ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ

ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ । পিরিওড, ব্যায়াম কিংবা সহবাসের পর যৌনাঙ্গ পরিষ্কার করতে ব্যবহার করা হয়ে থাকে।  এটা মেয়েদের যোনি পরিষ্কার করার একটি সল্যুশন, যা বিশেষ ফর্মুলায় তৈরি এবং ইনটিমেট এরিয়ায় ব্যবহারের জন্য সম্পূর্ণ নিরাপদ।

Ask Question

এতে আছে লিকুইড থাইম, যা ন্যাচারাল এন্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। এটি ইনটিমেট এরিয়ার ফ্লোরাল ব্যালান্স বজায় রাখে, দুর্গন্ধ দূর করে এবং ইরিটেশন কমিয়ে আপনাকে রাখে সুস্থ। ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইনটিমেট ওয়াশ প্রতিদিন ব্যবহারের জন্য নিরাপদ, যা আপনাকে করে আত্মবিশ্বাসী।

 

কখন ব্যবহার করবেন

ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইনটিমেট ওয়াশ ব্যবহার করা সম্পন্ন নিরাপদ। যে সকল ক্ষেত্রে ফ্রিডম অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াশ ব্যবহার করতে পারবেন সেগুলো হলো:

  • ব্যায়ামের পরে
  • মাসিকের সময়
  • গর্ভাবস্থায়
  • যৌন কার্যকলাপের আগে এবং পরে

 

ব্যবহারবিধি:

  • বোতলের পাম্পে চাপ দিয়ে পরিমাণ মতো লিকুইড নিন।
  • ইন্টিমেট এরিয়ার বাইরে হালকা ভাবে ঘষে ব্যবহার করুন। 
  • সাধারন পানি দিয়ে আপনার ব্যবহারকৃত স্থানটি ভালভাবে ধুয়ে ফেলুন।

বিশেষ দ্রষ্টব্য: অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশী তাপমাত্রার পানি ব্যাবহার করা থেকে বিরত থাকবেন। 

 

ফ্রিডম ইন্টিমেট অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াশ এর কাজ:

  • ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। 
  • যৌনাঙ্গকে সুরক্ষিত ও সতেজ রাখে।
  • ফাংগাল ও ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে।

 

সুবিধাসমূহ:

ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইনটিমেট ওয়াশ বিশেষ ফর্মুলায় তৈরি, যেখানে ৩.৫ পিএইচ ব্যালান্স মেনটেইন করা হয়, যা ইনটিমেট এরিয়াকে রাখে সুস্থ। অন্যদিকে সাবান ব্যবহারে আপনার ইনটিমেট এরিয়া হতে পারে রুক্ষ।

 

পার্শ্ব প্রতিক্রিয়াঃ 

ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইন্টিমেট ওয়াশের কোন পাৰ্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে কোনও কোনও ব্যবহারকারীর সেনসিটিভ ত্বকের কসমেটিক উপাদান (সুগন্ধি) এর কারণে অ্যালার্জিক প্রতিক্রিয়া (র‍্যাশ, ইরিটেশন) হতে পারে। এই ধরনের প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

RelatedPosts

গর্ভবতী হওয়ার কতদিন পর বমি হয়

গর্ভবতী হওয়ার কতদিন পর বমি হয়?

গর্ভবতী হওয়ার কতদিন পর বমি হয়? গর্ভধারণের পর এমন প্রশ্ন প্রায় প্রত্যেক মহিলার মাথায় ঘুরতে থাকে। জেনে রাখা ভালো যে বমি হওয়া গর্ভধারণের একমাত্র লক্ষণ নয়। গর্ভাবস্থার অনেকগুলো... Continue

নরমেন্স ট্যাবলেট এর কাজ

নরমেন্স ট্যাবলেট এর কাজ

নরমেনস ট্যাবলেট হলো নরইথিস্টেরন এসিট্যাট জেনেরিক এর একটি ঔষধ। রেনেটা লিমিটেড নরমেন্স ট্যাবলেট বাংলাদেশে বাজারজাত করে থাকে। নরমেন্স ট্যাবলেট এর কাজ এর কাজ হল মূলত মাসিক এবং ত্রুটিপূর্ণ... Continue

খুশকি দূর করার উপায়

খুশকি দূর করার উপায়

ত্বকের সাধারণ সমস্যা গুলোর মধ্যে একটি হলো খুশকির সমস্যা। এই সমস্যার আবির্ভাব ঘটে যখন মাথার ত্বকের আদ্রতা স্বাভাবিকের তুলনায় কমে যায়, ফলে পড়তে হয় একটি বিরক্তিকর পরিস্থিতিতে। অবশ্য... Continue

কনডম ব্যবহারের নিয়ম সুবিধা ও অসুবিধা

কনডম ব্যবহারের নিয়ম সুবিধা ও অসুবিধা।

আমরা কমবেশি সবাই কনডম ব্যবহারের নিয়ম জানতে চাই। কিন্তু কোথায় থেকে জানবো সেটা খুঁজে পাই না। কারণ আমাদের দেশে যৌন সংক্রান্ত বিষয়গুলো গোপনে আলোচনা করা হয় এবং ট্যাবু... Continue

সহবাসের কতদিন পর গর্ভবতী হয়

সহবাসের কতদিন পর গর্ভবতী হয়

সহবাসের কতদিন পর গর্ভবতী হয় এই প্রশ্নের উত্তর প্রত্যেক বিবাহিত মহিলাদেরই জানা উচিত। সহবাস করার পর এই যে একজন নারী সব সময় গর্ভবতী হবেন বিষয়টা এমন নয়। গর্ভাবস্থায়... Continue

মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়

মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়

প্রশ্ন হল মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায় ? পিরিয়ড বা মাসিকের তারিখ পার হয়ে যাবার পর অনেকেই দুশ্চিন্তা করে থাকেন যে গর্ভবতী হয়ে পড়লেন... Continue