সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

সহবাসের সময় থুথু ব্যবহার ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে। প্রাচীনকালে যখন লুব্রিকেন্ট জেল বলে কোন কিছু ছিল না তখন সহবাসের সময় থুথু ব্যবহার করা হতো। সে সময় মানুষ এগুলো সম্পর্কে খুব বেশি সচেতন ছিল না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের প্রসারের ফলে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে মানুষ নতুন করে জানতে পারছে।

Ask Question

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি?

যৌন মিলনের সময় স্ত্রীর যোনি পিচ্ছিল করার জন্য থুথু ব্যবহার করা উচিত নয়। আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিন এর গবেষণা থেকে বলা হয়েছে যে যৌন মিলনের সময় থুথু কিংবা বাজারের নিম্নমানের লুব্রিকেন্ট জেল ব্যবহার করলে যোনির ভেতর দিয়ে শুক্রাণুর চলাচলের গতি একেবারে কমে যায়। এর ফলে দেখা যায় যে অনেকের সন্তান ধারণ করা সম্ভব হয় না।

অত্যাধিক পরিমাণে থুথু এবং নিম্নমানের জেল ব্যবহার করলে অনেক সময় যোনিতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে যৌন সংক্রান্ত বিভিন্ন রোগ দেখা দেয় যা সন্তান ধারণের সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেয়। 

তাছাড়া এটা একটা অভিরুচির ব্যাপারও বটে। তবে অনেক সময় দেখা যায় যে সহবাসে জেল ব্যবহার করার ফলে অনেকের অ্যালার্জিজনিত সমস্যা হয়ে থাকে।

তাহলে কি ব্যবহার করা উচিত

লুব্রিকেন্ট কিংবা থুথু যৌন মিলনের সময় ব্যবহার করা হয় যোনি পিচ্ছিল করতে। কিন্তু মিলনের পূর্বে যদি ফোর প্লে করা হয় তাহলে জনি এমনিতেই রসে পিচ্ছিল হয়ে যায়। কিভাবে ফোরপ্লে করতে হয় সে সম্পর্কে আমাদের ওয়েবসাইটে লেখা রয়েছে।  যদি কারো ক্ষেত্রে ফোরপ্লে করার পরেও কিংবা দীর্ঘ সময় মিলনের ফলে জনি শুকনো হয়ে যায় তবে সেক্ষেত্রে ভালো মানের লুব্রিকেন্ট জেল ব্যবহার করতে হবে। কোন ধরনের লুব্রিকেন্ট জেল আমাদের ব্যবহার করা উচিত সেটা জেনে নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে।

সতর্কতাঃ যে কোন ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন।

RelatedPosts

মস্তিষ্কের গঠন

মানব মস্তিষ্কের গঠন বিভিন্ন অংশ ও কাজ

হোক কোনো সুসজ্জিত সেনাদল কিংবা কোনো ফুটবল দল। সবজায়গায়ই একজন দলনেতা বা কমান্ডিং অফিসার থাকেন। পৃথিবীর সবচেয়ে আধুনিক রোবট কিংবা আঠারো’শ শতকের সয়ংক্রিয় মেশিন সবকিছুতেই একটা ইঞ্জিন কিংবা... Continue

food-calories

কোন খাবারে কত ক্যালরি তা জেনে নিন।

কোন খাবারে কত ক্যালরি থাকে তা আমাদের সকলের জন্যই জানা জরুরি। বিশেষ করে যারা ডায়েট করে থাকেন কিংবা খাবারের ব্যাপারে লাগাম এনেছেন তাদের জন্য এটি আরো বেশি গুরুত্বপূর্ণ।... Continue

diabetis

ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা ২০২২

ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি। আমাদের দেশে বহুল পরিচিত কিছু রোগের মধ্যে ডায়াবেটিস অন্যতম। এর কারণ হিসেবে মনে করা হয় যে গত কয়েক দশকে... Continue

কোমল পানীয় এর ক্ষতিকর দিক

কোমল পানীয় এর ক্ষতিকর দিক

গরমে তৃষ্ণা থেকে বাঁচার জন্য, খাবার হজমের মাধ্যম হিসেবে অথবা খাবার প্রিয় মানুষের আত্মতৃপ্তি ও সতেজতার জন্য প্রায়ই আমরা কোমল পানীয় বা soft drinks পান করে থাকি। ছোট... Continue

ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয়

ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয়

ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয় ? ইমকন ১ মূলত এক ধরনের গর্ভ নিরোধক ঔষধ। অনিরাপদ যৌন মিলনের ১২ ঘণ্টার মধ্যে এটি সেবন করতে হয়। তবে... Continue

খাবার খাওয়ার পর পায়খানা হয় কেন

খাবার খাওয়ার পর পায়খানা হয় কেন? জেনে নিন সমাধান।

খাবার খাওয়ার পর পায়খানা হয় কেন? আপনারও কি খাবার খাওয়ার পরপরই পেটে চাপ ধরে পায়খানার ভাব চলে আসে? যদি আপনার উত্তর হ্যা হয় তবে আপনি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির... Continue