বাচ্চা হওয়ার পর পিল খাওয়ার নিয়ম কী

বাচ্চা হওয়ার পর পিল সেবনের নিয়ম গুলো সাধারণত অন্যান্য মহিলাদের মতই। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম পদ্ধতি লক্ষ্য করা যায়। সাধারণত মহিলাদের সন্তান প্রসব করার ২১ দিন পর থেকেই তারা পুনরায় সন্তান ধারণ করার মতো ক্ষমতা অর্জন করে ফেলেন।

Ask Question

বাচ্চা হওয়ার পর পিল খাওয়ার নিয়ম কি হবে কিংবা কিভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে হবে এমন প্রশ্নের জবাবে ইউ এস বাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সাবিনা পারভিন বলেছেন-

অনেক মহিলারা সন্তান প্রসব করার পর দুই থেকে আড়াই বছর পর্যন্ত সন্তান জন্মদানে একটা বিরতি রাখতে চায়। তাদের ক্ষেত্রে পরামর্শ হলো সন্তান জন্মদান করার পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করবে। মহিলাদের ক্ষেত্রে বাচ্চা জন্ম দেওয়ার ২১ দিন পর ডিম ফোটা শুরু হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী যেহেতু সন্তান প্রসবের পর কমপক্ষে ছয় সপ্তাহ সহবাস করা নিষেধ সে ক্ষেত্রে ৪০ দিন পর তাকে অবশ্যই একটি পদ্ধতি অবলম্বন করতে হবে।

Honey Sponsored

অনেক সময় চিকিৎসকদের সাথে পরামর্শ করে সন্তান প্রসবের সময় জরায়ুতে কপার টি স্থাপন করে নেয় অনেক মহিলারা। এই পদ্ধতিতে তারা অবশ্য আগামী ১০ বছর পর্যন্ত ১০০ শতাংশ নিরাপত্তা সাথে সহবাস করতে পারবে। 

বাচ্চা হওয়ার পর পিল খাওয়ার নিয়ম কী

তার কাছে বাচ্চা হওয়ার পর পিল খাওয়ার নিয়ম জানতে চাইলে তিনি বলেন যে নিয়মিত পিলের ক্ষেত্রে নির্দেশিত নিয়ম গুলোই সবাই অনুসরণ করবেন। এক্ষেত্রে যদি ইমারজেন্সি পিল সেবন করতে চান সেটা সহবাসের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সেবন করতে হবে। আর যদি অন্যান্য মাসিক পিল সেবন করতে চান তবে পরবর্তী মাসিকের শুরুর দিন থেকে ২১ দিন পর্যন্ত পিল গ্রহণ করতে হবে। 

বাচ্চা জন্মদানের পর সহবাসের ক্ষেত্রে অবশ্যই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা উচিত। এক্ষেত্রে বিশেষ কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

RelatedPosts

female health

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়?

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় - আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক সময়। জেনে রাখা ভালো যে নোরিক্স ১ একটি ইমারজেন্সি পিল যা অরক্ষিত... Continue

সহবাসের পর জলে কেন

সহবাসের পর জ্বলে কেন । মুক্তি পেতে যা করবেন

সহবাসের সময় যৌনাঙ্গে জ্বালাপোড়া বর্তমান সময়ে অনেক মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়। এর পেছনে বিভিন্ন শারীরিক এবং পারিপার্শ্বিক কারণ থাকতে পারে। যদি শারীরিক কোন সমস্যা থাকে সে ক্ষেত্রে চিকিৎসকের... Continue

খুশকি দূর করার উপায়

খুশকি দূর করার উপায়

ত্বকের সাধারণ সমস্যা গুলোর মধ্যে একটি হলো খুশকির সমস্যা। এই সমস্যার আবির্ভাব ঘটে যখন মাথার ত্বকের আদ্রতা স্বাভাবিকের তুলনায় কমে যায়, ফলে পড়তে হয় একটি বিরক্তিকর পরিস্থিতিতে। অবশ্য... Continue

বাচ্চা নষ্ট হয়ে গেলে কিভাবে ওয়াশ করে

বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়?

গর্ভের বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয় তা নিয়ে আপনারা অনেকেই জানতে চান। গর্ভপাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। তবে গবেষণা থেকে দেখা গেছে যে প্রতি দুইটি... Continue

সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

আপনি কি জানেন সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন? সহবাসের সময় যোনি শুকিয়ে যাওয়ার মত ঘটনার মুখোমুখি আমরা অনেকেই হয়ে থাকি। সাধারণত মহিলাদের বয়স ৪৫ বছরের উপরে হলে... Continue

গর্ভবতী হওয়ার কতদিন পর বমি হয়

গর্ভবতী হওয়ার কতদিন পর বমি হয়?

গর্ভবতী হওয়ার কতদিন পর বমি হয়? গর্ভধারণের পর এমন প্রশ্ন প্রায় প্রত্যেক মহিলার মাথায় ঘুরতে থাকে। জেনে রাখা ভালো যে বমি হওয়া গর্ভধারণের একমাত্র লক্ষণ নয়। গর্ভাবস্থার অনেকগুলো... Continue