কি খেলে বীর্য উৎপাদন হয়

কি খেলে বীর্য উৎপাদন হয় এমন প্রশ্নের মুখোমুখি আমরা অনেক সময় হয়ে থাকি। এগুলা নিতান্তই ব্যক্তিগত প্রশ্ন হওয়ায় অনেকেই কারো কাছে জানতে চাইতে পারেন না। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার যৌন চাহিদা কেমন হবে কিংবা আপনার শরীরের বীর্যের পরিমাণ কতটা থাকবে সেটা মূলত নির্ধারণ করে থাকে টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোন। এই হরমোনের অভাব হলে শরীরের বীর্যের উৎপাদন কমে যাবে এবং যৌন আকাঙ্ক্ষা অনেকটা কমে যাবে।

Ask Question

কি খেলে বীর্য উৎপাদন হয়

আমাদের চারপাশে এমন অনেক খাবার রয়েছে যেগুলো গ্রহণ করলে আমাদের শরীরে বীর্যের উৎপাদন বেড়ে যায় এবং টেস্টস্টেরন হরমোনের মাত্রা ও বৃদ্ধি পায়।

কি খেলে বীর্য উৎপাদন হয়

শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে যে শরীরে কোনভাবেই অতিরিক্ত চর্বি জমতে দেওয়া যাবে না। চর্বি জমতে না দেওয়ার অন্যতম দুটি উপায় হল উচ্চ চর্বিযুক্ত খাবার পরিহার করা এবং শরীর থেকে ঘাম ঝরানো। শরীরে চর্বির পরিমাণ যত বেড়ে যাবে ততই টেস্টোস্টেরন হরমোন কমতে থাকবে। একটি গবেষণা থেকে দেখা গেছে যে আমেরিকায় প্রতি বছর ঘরে প্রায় 5 লক্ষ পুরুষ এই হরমোনের অভাবে ভুগে থাকেন। সুতরাং যৌন চাহিদা বাড়াতে এবং বীর্য উৎপাদন অক্ষুন্ন রাখতে চর্বি জাতীয় খাবার কম গ্রহণ করুন।

বীর্যের উৎপাদন বাড়াতে গরুর লাল মাংস অত্যন্ত কার্যকর। সপ্তাহে নিয়মিত গরুর লাল মাংস খাওয়ার চেষ্টা করুন। এতে করে শরীরের টেস্টোস্টেরন হরমোন তৈরির পাশাপাশি বীর্যের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে।

সেই সাথে শারীরিক দুর্বলতা কাটাতে এবং যৌন চাহিদা বাড়াতে ডিম হতে পারে অত্যন্ত সহায়ক একটি খাবার। প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার কখনো যৌন সমস্যার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হবে না।

কাজুবাদাম এমন আরেকটি খাবার যা আপনাকে এনে দিতে পারে যৌন জীবনে প্রশান্তি। এছাড়াও কাজুবাদাম খেতে সুস্বাদু হওয়ায় খাওয়া যায় বেশি। এ তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অতিরিক্ত কাজু বাদাম কখনোই খাবেন না।

প্রতিদিন ভাত এবং তরকারির সাথে রসুন খাওয়ার চেষ্টা করুন। রসুনে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান শরীরে বীর্যের উৎপাদন বাড়ায় এবং বীর্যের ঘনত্ব বৃদ্ধিতে প্রত্যক্ষভাবে সহায়তা করে।

প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন। দুধ কে বলা হয় পৃথিবীর সবচেয়ে উপদেয় খাদ্য। তবে দুধ পান করার পূর্বে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে শুধুমাত্র ঘাস খাওয়া গরুর দুধ পান করছেন। অনেক চিকিৎসকরা এমনটা বলে থাকেন যে যারা প্রতিদিন এক গ্লাস দুধ পান করে এবং একটি করে ডিম খায় তাদের অন্তত কখনো যৌনবাহিত কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে না।

কি খেলে বীর্য উৎপাদন হয় আশা করি তা ভালোভাবে বুঝতে পেরেছেন। উপরে যে সকল পরামর্শ দেওয়া হয়েছে এগুলোর পাশাপাশি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং শারীরিক ব্যায়াম করুন। এতে শরীরে পর্যাপ্ত পরিমাণে বীর্য উৎপাদন হওয়ার পাশাপাশি মান বৃদ্ধি পাবে এবং আপনি পাবেন সুস্থ ও সুন্দর একটি যৌন জীবন। যেকোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে প্রশ্ন করতে পারেন এখানে

RelatedPosts

.webp

এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়?

এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়? এই প্রশ্নটিই অনেকটা অযৌক্তিক হলেও সময়ের সাথে সাথে যৌক্তিক হতে শুরু করেছে। এলার্জি হচ্ছে ইমিউন সিস্টেমের একটা দীর্ঘস্থায়ী অবস্থা যা পরিবেশের কোনো এলার্জেনের... Continue

হার্টের সমস্যা বোঝার উপায়

হার্টের সমস্যা বোঝার উপায় ও হার্ট অ্যাটাক থেকে বাচার উপায়

সাধারনত হৃৎপিন্ড, রক্তবাহী ধমনী ও শিরা, মস্তিষ্ক ও বৃক্ক সম্পর্কিত রোগকে হার্টের রোগ বলে। আপনি কোনো সমস্যা বোধ করছেন না, বুকে ব্যথা করে না কখনো, যেকোনো কাজ খুব... Continue

খুশকি দূর করার উপায়

খুশকি দূর করার উপায়

ত্বকের সাধারণ সমস্যা গুলোর মধ্যে একটি হলো খুশকির সমস্যা। এই সমস্যার আবির্ভাব ঘটে যখন মাথার ত্বকের আদ্রতা স্বাভাবিকের তুলনায় কমে যায়, ফলে পড়তে হয় একটি বিরক্তিকর পরিস্থিতিতে। অবশ্য... Continue

ওজন কমানোর উপায় ডায়েট

দ্রুত ওজন কমানোর উপায় ডায়েট | কিটো ডায়েট

বেশ কিছুদিন ধরেই পৃথিবীজুড়ে কিটো ডায়েটের জয়জয়কার। দ্রুত ওজন কমানোর জন্য কিটো ডায়েট বিখ্যাত। তবে অনেকেই এর ভালো-মন্দ দিকগুলোর ফল না জেনেই ডায়েট শুরু করে দিচ্ছেন। যে কারণে... Continue

মস্তিষ্কের গঠন

মানব মস্তিষ্কের গঠন বিভিন্ন অংশ ও কাজ

হোক কোনো সুসজ্জিত সেনাদল কিংবা কোনো ফুটবল দল। সবজায়গায়ই একজন দলনেতা বা কমান্ডিং অফিসার থাকেন। পৃথিবীর সবচেয়ে আধুনিক রোবট কিংবা আঠারো’শ শতকের সয়ংক্রিয় মেশিন সবকিছুতেই একটা ইঞ্জিন কিংবা... Continue

সেক্সে রসুনের উপকারিতা কি

সেক্সে রসুনের উপকারিতা ও অপকারিতা । জেনে নিন রসুন খাওয়ার নিয়ম

আমরা অনেকেই সেক্সে রসুনের উপকারিতা কি সম্পর্কে জানতে চাই আবার অনেকেই আমরা এ সম্পর্কে জানি। রসুন যদিও খেতে খুব একটা সুস্বাদু নয় তবে যৌন সমস্যায় রসুন গুরুত্বপূর্ণ ।... Continue