পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে কেন

পিট্যুইটারি গ্রন্থি থাকে মাথায়। শুধু মানুষের মাথায় থাকে এমন না, এই গ্রন্থি সকল প্রাণির মাথায় থাকে। এই গ্রন্থি কী, সেটা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে বুঝতে ও জানতে গেলে আমাদেরকে রীতিমতো ডাক্তারী পড়তে হবে অথবা চিকিৎসা শাস্ত্র বা জীববিজ্ঞান সম্পর্কে কিছুটা জ্ঞান থাকতে হবে। তাই এই গ্রন্থি কী, সেটা পূর্ণভাবে জানার  সবার দরকার নেই। কারণ এটা সম্পর্কে বললে সবাই সবকিছু বুঝবে না। তাই আপাতত এটুকু জেনে রাখলে হবে যে, পিট্যুইটারি গ্রন্থি মাথায় থাকে।

Ask Question
পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে কেন

পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে কেন

এই পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে কেন? এই গ্রন্থির ক্ষমতা ও কাজ সম্পর্কে জানলে এই প্রশ্নের উত্তর নিজে থেকে পেয়ে যাবেন আশাকরি। এবার এই গ্রন্থির কাজ ও ক্ষমতা সম্পর্কে জেনে নিই –

  • সকল প্রকার অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত হরমোনকে এই পিট্যুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করে।
  • আপনি কতটুকু লম্বা হবেন, তা নির্ভর করে HGH হরমোনের উপর। আর এই HGH হরমোনকে নিয়ন্ত্রণ করে পিট্যুইটারি গ্রন্থি। তারমানে আপনার লম্বা হওয়া নিয়ন্ত্রণ করছে এই পিট্যুইটারি গ্রন্থি।
  • FSH হরমোনের উপর নারী দেহের ডিম্বাশয় ক্ষরণ নিয়ন্ত্রিত হয়। আবার ICSH হরমোনের উপর পুরুষ দেহের শুক্রাণু ক্ষরণ নিয়ন্ত্রিত হয়। আর এই দুইপ্রকার হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এই পিট্যুইটারি গ্রন্থি।
  • TSH হরমোন থাইরয়েড গ্রন্থির আকার, ক্ষরণ ও আয়োডিন বিপাকে সাহায্য করে। এই TSH হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে পিট্যুইটারি গ্রন্থি।
  • এসব ছাড়াও অন্যান্য অনেক হরমোনকে এই পিট্যুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করে।
  • মাছের দ্রুত প্রজনন ঘটানোর জন্য পিট্যুইটারির গ্রন্থির  নির্যাস মিশ্রিত একপ্রকারের ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশনের জন্য মাছ দ্রুত প্রজনন ঘটায়।
  • মানুষের মাথার এই গ্রন্থির এতো ক্ষমতা যে, এটা প্রায় ২০-৩০ ওয়াটের একটা এনার্জি বাল্ব জ্বালাতে সাহায্য করে।

অর্থাৎ দেখা যাচ্ছে যে, আমাদের প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করছে এই গ্রন্থি। এই গ্রন্থি এতো কিছু করছে, তারমানে এটা অনেক বড় হওয়ার কথা ছিল! কিন্তু এটা এত বড় না? আসলে এতো ক্ষমতাধর গ্রন্থটি খুবই ছোটো। মানব দেহের এই গ্রন্থির ওজন মাত্র ০.৫ গ্রাম। এতো কম ওজনের ক্ষুদ্র গ্রন্থি সবকিছু নিয়ন্ত্রণ করছে জন্যই অভূতপূর্ব ক্ষমতার অধিকারী অর্থাৎ প্রভু গ্রন্থি বলা হচ্ছে পিট্যুইটারি গ্রন্থি কে ।

লেখা : সুদিপ্ত কুমার নাগ

RelatedPosts

Doctor List Of Square Hospital Dhaka

Doctor List Of Square Hospital Dhaka

The Square Hospital was founded by Samson H Chowdhury, who wanted to make it easier for patients to find a local physician. He realized that there were no... Continue

হৃদরোগ কি

হৃদরোগ কি | হৃদরোগ হওয়ার কারণ লক্ষণ ও প্রতিকার

হৃদসংবহন তন্ত্র, মস্তিষ্ক, বৃক্ক ও প্রান্তিক ধমনী সম্পর্কিত, রোগ ই হলো হৃদ রোগ। হৃদরোগ কে বলা হয় নীরব ঘাতক। আগে ধারণা করা হতো বয়স্ক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়।... Continue

মনকে নিয়ন্ত্রণ করার উপায়

মনকে নিয়ন্ত্রণ করার উপায় জেনে নিন

মনকে নিয়ন্ত্রণ করার উপায় এর কথা মাথায় আসলেই আমাদের একটা গান মনে পড়ে যায়, 'মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন'। আমি যেটা করতে চাই... Continue

নিয়মিত মাসিক হওয়ার প্রাকৃতিক উপায়

নিয়মিত মাসিক হওয়ার প্রাকৃতিক উপায়

নিয়মিত মাসিক হওয়ার প্রাকৃতিক উপায়ঃ অনিয়মিত মাসিক নারীদের একটি সাধারণ সমস্যা হিসেবে বিবেচিত হয়ে থাকে। জীবনযাত্রায় পরিবর্তন, ওজন কমে যাওয়া কিংবা আরো বিভিন্ন কারণে মাসিক অনিয়মিত হতে পারে।... Continue

ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ

ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ

ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ । পিরিওড, ব্যায়াম কিংবা সহবাসের পর যৌনাঙ্গ পরিষ্কার করতে ব্যবহার করা হয়ে থাকে।  এটা মেয়েদের যোনি পরিষ্কার করার একটি সল্যুশন, যা বিশেষ ফর্মুলায় তৈরি... Continue

ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয়

ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয়

ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয় ? ইমকন ১ মূলত এক ধরনের গর্ভ নিরোধক ঔষধ। অনিরাপদ যৌন মিলনের ১২ ঘণ্টার মধ্যে এটি সেবন করতে হয়। তবে... Continue