হওয়ার মত সমস্যার সৃষ্টি হতে পারে। 

কারণ মানুষের দাম্পত্য জীবনের পাশাপাশি ভালোভাবে বেঁচে থাকার জন্য সবাইকেই কমবেশি কাজকর্ম করতে হয় ও অন্যদিকে সময় দিতে হয়।  সুতরাং সহবাসে যদি অতিরিক্ত সময় দেওয়া যায় সে ক্ষেত্রে এই প্রভাব কর্মক্ষেত্রে গিয়ে পড়বে এবং কাজের প্রতি মনোভাব নষ্ট হবে।  তাছাড়া প্রতিদিন সহবাস করার ফলে যারা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেন না তাদের ক্ষেত্রে সন্তান জন্মদানের সম্ভাবনা অনেক বেড়ে যায়।  সর্বোপরি পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুনঃ সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

তবে পুরুষের পাশাপাশি নারীরা ও অতিরিক্ত সহবাসের কারণে শারীরিক দুর্বলতায় ভুগতে পারে। দীর্ঘ সময় সহবাস করলে অনেক সময় যোনির ভেতরে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে যা থেকে ইনফেকশন সৃষ্টি হয়।

আশা করি প্রতিদিন সহবাস এর প্রভাব বা প্রতিদিন সহবাস করলে কি হয় সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন।  এর পরেও কোন প্রশ্ন থাকলে আমাদের স্বাস্থ্য কথা পেইজে গিয়ে আপনার প্রশ্ন করতে পারেন। 

Reference:

https://www.psychologytoday.com/us/blog/stress-and-sex/201208/how-many-times-week-is-it-healthy-have-sex

RelatedPosts

ফেমিকন-এর-ছবি

ফেমিকন খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, দাম ও উপকারিতা

ফেমিকন খাওয়ার নিয়ম সম্পর্কে প্রত্যেক বিবাহিত মহিলা এবং পুরুষদের অবগত হওয়া উচিত। আমাদের দেশের প্রায় ৪০% বিবাহিত মহিলারা জীবনের কোন না কোন সময়ে ফেমিকন পিল সেবন করে থাকেন।... Continue

.webp

সেক্স কি, কত প্রকার ও কী কী?

সেক্স হলো এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ শারীরিক এবং মানসিক সুখ লাভের মাধ্যমে একাকীত্ব দূর করে এবং বংশ বিস্তার করে থাকে। সেক্স বা যৌন সঙ্গম বংশ... Continue

lubricant gel uses

লুব্রিকেন্ট জেল এর কাজ কি? লুব্রিকেন্ট জেল কি ব্যবহার করা নিরাপদ?

লুব্রিকেন্ট জেল এর কাজ কি এটা আমরা অনেকেই হয়তো জানিনা। লুব্রিকেন্ট জেল হল এক ধরনের হালকা তরল জাতীয় পদার্থ যা মূলত যৌন সঙ্গমের সময় আরামদায়ক এবং যৌনাঙ্গ পিচ্ছিল... Continue

 মি ট্যাবলেট

মিস মি ট্যাবলেট – Miss Me Tablet

মিস মি ট্যাবলেট খেলে কি হয়? মিস মি ট্যাবলেট (Miss Me Tablet বা Miss Me capsule) মেয়েদের যৌন উত্তেজনা বৃদ্ধি কারক ঔষধ। এটি একটি পরীক্ষিত ও উন্নত মানের... Continue

first intercourse

বিয়ের পর প্রথমবার মিলনের নিয়ম ।

যে সকল নারী এবং পুরুষ তাদের জীবনে একবারও যৌন মিলন করেননি তাদেরকে বলা হয় ভার্জিন। প্রথমবার মিলনের নিয়ম কানুন গুলো মিলনকে মধুর করে তোলে। ছেলেদের ক্ষেত্রে এটি খুব... Continue

female health

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়?

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় - আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক সময়। জেনে রাখা ভালো যে নোরিক্স ১ একটি ইমারজেন্সি পিল যা অরক্ষিত... Continue