WordPress database error: [Table 'doctlab.haspro_rank_math_redirections_cache' doesn't exist]
SELECT * FROM haspro_rank_math_redirections_cache WHERE ( object_id = 7223 and object_type = 'post' ) OR BINARY from_url = 'weakness-after-sex' ORDER BY object_id DESC

WordPress database error: [Table 'doctlab.haspro_rank_math_redirections' doesn't exist]
SELECT * FROM haspro_rank_math_redirections WHERE status = 'active' AND ( sources like '%a:2:{s:7:\"pattern\";s:18:\"weakness-after-sex\";s:10:\"comparison\";s:5:\"exact\";}%' or sources like '%weakness%' or sources like '%after%' or sources like '%sex%' ) ORDER BY updated DESC

WordPress database error: [Table 'doctlab.haspro_rank_math_redirections' doesn't exist]
SELECT * FROM haspro_rank_math_redirections WHERE status = 'active' ORDER BY updated DESC

সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কী কী | DoctLab

সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কী কী

সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কি সেটা অনেকেই লোক লজ্জার ভয়ে চিকিৎসকের কাছে এবং বাহিরের অন্য কারো কাছে জানতে চাইতে পারেন না। আজকের লেখাটি পড়লে আশা করি সহবাসের পরে শরীরের দুর্বল অবস্থা কাটাতে কি কি করতে হবে সে সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পাবেন।

Ask Question

সহবাসের পর শরীর দুর্বল হয় কেন

সহবাস একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে স্বামী এবং স্ত্রী তাদের দাম্পত্য জীবনের সর্বোচ্চ সুখ উপভোগ করে থাকেন। সহবাসের সময় শরীরের উপরে এবং মস্তিষ্কে প্রচন্ড চাপ পড়ে। সবশেষে যখন পুরুষের বীর্যপাত হয় তখন শরীর একটু দুর্বল হয়ে পড়ে। সাধারণত পুরুষদের শরীরে বীর্য উৎপন্ন হয় বিভিন্ন পুষ্টিকর খাবার থেকে। খাবার থেকে যেহেতু আমরা শক্তি পাই সেহেতু এই খাবারের দ্বারা উৎপন্ন শক্তির অল্টারনেটিভ হিসেবে আমাদের শরীরে বীর্য উৎপন্ন হয়। যা একজন পুরুষকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা প্রদান করে। 

সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কী কী

যেহেতু বীর্যপাতের মাধ্যমে শরীরের ভেতরের পুষ্টির একটা বড় অংশ বের হয়ে যায় সে ক্ষেত্রে সহবাসের পরে শরীর দুর্বল লাগা অনেকটা স্বাভাবিক। তবে যদি শরীর অতিরিক্ত দুর্বল মনে হয় এবং প্রতিদিনের কাজকর্ম বাধাগ্রস্ত হয় তাহলে সেটা অস্বাভাবিকের পর্যায়ে চলে যায়

Honey Sponsored

সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কি

সহবাসের পরবর্তী সময়ে যাদের শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে তাদের প্রধান সমস্যা হচ্ছে শারীরিক দুর্বলতা। যদি সাধারণ কথায় বোঝাতে যাওয়া যায় তাহলে বলা যায় যে শরীরের যতটুকু শক্তি দৈনন্দিন কাজ সম্পাদন করার জন্য প্রয়োজন সহবাসের পর তার অনেকটা ক্ষয় হয়ে যায়। যাদের শরীর এমনিতেই দুর্বল তাদের ক্ষেত্রে সহবাস পরবর্তী সময়ে এই দুর্বলতা আরো প্রকটা আকার ধারণ করে। 

তবে কিছু উপায় অবলম্বন করলে সহবাসের পর শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

সহবাসের আগে এবং পরে খেজুর, দুধ, মধু কিংবা যেকোনো খাবার গ্রহণ করুন। সেই সাথে পর্যাপ্ত পানি পান করুন। এক্ষেত্রে সহবাসের সময় বীর্যপাতের ফলে শরীরে যে চাহিদা সৃষ্টি হয় তা সহবাসের আগে এবং পরে গ্রহণকৃত খাবারের দ্বারা পূরণ করা সম্ভব। এতে করে সহবাসের পর শরীর তেমন একটা দুর্বল অনুভূত হবে না। তবে মাথায় রাখতে হবে যেন সহবাসের আগে অতিরিক্ত পানি পান কিংবা অতিরিক্ত খাবার গ্রহণ না করা উচিৎ নয়। ভরা পেটে সহবাস করলে দ্রুত বীর্যপাতের মত ঘটনা ঘটতে পারে। 

সহবাস করার পূর্বে আপনি যা কিংবা কফি পান করতে পারেন। কফি পান করলে সাধারণত আমাদের মস্তিষ্কে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এর মাধ্যমে শরীরে একটা চাঙ্গা ভাব চলে আসে। 

অবশ্যই সহবাসের পর কিছুক্ষণের জন্য হলেও ঘুমিয়ে নেবেন। সহবাস করার ফলে শরীরে যে ক্ষয় হয় সেটা ঘুমানোর মাধ্যমে পূরণ করা সম্ভব। এতে করে দুর্বলতা অনেকটা কম লাগবে।

পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করুন। শারীরিক ফিটনেস এর ওপরে লক্ষ্য রেখে আপনি যদি নিয়মিত পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করেন তবে আপনার শরীরে যথেষ্ট এনার্জি জমা থাকবে। এতে করে সহবাস করার পরেও আপনার শরীর দুর্বল হবে না এবং দৈনন্দিন কাজকর্মগুলো নির্দ্বিধায় চালিয়ে যেতে পারবেন।

নিয়মিত শারীরিক পরিশ্রম কিংবা শারীরিক ব্যায়াম করুন। কাজের পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম কিংবা শারীরিক ব্যায়াম করলে শরীরের বেশি শক্ত হয় এবং পরিশ্রমের কাজ করলেও শরীর দুর্বল মনে হয় না।

প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সকালের সূর্যের আলোয় নিজেকে ঝলসে নিন। বৈজ্ঞানিক গবেষণা থেকে প্রমাণিত যে সূর্যের আলো থেকে শরীর প্রচুর পরিমাণে ভিটামিন ডি শোষণ করে থাকে। ভিটামিন ডি আমাদের শরীরকে সুসংগঠিত রাখতে এবং আহারের গঠনে সহায়তা করে থাকে। এতে করে শারীরিক দুর্বলতা কেটে যায়।

পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। শরীরে যদি পানির ঘাটতে থাকে তাহলে সব সময় একটা জীবনই ভাব চলে আসে এবং কোন কাজে এনার্জি পাওয়া যায় না। সুতরাং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে ভুলবেন না।

নিয়মিত খাবারের পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনার শরীর সবসময় এনার্জেটিক থাকবে। এরমধ্যে বিভিন্ন প্রকার বাদাম খেজুর মধু কলা ডিম মিষ্টি এবং দুধ জাতীয় খাবার উল্লেখযোগ্য।

এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো প্রকার মাল্টিভিটামিন ট্যাবলেট সেবন করতে পারেন যা আপনার শারীরিক দুর্বলতা অনেকটা কমিয়ে দেবে। তবে এক্ষেত্রে ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। 

আশাকরি সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কি কি সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ওপরের নিয়মগুলি নিয়মিত অনুসরণ করলে কখনোই সহবাসের পর আপনার শরীর দুর্বল মনে হবে না। এরপরেও কোন প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন স্বাস্থ্য কথা পেইজে। সেখানে অভিজ্ঞ অনেকেই আপনাকে উত্তর দিয়ে সহায়তা করবে। 

RelatedPosts

food-calories

কোন খাবারে কত ক্যালরি তা জেনে নিন।

কোন খাবারে কত ক্যালরি থাকে তা আমাদের সকলের জন্যই জানা জরুরি। বিশেষ করে যারা ডায়েট করে থাকেন কিংবা খাবারের ব্যাপারে লাগাম এনেছেন তাদের জন্য এটি আরো বেশি গুরুত্বপূর্ণ।... Continue

গরমে ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন নিন

গরমে ত্বকের যত্ন নিয়ে চিন্তিত! আদ্রতায় ভরা প্যাচপ্যাচে গরমের কারণে ত্বকের সমস্যার যেন কমতি নেই। প্রতিদিনই মাথাচাড়া দিয়ে দেখা দিচ্ছে নানা সমস্যার। সেইসাথে গরমের তীব্রতা দিনের পর দিন... Continue

কি খেলে ১ ঘন্টা সহবাস করা যায়

কি খেলে ১ ঘন্টা সহবাস করা যায় বিস্তারিত জেনে নিন

আমাদের স্বাস্থ্য কথা তে অনেকেই জানতে চেয়েছেন যে কি খেলে ১ ঘন্টা সহবাস করা যায়। আজকে আমরা আপনাদের এই প্রশ্নের বিস্তারিত উত্তর দেব এবং আরো কিছু উপায় আপনাদের... Continue

গর্ভাবস্থায় সহবাস করা কতটা নিরাপদ

গর্ভাবস্থায় সহবাস করা কতটা নিরাপদ?

গর্ভাবস্থায় সহবাস করা কতটা নিরাপদ সে ব্যাপারে প্রত্যেক গর্ভবতী মহিলার জানা অত্যন্ত জরুরী। কারণ অন্তঃসত্ত্বা নারী এবং গর্ভের সন্তানের জন্য ছোটখাটো কিছু ভুল বড় ধরনের বিপদ বয়ে আনতে... Continue

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

সহবাসের সময় থুথু ব্যবহার ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে। প্রাচীনকালে যখন লুব্রিকেন্ট জেল বলে কোন কিছু ছিল না তখন সহবাসের সময়... Continue

.webp

এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়?

এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়? এই প্রশ্নটিই অনেকটা অযৌক্তিক হলেও সময়ের সাথে সাথে যৌক্তিক হতে শুরু করেছে। এলার্জি হচ্ছে ইমিউন সিস্টেমের একটা দীর্ঘস্থায়ী অবস্থা যা পরিবেশের কোনো এলার্জেনের... Continue