ইনডেভার ১০ কেন খায়
ইনডেভার ১০ মূলত প্রপানলোল হাইড্রোক্লোরাইড জেনেরিক এর একটি ঔষধ। এটি বাজারজাত করে থাকে এসিআই লিমিটেড। ইনডেভার ট্যাবলেট ১০ মিলিগ্রাম এবং ৪০ মিলিগ্রাম স্ট্রেন্থ এ পাওয়া যায়।
ইনডেভার ১০ কেন খায়?
ইনডেভার টেন নির্দেশিত হয়ে থাকে মূলত উচ্চ রক্তচাপ উদ্বিগ্নতা মাইগ্রেন প্রতিরোধ হূদযন্ত্রের অস্বাভাবিক স্পন্দন এবং বুকে ব্যথা প্রতিরোধের উদ্দেশ্যে। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ এবং এনজিনা পেকটোরিস এর চিকিৎসায়।
প্রোপ্রানলল বেটা এলার্জিক রিসিভ এর সাথে যুক্ত হয় ক্যাটেকোলামাইন এর কার্যকারিতা কে বাধা প্রদান করে থাকে। এর মাধ্যমে হূদ্যন্ত্রের অস্বাভাবিক স্পন্দনের হার কমে যায় ও অক্সিজেনের চাহিদা ধীরে ধীরে হ্রাস পায়।
- জিংক বি ট্যাবলেট খেলে কি মোটা হয়
- ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম । ইমার্জেন্সি পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়
তবে উক্ত সমস্যা গুলোর জন্য যদি আপনি ইনডেভার টেন সেবন করতে চান সে ক্ষেত্রে অবশ্যই এরপূর্বে ডাক্তারের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়।