সুস্থ্য থাকতে কতক্ষণ সহবাস করা উচিত

সুস্থ্য থাকতে একবারে কতক্ষণ সহবাস করা উচিত এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকি।  সত্যি বলতে এই প্রশ্নের আসলে সঠিক কোন উত্তর নেই।  এটা মূলত নির্ভর করে ব্যক্তিভেদে।  তবে সহবাসের সাধারণ কিছু বিষয় রয়েছে যেগুলো থেকে কতক্ষণ সহবাস করা উচিত এ সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে। 

ASK

কতক্ষণ সহবাস করা উচিত

যৌন বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী মনে করা হয় যে ভ্যাজাইনার সাহায্যের যে সহবাস করা হয় তার স্থায়িত্বকাল যদি এক থেকে তিন মিনিট হয়ে থাকে তবে তা খুবই অল্প সময় হিসেবে গণ্য করা হয়।  আবার এই সময় যদি ১০ থেকে ৩০মিনিট হয়ে থাকে তাহলে এটি অতিরিক্ত দীর্ঘ হয়ে যায়।  এজন্য থেরাপিস্টদের মত অনুযায়ী যে কোন জায়গায় যেকোনো পরিস্থিতিতে ৭ থেকে ১৩ মিনিট যদি সহবাসের সময়সীমা হয়ে থাকে তবে সেটি নারী এবং পুরুষ সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে। 

আরও পড়ুনঃ সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

কতক্ষণ সহবাস করা উচিত

আরও কিছু কথা

৭ থেকে ১৩ মিনিট সহবাসের সময়সীমার যে তথ্য দেওয়া হয়েছে এটি সাধারণত বিশেষ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রদত্ত।  তবে সকলের ক্ষেত্রে এই সময়সীমা কার্যকরী নাও হতে পারে।  এমন অনেক পুরুষ রয়েছে যাদের সহবাসের সময়সীমা ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত হয়ে থাকে এবং নারীদের ক্ষেত্রেও এই ব্যাপারটা একই রকম।  আবার অনেক নারী পুরুষ রয়েছে যাদের ৫ থেকে ১০ মিনিট এর মধ্যেই সম্পূর্ণ তৃপ্তি মিটে যায়। 

কিন্তু সহবাসের ক্ষেত্রে মূল ব্যাপার হলো নারীদের অর্গাজম এবং পুরুষের বীর্যপাত।  সহবাস চলাকালীন সময়ে যদি নারীদের অর্গাজম হয়ে যায় তবে এর পরে নারীরা সহবাসে আর তেমন একটা আকর্ষণ বোধ করেনা।  ঠিক একইভাবে পুরুষদের বীর্যপাতের পরে তারাও আর আগের মত উত্তেজিত থাকতে পারে না। 

আরও পড়ুনঃ সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

সুতরাং সহবাসের সময় যেটাই হোক না কেন নারী এবং পুরুষ উভয়ের মানসিক তৃপ্তি মূলত সহবাসের আসল বিষয় হিসেবে আমাদের সকলের বিবেচনা করা উচিত। 

দীর্ঘ সময় সহবাস করলে কি  হতে পারে

নারী অথবা পুরুষ এর মানসিক ইচ্ছার বিরুদ্ধে যদি দীর্ঘ সময় সহবাস করা হয় তবে পুরুষদের ক্ষেত্রে লিঙ্গে ব্যাথা সহ আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।  ঠিক একইভাবে নারীদের ক্ষেত্রে ভ্যাজাইনার ভেতরে রক্তপাত কিংবা আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। 

সুতরাং কতক্ষণ সহবাস করা উচিত বা কতক্ষন সহবাস করলে নারী এবং পুরুষ উভয়েরই মানসিক তৃপ্তি সম্পন্ন হয় সে সম্পর্কে আশা করি আমরা আপনাদেরকে পরিষ্কার ধারণা দিতে পেরেছি।  আপনাদের যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন এখানে। 

আরও পড়ুনঃ সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কী কী

Reference:

RelatedPosts

all about foreplay

ফোরপ্লে কি এবং কিভাবে করতে হয় ?

ফোরপ্লে বলতে আসলে বোঝানো হয় সহবাসের পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে আদর এবং ভালোবাসার মাধ্যমে ইচ্ছার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পদ্ধতিকে। এর মাধ্যমে সহবাস হয়ে ওঠে অত্যান্ত আনন্দময়... Continue

প্রতিদিন সহবাস করলে কি হয়

দাম্পত্য জীবনে প্রতিদিন সহবাস করলে কি হয়

আপনি কি জানেন প্রতিদিন সহবাস করলে কি হয়?  সহবাসের যেমন অনেক ভালো দিক রয়েছে তেমনি এর কিছু খারাপ দিক রয়েছে যদি এটি অতিরিক্ত পরিমাণে হয়ে... Continue

ইরেকটাইল ডিসফাংশন

ইরেকটাইল ডিসফাংশন থেকে মুক্তির উপায়

ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা বলতে বোঝানো হয় যৌন সঙ্গমের সময় লিঙ্গের উত্থান না হওয়াকে। অর্থাৎ কোন পুরুষ যদি তার সঙ্গিনীর সাথে যৌন সঙ্গমের সময় যোনিত... Continue

ই ক্যাপ এর উপকারিতা ও অপকারিতা

ই ক্যাপ এর উপকারিতা ও অপকারিতা

ই ক্যাপ ক্যাপসুল মূলত ভিটামিন ই মুখে খাওয়া হয় এবং প্রয়োজনে বাহ্যিকভাবেও ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী ই-ক্যাপ ক্যাপসুল এর অনেক উপকারিতা... Continue

 মি ট্যাবলেট

মিস মি ট্যাবলেট – Miss Me Tablet

মিস মি ট্যাবলেট খেলে কি হয়? মিস মি ট্যাবলেট (Miss Me Tablet বা Miss Me capsule) মেয়েদের যৌন উত্তেজনা বৃদ্ধি কারক ঔষধ। এটি একটি পরীক্ষিত... Continue

স্বপ্নদোষ বন্ধ করার উপায়

স্বপ্নদোষ কি ও কেন হয়? স্বপ্নদোষ বন্ধ করার উপায়।

স্বপ্নদোষ হলো পুরুষদের ঘুমের মধ্যে ধাতু নির্গমন। অনেক সময় দেখা যায় যে ১৩ থেকে ২০ বছর বয়সী পুরুষদের ঘুমন্ত অবস্থায় গভীর রাতে কিংবা ভোরের দিকে... Continue