নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা

অনেক নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা সহ সারা বাংলাদেশ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। নিউরন বলতে বোঝায় স্নায়ু। অর্থাৎ যখন আমরা স্নায়ু সম্পর্কিত সমস্যার সম্মুখীন হয় তখন চিকিৎসার জন্য নিউরো মেডিসিন এর অপর বিশেষজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন হতে হয়। এই ডাক্তাররা নিউরোলজি নিয়ে পড়াশোনা করেন বলে এদেরকে নিউরোলজিস্ট বলা হয়। শিশু নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছেন। শুধু দরকার তাদের খুজে বের করা। তবে আপনার আরো উন্নত চিকিৎসা নিতে চাইলে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ কলকাতায় খোজ করতে পারেন।

Ask Question

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল মাথা। যদি সমস্ত শরীর সুস্থ থাকার পরেও কোন মানুষের মাথা সমস্যায় জর্জরিত হয় তাহলে পুরো শরীর অসাড় হয়ে পড়ে। ঠিক যেমন পাগল হয়ে যারা ঘুরে বেড়ায় তাদের মানসিক ভারসাম্য বাদে অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে। আর মাথার সমস্যায় সবচেয়ে উপযুক্ত চিকিৎসা সেবা দিতে পারেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা।

তাই আপনি যেকোনো জায়গায় থাকেন না কেন মাথার সমস্যায় ভালো একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞের কোন বিকল্প হয় না। ঢাকা সহ বাংলাদেশের কোথায় দেশের সেরা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন আজকে সে সম্পর্কে বিস্তারিত জানাবো।

Honey Sponsored

নিউরো মেডিসিন কি?

brain

মস্তিষ্ক কিংবা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্নায়ুজনিত রোগ নিয়ে পড়াশোনা করার ক্ষেত্র নিউরোমেডিসিন নামে পরিচিত। ডাক্তার দের ক্ষেত্রে এটি পড়াশোনার বিষয়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে নিউরোমেডিসিন বলতে আসলে বোঝানো হয় নিউরন সম্পর্কিত রোগের ঔষধ কে। আমাদের মস্তিষ্কের যে অংশ কোন কিছু বুঝতে সহায়তা করে সেই অংশকে বলা হয় নিউরন। যখন সেখানে রক্তক্ষরণ বা এধরনের কোন সমস্যা দেখা দেয় তখন আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। 

নিউরো মেডিসিন বিশেষজ্ঞ কারা এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ কাজ কি ?

নিউ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা পড়াশোনা করে থাকেন নিউরোলজি বা স্নায়ুতন্ত্র নিয়ে। সোজা কথা বললে আমাদের শরীরের যেসকল অঙ্গে নিউরন রয়েছে সে সকল অঙ্গের সমস্যায় নিউরোলজিস্টরা চিকিৎসা প্রদান করে থাকেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আমাদের সারা শরীরের মধ্যে মাথায় নিউরনের পরিমাণ সবচেয়ে বেশি। যে কারণে আমরা যদি মাথার কোন সমস্যা বা মানসিক ভারসাম্য জনিত কোন সমস্যায় পড়ে থাকে তবে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা এর চিকিৎসা দিয়ে থাকেন।

আমাদের মাথা আমাদের সম্পূর্ণ শরীর কে নিয়ন্ত্রণ করে থাকে। ভালোলাগার অনুভূতি ব্যথা পাওয়া সবকিছু আমরা অনুভব করতে পারি আমাদের মাথার মাধ্যমে অর্থাৎ আমাদের মস্তিষ্কের মাধ্যমে। তাহলে বুঝতেই পারছেন চিকিৎসার ক্ষেত্রে একজন ভালো নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

 

সেরা ১০ জন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা

সেরা নিউরো মেডিসিন ডাক্তার দের মধ্যে অন্যতম একজন হলেন অধ্যাপক ডাক্তার মনসুর হাবীব। ডাক্তার মনসুর হাবীব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে যুক্ত আছেন। 

১। অধ্যাপক ডাক্তার মনসুর হাবীব

 এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) এমডি (নিউরোলজি), এমআরসিপি, এফআরসিপি (লন্ডন), নিউরোলজি বিভাগের অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ। 

  • >>বাড়ি- ০৬, রোড-০৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫, বাংলাদেশ।
  • >>নম্বর:+88 02 9676356, +88 02 58610793-8

 

২। অধ্যাপক শাহরুখ আহমেদ। 

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি)

নিউরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ। 

নিউরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট

সিনিয়র কনসালটেন্ট, ল্যাবএইড হাসপাতাল। 

  • >>বাড়ি- ০৬, রোড-০৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫, বাংলাদেশ।
  • >>নম্বর:+88 02 9676356, +88 02 58610793-8

 

৩। প্রফেসর ড সিরাজুল হক 

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এফএসিপি (ইউএসএ), এফআরসিপি (এডিন),

নিউরোলজি ও ইন্টারনাল মেডিসিন চিফ কনসালটেন্ট। 

চিফ কনসালটেন্ট, নিউরোলজি, ল্যাবএইড বিশেষায়িত হাসপাতাল, ঢাকা। 

  • বাড়ি- ০৬, রোড-০৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫, বাংলাদেশ।
  • নম্বর:+88 02 9676356, +88 02 58610793-8

 

৪। অধ্যাপক ড. এম এস জহিরুল হক চৌধুরী

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (নিউরো-মেডিসিন), এমএসিপি (মেডিসিন, ইউএসএ), ফেলো, মুভমেন্ট ডিসঅর্ডার এবং বোটুলিনাম টক্সিন (ভারত)। অধ্যাপক ও প্রকল্প উপ-পরিচালক – নিউরো-মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল। 

  • বাড়ি- ০৬, রোড-০৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫, বাংলাদেশ।
  • নম্বর:+88 02 9676356, +88 02 58610793-8

 

৫। প্রফেসর ড. মোঃ আজহারুল হক

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) এফআরসিপি (গ্লাসগো) এফআরসিপি এডিন, এফএসিপি (ইউএসএ), নিউরোলজি নিউরোলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ। 

  • বাড়ি- ০৬, রোড-০৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫, বাংলাদেশ।
  • নম্বর:+88 02 9676356, +88 02 58610793-8

 

৬। প্রফেসর ড মোঃ আশরাফ আলী 

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি), এফআরসিপি (এডিন), সাবেক অধ্যাপক, মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট, সাবেক ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক। মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, নিউরোলজি বিভাগ, ল্যাবএইড বিশেষায়িত হাসপাতাল, ঢাকা। 

  • বাড়ি- ০৬, রোড-০৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫, বাংলাদেশ।
  • নম্বর:+88 02 9676356, +88 02 58610793-8

 

৭। প্রফেসর ড. এম এ হান্নান

এমবিবিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি), এফসিপিএস (মেডিসিন), মেডিসিন বিশেষজ্ঞ ও নিউরোলজিস্ট, নিউরোলজি ফেলো (থাইল্যান্ড), এফআরসিপি (এডিন, ইউকে)। অধ্যাপক, নিউরোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। 

  • বাড়ি- ০৬, রোড-০৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫, বাংলাদেশ।
  • নম্বর:+88 02 9676356, +88 02 58610793-8

 

৮। সহযোগী অধ্যাপক ডাঃ এসকে. মাহবুব আলম

এমবিবিএস, এমডি (নিউরোলজি), বিএসএমএমইউ নিউরো-ইলেক্ট্রোফিজিওলজি (ইউএম, মালয়েশিয়া)। 

পরামর্শদাতা, নিউরোমেডিসিন। নিউরোলজিস্ট, এপিলেপটোলজিস্ট এবং নিউরোমাসকুলার ডিসঅর্ডার বিশেষজ্ঞ, স্কয়ার হসপিটালস লিমিটেড।

  • 18/F, বীর উত্তম, কাজী নুরুজ্জামান সরক, পশ্চিম পান্থপথ, ঢাকা 1205
  • 10616

 

৯। ডাঃ. এমডি নজরুল ইসলাম

সহযোগী অধ্যাপক (অব.), এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি)

বিভাগীয় প্রধান: সিনিয়র কনসালটেন্ট, ক্রনিক কেয়ার ইউনিট। 

  • ঠিকানা: মাউন্ট আদোরা হাসপাতাল সিলেট।
  • বিশেষত্ব: নিউরো মেডিসিন বিশেষজ্ঞ
  • অবস্থান: মাউন্ট আদোরা হাসপাতাল, আখিলা।
  • মোবাইল নম্বর: 01730- 658880

 

১০। ডাঃ মোঃ তৌহিদ আলম

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), MACP (USA), FCCP (USA), (মেডিসিন, নিউরো মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার, আর্থ্রাইটিস এবং কিডনি বিশেষজ্ঞ)। 

সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ), ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।

  • ফরিদপুর পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল। গোয়ালচামট, পুরাতন বাসস্ট্যান্ড
  • +8801550-553280 (পিয়ারলেস হাসপাতালে নিয়োগ)। 

 

নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সিলেটঃ

১১। ডাঃ. গৌতম তালুকদার

এমবিবিএস, বিসিএস, এফসিপিএস (মেডিসিন)। মেডিসিন বিশেষজ্ঞ, রেজিস্ট্রার (নিউরো মেডিসিন), সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

  • পপুলার মেডিকেল সেন্টার লি. রুম # 519, ৪র্থ তলা।
  • শনি-রবি (4.00 PM-10.00 PM) বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ।
  • মোবাইল নম্বর: +8801779-760079

 

১২। ডাঃ নির্মলেন্দু বিকাশ ভৌমিক

এমবিবিএস,  এমডি(নিউরোলজি), সহযোগী অধ্যাপক, নিউরোলজি বিভাগ, বারডেম হসপিটাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ । 

  • পপুলার ডায়গনস্টিক সেন্টার লিমিটেড, ধানমন্ডি ব্রাঞ্চ, হাউস 11/A, রোড-2, ধানমন্ডি আর/এ, ঢাকা-1205,  বাংলাদেশ । 
  • +880-2-9669480, 9661491-3

 

১৩। অধ্যাপক ডাঃ (মেজর) মাহবুবুর রহমান

এমবিবিএস,  এফসিপিএস (মেডিসিন) এমডি(নিউরোলজি)। 

অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউরোমেডিসিন বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল। 

  • ইবনে সিনা  ডায়গনস্টিক এবং ইমেজিং  সেন্টার, হাউস -৪৮, রোড-৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি,  ঢাকা ১২০৯।
  •  +88029126625-6,9128835-7,01717351631

 

১৪। অধ্যাপক ডাঃ সিরাজুল হক

এমবিবিএস,  এফসিপিএস (মেডিসিন) এফএসিপি (ইউএসএ) এফআরসিপি(এডিন)। চীফ কন্সাল্টেন্ট, ল্যাব এইড স্পেসিয়ালাইজড হসপিটাল , হাউস -৬, রোড-৪, ধানমন্ডি, ঢাকা -1205

  • +88029676356,8610793-8

 

১৫। অধ্যাপক ডাঃ সায়েদ ওয়াহিদুর রহমান

এমবিবিএস,  এফসিপিএস (মেডিসিন)। অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউরোমেডিসিন বিভাগ,  সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হসপিটাল,  ঢাকা।

  • পপুলার ডায়গনস্টিক সেন্টার লিমিটেড, ধানমন্ডি ব্রাঞ্চ, হাউস 11/A, রোড-2, ধানমন্ডি আর/এ, ঢাকা-1205,  বাংলাদেশ
  • +880-2-9669480, 9661491-3

 

১৬। ডাঃ আলিম আখতার ভুইয়া

এমবিবিএস,  ডিটিএম এইচ(ইউকে), এমডি(ইউএসএ) পোস্ট ডক্টোরাল ফেলোশিপ ইন এপিলেপ্সি, ক্লিনিকাল নিউরো ফিজিওলজি, ইউএস বোর্ড সার্টিফাইড ইন নিউরোলজি। সহযোগী অধ্যাপক, নিউরোলজি বিভাগ, বারডেম। 

  • এপোলো হসপিটাল ঢাকা, প্লট-81 ব্লক-ই,বসুন্ধরা আর/এ ঢাকা-1229,  বাংলাদেশ
  • +880-2-8401661, 10678

 

একজন দক্ষ নির্বাচন বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচন করা কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ ভালো জানে না। সুতরাং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা সহ দেশের যে প্রান্তেই হোক না কেন খোঁজখবর ভালোভাবে নিয়ে অবশ্যই ডাক্তার দেখাবেন।

উপরে উল্লেখিত কোন ডাক্তারের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। সুতরাং ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কোন দায়ভার কর্তৃপক্ষ বহন করবে না। 

 

RelatedPosts

স্বপ্নদোষ বন্ধ করার উপায়

স্বপ্নদোষ কি ও কেন হয়? স্বপ্নদোষ বন্ধ করার উপায়।

স্বপ্নদোষ হলো পুরুষদের ঘুমের মধ্যে ধাতু নির্গমন। অনেক সময় দেখা যায় যে ১৩ থেকে ২০ বছর বয়সী পুরুষদের ঘুমন্ত অবস্থায় গভীর রাতে কিংবা ভোরের দিকে মনের অজান্তেই লিঙ্গ... Continue

মুখের-আঁচিল-দূর-করার-উপায়

আঁচিল কেন হয় | মুখের আঁচিল দূর করার উপায়

আজ আমরা মুখের আঁচিল দূর করার উপায় গুলো নিয়ে কথা বলব। ত্বকের জন্য বিব্রতকর একটি সমস্যা হল আঁচিল। যদিও এটি আমাদের শরীরের কোন ক্ষতি করে না তবুও যে... Continue

খাবার খাওয়ার পর পায়খানা হয় কেন

কৃমির ট্যাবলেট খাওয়ার নিয়ম

আজকে আমরা কৃমির ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানব। কৃমির নাম শুনলে অনেকের গায়ের ভেতরে ঝাঁকি দিয়ে ওঠে। এটি দেখতে অনেকটা কেঁচোর মতো। তবে সাধারণত আমাদের পেটে যে কৃমি... Continue

গরমে ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন নিন

গরমে ত্বকের যত্ন নিয়ে চিন্তিত! আদ্রতায় ভরা প্যাচপ্যাচে গরমের কারণে ত্বকের সমস্যার যেন কমতি নেই। প্রতিদিনই মাথাচাড়া দিয়ে দেখা দিচ্ছে নানা সমস্যার। সেইসাথে গরমের তীব্রতা দিনের পর দিন... Continue

সেক্সে রসুনের উপকারিতা কি

সেক্সে রসুনের উপকারিতা ও অপকারিতা । জেনে নিন রসুন খাওয়ার নিয়ম

আমরা অনেকেই সেক্সে রসুনের উপকারিতা কি সম্পর্কে জানতে চাই আবার অনেকেই আমরা এ সম্পর্কে জানি। রসুন যদিও খেতে খুব একটা সুস্বাদু নয় তবে যৌন সমস্যায় রসুন গুরুত্বপূর্ণ ।... Continue

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

সহবাসের সময় থুথু ব্যবহার ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে। প্রাচীনকালে যখন লুব্রিকেন্ট জেল বলে কোন কিছু ছিল না তখন সহবাসের সময়... Continue