নরমেন্স ট্যাবলেট এর কাজ

নরমেনস ট্যাবলেট হলো নরইথিস্টেরন এসিট্যাট জেনেরিক এর একটি ঔষধ। রেনেটা লিমিটেড নরমেন্স ট্যাবলেট বাংলাদেশে বাজারজাত করে থাকে। নরমেন্স ট্যাবলেট এর কাজ এর কাজ হল মূলত মাসিক এবং ত্রুটিপূর্ণ জরায়ু সম্পর্কিত রোগ নিরাময়। এছাড়াও আরো কিছু রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত হয়। চলুন বিস্তারিত জানা যাক কোন কোন ক্ষেত্রে আপনি নরমেনস ট্যাবলেট সেবন করতে পারবেন। 

Ask Question

নরমেন্স ট্যাবলেট এর কাজ

মাসিক চক্রের বিভিন্ন সমস্যায় নির্দেশিত হয় নরমেনস ট্যাবলেট। এটি সেবনের পর প্রায় ২৪ ঘন্টা এর প্রভাব বিদ্যমান থাকে এবং মুত্রের মাধ্যমে নিষ্কাশিত হয়। নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম ও যে সকল সমস্যায় এটি নির্দেশিত হয় সেগুলো হল:

  • সংক্রমিত জরায়ুর রক্তপাতজনিত সমস্যা।
  • মাসিক নিয়মিত করনে। মাসিক চক্রের ১৯ থেকে ২৬ তম দিনে প্রতিদিন একটি করে ট্যাবলেট দুইবার করে সেবন করলে মাসিক সুনিশ্চিত হয়ে থাকে।
  • মাসিকের বিভিন্ন উপসর্গ যেমন- মাথাব্যথা, মাইগ্রেন, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মানসিক সমস্যা, স্তনের ব্যথা থেকে মুক্তি পেতে নরমেন্স ট্যাবলেট সেবন করা হয়। মাসিক চক্রের ১৯ থেকে ২৬ তম দিন পর্যন্ত দিনে দুই থেকে তিনটি করে ট্যাবলেট সেবন করলে এ ধরনের উপসর্গ থেকে মুক্তি পাওয়া সম্ভব। 
  • ঘনঘন মাসিকের সমস্যা থেকে মুক্তি পেতে ও নরমেনস ট্যাবলেট যথেষ্ট কার্যকরী। অনেক সময় দেখা যায় যে মাসিক হবার পরেও মাঝে মাঝে ঘন ঘন কালো রক্তপাত হয়ে থাকে। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে মাসিক শুরুর তিন দিন আগে থেকে একটি করে ট্যাবলেট দিনে তিনবার করে সেবন করতে হবে।
  • অতিরিক্ত রক্তপাত বন্ধ করতেও এই ট্যাবলেট সেবন করা হয়ে থাকে। 

নরমেন্স কতদিন খেতে হয়

নরমেন্স অন্যান্য সাধারণ পিলের মতোই সেবন করতে হয়। বিভিন্ন সমস্যার জন্য তিন থেকে পাঁচ দিন সেবন করতে হয়। কিন্তু সাধারণত চিকিৎসকরা পিরিয়ডের দিন থেকে শুরু করে ২১ তম দিন পর্যন্ত নরমেন্স ট্যাবলেট সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। এতে করে গর্ভধারণ রোধের পাশাপাশি পিরিয়ড জনিত সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

Honey Sponsored

 

কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ নরমেন্স ট্যাবলেট এর দাম কত?

উত্তরঃ প্রতিটি ট্যাবলেটের মূল্য ৬ টাকা।

প্রশ্নঃ নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়?

উত্তরঃ পিরিয়ডের দিন থেকে শুরু করে ২১ তম দিন পর্যন্ত সেবন করলে ২৮ থেকে ৩০ তম দিনে গিয়ে মাসিক হয়। তবে এটি কমবেশি হতে পারে।

প্রশ্নঃ নরমেন্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া কী কী?

উত্তরঃ মাইগ্রেন, দৃষ্টিজনিত সমস্যা, বমিভাব, হজমে সমস্যা, মাথাব্যাথা, শ্বাসকষ্ট, ত্বক এর সমস্যা।

যেহেতু পিরিয়ড জনিত সমস্যার কারণে নরমেনস ট্যাবলেট সেবন করা হয়ে থাকে সেক্ষেত্রে এই ঔষধ শিশুদের ব্যবহারের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। পিরিয়ড জনিত কোন সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই নিকটস্থ কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। 

RelatedPosts

female health

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়?

নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় - আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক সময়। জেনে রাখা ভালো যে নোরিক্স ১ একটি ইমারজেন্সি পিল যা অরক্ষিত... Continue

ফ্রি অনলাইন ডাক্তার পরামর্শ নিন

বাংলাদেশের সেরা অনলাইন ডাক্তার পরামর্শ নিয়ে আমাদের এই পরিষেবার আয়োজন করা হয়েছে। বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ হাসপাতালে কিংবা ব্যক্তিগত চিকিৎসাকেন্দ্রে গিয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন না।... Continue

খুশকি দূর করার উপায়

খুশকি দূর করার উপায়

ত্বকের সাধারণ সমস্যা গুলোর মধ্যে একটি হলো খুশকির সমস্যা। এই সমস্যার আবির্ভাব ঘটে যখন মাথার ত্বকের আদ্রতা স্বাভাবিকের তুলনায় কমে যায়, ফলে পড়তে হয় একটি বিরক্তিকর পরিস্থিতিতে। অবশ্য... Continue

মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়

মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়

প্রশ্ন হল মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায় ? পিরিয়ড বা মাসিকের তারিখ পার হয়ে যাবার পর অনেকেই দুশ্চিন্তা করে থাকেন যে গর্ভবতী হয়ে পড়লেন... Continue

সহবাসের কতদিন পর গর্ভবতী হয়

সহবাসের কতদিন পর গর্ভবতী হয়

সহবাসের কতদিন পর গর্ভবতী হয় এই প্রশ্নের উত্তর প্রত্যেক বিবাহিত মহিলাদেরই জানা উচিত। সহবাস করার পর এই যে একজন নারী সব সময় গর্ভবতী হবেন বিষয়টা এমন নয়। গর্ভাবস্থায়... Continue

সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন । ভ্যাজাইনাল ড্রাইনেস

আপনি কি জানেন সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন? সহবাসের সময় যোনি শুকিয়ে যাওয়ার মত ঘটনার মুখোমুখি আমরা অনেকেই হয়ে থাকি। সাধারণত মহিলাদের বয়স ৪৫ বছরের উপরে হলে... Continue