এক রাতে কতবার মিলন করা যায় | দিনে কতবার মিলন করা যায়

এক রাতে কতবার মিলন করা যায় বা দিনে কতবার মিলন করা যায় এই প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত কঠিন একটি ব্যাপার। চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত এমন কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যা আপনাকে প্রতিদিন সর্বোচ্চ মিলনের কোন একটি সংখ্যা বলতে পারে। তবে বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে যে আপনার প্রতিদিন কতবার মিলন করা উচিত।

ASK

দিনে কতবার মিলন করা যায়

আপনি প্রতিদিন আপনার সঙ্গীনের সাথে কতবার সহবাস করবেন তা নির্ভর করবে আপনার এবং আপনার সঙ্গিনীর ওপর। এর পেছনে আরো কিছু বিষয় রয়েছে। যেমন- আপনাদের দাম্পত্য সম্পর্ক, আপনার সঙ্গিনীর ইচ্ছা-অনিচ্ছা, আপনার শারীরিক পরিস্থিতি ইত্যাদি।

আরো পড়ুনঃ স্থায়ীভাবে লিঙ্গ বড় করার উপায় । পুরুষাঙ্গের ব্যায়াম

দিনে কতবার মিলন করা যায়

এক রাতে কতবার মিলন করা যায়

আর্কাইভ অফ সেক্সুয়াল বিহ্যাবিয়ার এর ২০১৭ সালের একটি গবেষণা অনুযায়ী 1989 থেকে 2014 পর্যন্ত আমেরিকান প্রাপ্তবয়স্কদের উপর সংগৃহীত তথ্যমতেঃ

  • 20 বছর বয়সী প্রাপ্তবয়স্করা বছরে গড়ে 80 বার সহবাস করেছে (প্রায় 5 দিনে একবার)।
  • 60-এর দশকের প্রাপ্তবয়স্করা বছরে গড়ে 20 বার (প্রতি 18 দিনে একবার) সহবাস করেছে।
  • 50-এর দশকের লোকেদের মধ্যে সবচেয়ে বড় পতন দেখা গেছে।

সহবাসের ক্ষেত্রে ২ টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছেঃ

  • হরমোনের মাত্রাঃ অল্প বয়সে সেক্স হরমোনের মাত্রা বাড়তে পারে, তবে বয়স বাড়ার সাথে সাথে সেগুলি কমতে থাকে।
  • সম্পর্কের অবস্থাঃ গবেষণা অনুযায়ী যারা অবিবাহিত তারা বিবাহিতদেড় তুলনায় বেশি যৌনমিলন এর দিকে আকৃষ্ট হয়।

অনেকে মনে করেন যদি রাতে একাধিকবার সহবাস না করা যায় কিংবা দীর্ঘ সময় সহবাস না করা যায় তবে তা সঙ্গিনী কে সন্তুষ্ট করতে পারে না। এই ধারণা সম্পূর্ণ ভুল। সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে ১ থেকে ২ বার মিলনের মাধ্যমে মহিলা এবং পুরুষ উভয়েই সন্তুষ্টি অর্জন করতে পারেন। তবে লিঙ্গের আকার, কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। 

আরো পড়ুনঃ বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ। প্রাকৃতিক ও চিকিৎসার মাধ্যমে।

আবার সহবাসের সন্তুষ্টি নির্ভর করে সময়ের ওপর নয় বরং সহবাসের ধরনের উপরে। যদি সহবাসের সময় মহিলাদের অর্গাজম হয়ে যায় তারপর তাদের ভেতরে আর তেমন একটা আকর্ষণ কাজ করে না। সুতরাং অর্গাজমের পরে যতটুকু সহবাস করা হয় তা বলা যায় মহিলাদের ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে।

এছাড়াও আপনার সঙ্গী নিয়ে যদি যথেষ্ট পরিমাণে উত্তেজিত না থাকে তবে যোনিপথ পিচ্ছিল হবে না। এর ফলে সহবাসের সময় কোন অনুভূতি তো থাকবেই না বরং মহিলারা ব্যাথা অনুভব করবে। তাহলে রাতের কোন সময়ে সহবাস করা ভালো? চাহিদা মোতাবেক যে কোন সময়েই সহবাস করা যায়। তবে ভোরের দিকে সহবাস করা উত্তম।

মনে রাখতে হবে যে প্রতিদিন সহবাসের উপকারিতা ও অপকারিতা দুইটিই রয়েছে। অনেকে নিজের শরীরের ওপরে চাপ ফেলে অতিরিক্ত সহবাস করে থাকেন যা স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই ক্ষতিকর। এ ক্ষেত্রে দুজনেরই যৌনাঙ্গ ব্যথা হবার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার গর্ভাবস্থায় সহবাস করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।

এক রাতে কতবার মিলন করা যায়, কি খেলে বেশি মিলন করা যায় বা দিনে কতবার মিলন করা যায় এটা না ভেবে আপনি আপনার সঙ্গিনীর সাথে সুষম সহবাসের মাধ্যমে জীবনটাকে উপভোগ করুন। একে অন্যকে বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে সুখের কোন কমতি থাকবে না। 

Reference: https://www.verywellhealth.com/how-often-do-couples-really-have-sex-2329045

RelatedPosts

kidney disease

কিডনি রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার

বর্তমানে পৃথিবীতে মানব জাতি যেসব প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো কিডনি রোগ। কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটা আমাদের... Continue

থাইরয়েড কি

থাইরয়েড কি? এর কারণ, লক্ষণ ও প্রতিকার। Thyroid in Bengali

অতি পরিচিত একটি গ্রন্থির নাম থাইরয়েড। গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির এই গ্রন্থিটি একটি মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তীয় আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে।... Continue

চিয়া সিড খাওয়ার নিয়ম

চিয়া সিড খাওয়ার নিয়ম | Chia Seed In Bengali

চিয়া সিড এমন একটি খাদ্য যা আপনার শরীরকে সুস্থ রাখার পাশাপাশি কর্মক্ষমতা এবং দীর্ঘায়ু দান করবে। আজকে আমরা চিয়া সিড খাওয়ার নিয়ম, চিয়া সিডের উপকারিতা,... Continue

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

সহবাসের সময় থুথু ব্যবহার ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে। প্রাচীনকালে যখন লুব্রিকেন্ট জেল বলে কোন কিছু ছিল না... Continue

কি খেলে বীর্য উৎপাদন হয়

কি খেলে বীর্য উৎপাদন হয়

কি খেলে বীর্য উৎপাদন হয় এমন প্রশ্নের মুখোমুখি আমরা অনেক সময় হয়ে থাকি। এগুলা নিতান্তই ব্যক্তিগত প্রশ্ন হওয়ায় অনেকেই কারো কাছে জানতে চাইতে পারেন না।... Continue

১ মিনিটে ঘুম আসার উপায় দেখে নিন

১ মিনিটে ঘুম আসার উপায় দেখে নিন

স্বাস্থ্য ভালো তো সব ভালো। আর সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে আমরা ঘুমের রাজ্যে পাড়ি দেই। ঘুম আমাদের নতুন... Continue