ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয়
ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয় ? ইমকন ১ মূলত এক ধরনের গর্ভ নিরোধক ঔষধ। অনিরাপদ যৌন মিলনের ১২ ঘণ্টার মধ্যে এটি সেবন করতে হয়। তবে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে সেবন করলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না বললেই চলে। কিন্তু এরপরে এটি আর গর্ভনিরোধক হিসেবে কাজ করে না।
ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয়
ইমকন ১ খাওয়ার পর আপনার মাসিকের তারিখ অনুযায়ী মাসিক হবে। তবে অনেক সময় দেখা যায় যে ইমকন সেবন করলে মাসিকের তারিখ কয়েকদিন কমবেশি হতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি ইমকন সেবন করার পরেও মাসিকের সঠিক তারিখ থেকে ১০ দিন অতিবাহিত হয়ে যায় সে ক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সি পরীক্ষা করতে হবে।
ইমকন ১ কিসের ঔষধ
জেনে রাখা ভালো যে এটি মাসিক হবার কোন ঔষধ নয়। বরং ডাক্তাররা অনেক অবিবাহিত নারীদের ক্ষেত্রে এটি খেতে বলেন যার মাধ্যমে নারীদের মাসিকের চক্র ঠিক থাকে। তবে মাসের যেকোনো সময় যদি আপনি অনিরাপদ যৌন মিলন করে থাকেন সেক্ষেত্রে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে ইমকন সেবন করলে গর্ভধারণ রোধ করা সম্ভব। ভুলেও কখনো নিয়মিত পিল হিসেবে ইমকন ব্যবহার করবেন না। প্রতিবার এটি সেবন করার পরেও গর্ভনিরোধ নাও হতে পারে।
সেবন করার পূর্বে ইমকন ১ সম্পর্কে বিস্তারিত তথ্য খাওয়ার নিয়ম এবং পার্শপ্রতিক্রিয়া অবশ্যই জেনে নেবেন।