টেলিমেডিসিন কি?
বর্তমান সময়ের বহুল আলোচিত একটি প্রশ্ন হল টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন শব্দটি শুনলে মনে হয় প্রযুক্তিগত কোন চিকিৎসা বা রোবোটিক কোন চিকিৎসা। কিন্তু প্রকৃতপক্ষে আসলে এমন কিছুই নয়। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এর অন্যতম একটি অংশ হিসেবে সারা পৃথিবী জুড়ে আত্মপ্রকাশ করেছে টেলিমেডিসিন সিস্টেম। আজকে আমরা টেলিমেডিসিন কি সে সম্পর্কে জানার পাশাপাশি আমাদের দেশে এ ধরনের সেবা দেয় এমন কয়েকটি প্রতিষ্ঠান সম্পর্কেও জানব।
টেলিমেডিসিন কি
Tele এবং Medicine শব্দ দুইটির সমন্বয়ে Telemedicine শব্দটি গঠিত। যেকোনো দূরত্বে অবস্থানরত রোগীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে বিশেষায়িত নেটওয়ার্কের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করাকে টেলিমেডিসিন বলা হয়। সহজ ভাষায় ঘরে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে দূর দূরান্তের চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করার একটি পদ্ধতি। এই পদ্ধতিতে একজন চিকিৎসক রোগীদের সাথে ভিডিও কলে কিংবা অডিও কলে সরাসরি কথা বলে চিকিৎসা প্রদান করেন।
আরওঃ অন্যান্য ডাক্তারদের তালিকা
টেলিমেডিসিন এর সুবিধা সমূহ
টেলিমেডিসিনের সবচেয়ে বড় সুবিধা হল পৃথিবীর যেকোনো দুর্গম অঞ্চল থেকে উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়া যায়। এমন অনেক জায়গা রয়েছে আমাদের দেশে যেখানে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ তো দূরের কথা সাধারণ গ্রাম্য ডাক্তারের ও দেখা পাওয়া যায় না। সেসব এলাকায় ঘরে বসে টেলিমেডিসিন পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই দেশের এবং দেশের বাহিরের অভিজ্ঞ চিকিৎসকদের নিকট হতে পরামর্শ পাওয়া যায়। তাছাড়া একাকী থাকায় চিকিৎসকের কাছে নিজের সমস্যা সম্পর্কে বিস্তারিত বলার সুযোগ পাওয়া যায়।
১৯৯৯ সালে বাংলাদেশের টেলিমেডিসিনের যাত্রা শুরু হলেও এর ব্যাপক প্রসার ঘটে সাম্প্রতিক সময়ে। তবে শুরুর দিকে টেলি মেডিসিন রেফারেন্স সেন্টার লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা বাংলাদেশে ২০০ জন বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে এই পদ্ধতিতে গ্রামের রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করেন।
তবে বর্তমান সময়ে দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় ২৮ টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু রয়েছে। তাছাড়া মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে যে সকল প্রতিষ্ঠান সারাদেশে এই পদ্ধতিতে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন তারা হলেনঃ
আরওঃ কেন চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিত নয় ?
- ডক টাইম
- ডাক্তার ভাই
- মায়া
- স্মার্ট হসপিটাল
- ডক্টর দেখাও
আপনারা খুব সহজেই এই সকল মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসে উন্নত মানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।