এক রাতে কতবার মিলন করা যায় | দিনে কতবার মিলন করা যায়

এক রাতে কতবার মিলন করা যায় বা দিনে কতবার মিলন করা যায় এই প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত কঠিন একটি ব্যাপার। চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত এমন কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যা আপনাকে প্রতিদিন সর্বোচ্চ মিলনের কোন একটি সংখ্যা বলতে পারে। তবে বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে যে আপনার প্রতিদিন কতবার মিলন করা উচিত।

Ask Question

দিনে কতবার মিলন করা যায়

আপনি প্রতিদিন আপনার সঙ্গীনের সাথে কতবার সহবাস করবেন তা নির্ভর করবে আপনার এবং আপনার সঙ্গিনীর ওপর। এর পেছনে আরো কিছু বিষয় রয়েছে। যেমন- আপনাদের দাম্পত্য সম্পর্ক, আপনার সঙ্গিনীর ইচ্ছা-অনিচ্ছা, আপনার শারীরিক পরিস্থিতি ইত্যাদি।

আরো পড়ুনঃ স্থায়ীভাবে লিঙ্গ বড় করার উপায় । পুরুষাঙ্গের ব্যায়াম

Honey Sponsored
দিনে কতবার মিলন করা যায়

এক রাতে কতবার মিলন করা যায়

আর্কাইভ অফ সেক্সুয়াল বিহ্যাবিয়ার এর ২০১৭ সালের একটি গবেষণা অনুযায়ী 1989 থেকে 2014 পর্যন্ত আমেরিকান প্রাপ্তবয়স্কদের উপর সংগৃহীত তথ্যমতেঃ

  • 20 বছর বয়সী প্রাপ্তবয়স্করা বছরে গড়ে 80 বার সহবাস করেছে (প্রায় 5 দিনে একবার)।
  • 60-এর দশকের প্রাপ্তবয়স্করা বছরে গড়ে 20 বার (প্রতি 18 দিনে একবার) সহবাস করেছে।
  • 50-এর দশকের লোকেদের মধ্যে সবচেয়ে বড় পতন দেখা গেছে।

সহবাসের ক্ষেত্রে ২ টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছেঃ

  • হরমোনের মাত্রাঃ অল্প বয়সে সেক্স হরমোনের মাত্রা বাড়তে পারে, তবে বয়স বাড়ার সাথে সাথে সেগুলি কমতে থাকে।
  • সম্পর্কের অবস্থাঃ গবেষণা অনুযায়ী যারা অবিবাহিত তারা বিবাহিতদেড় তুলনায় বেশি যৌনমিলন এর দিকে আকৃষ্ট হয়।

অনেকে মনে করেন যদি রাতে একাধিকবার সহবাস না করা যায় কিংবা দীর্ঘ সময় সহবাস না করা যায় তবে তা সঙ্গিনী কে সন্তুষ্ট করতে পারে না। এই ধারণা সম্পূর্ণ ভুল। সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে ১ থেকে ২ বার মিলনের মাধ্যমে মহিলা এবং পুরুষ উভয়েই সন্তুষ্টি অর্জন করতে পারেন। তবে লিঙ্গের আকার, কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। 

আরো পড়ুনঃ বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ। প্রাকৃতিক ও চিকিৎসার মাধ্যমে।

আবার সহবাসের সন্তুষ্টি নির্ভর করে সময়ের ওপর নয় বরং সহবাসের ধরনের উপরে। যদি সহবাসের সময় মহিলাদের অর্গাজম হয়ে যায় তারপর তাদের ভেতরে আর তেমন একটা আকর্ষণ কাজ করে না। সুতরাং অর্গাজমের পরে যতটুকু সহবাস করা হয় তা বলা যায় মহিলাদের ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে।

এছাড়াও আপনার সঙ্গী নিয়ে যদি যথেষ্ট পরিমাণে উত্তেজিত না থাকে তবে যোনিপথ পিচ্ছিল হবে না। এর ফলে সহবাসের সময় কোন অনুভূতি তো থাকবেই না বরং মহিলারা ব্যাথা অনুভব করবে। তাহলে রাতের কোন সময়ে সহবাস করা ভালো? চাহিদা মোতাবেক যে কোন সময়েই সহবাস করা যায়। তবে ভোরের দিকে সহবাস করা উত্তম।

মনে রাখতে হবে যে প্রতিদিন সহবাসের উপকারিতা ও অপকারিতা দুইটিই রয়েছে। অনেকে নিজের শরীরের ওপরে চাপ ফেলে অতিরিক্ত সহবাস করে থাকেন যা স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই ক্ষতিকর। এ ক্ষেত্রে দুজনেরই যৌনাঙ্গ ব্যথা হবার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার গর্ভাবস্থায় সহবাস করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।

এক রাতে কতবার মিলন করা যায়, কি খেলে বেশি মিলন করা যায় বা দিনে কতবার মিলন করা যায় এটা না ভেবে আপনি আপনার সঙ্গিনীর সাথে সুষম সহবাসের মাধ্যমে জীবনটাকে উপভোগ করুন। একে অন্যকে বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে সুখের কোন কমতি থাকবে না। 

Reference: https://www.verywellhealth.com/how-often-do-couples-really-have-sex-2329045

RelatedPosts

স্যালাইন খাওয়ার উপকারিতা

প্রতিদিন স্যালাইন খাওয়ার উপকারিতা

স্যলাইনের নাম শুনেনি এমন কাউকে সহজে খুঁজে পাওয়া যাবে না। শরীরে পানিশূন্যতা হলে স্যালাইন খেতে হয় অথবা ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয়। স্যালাইন কি শুধু এই দুইটা কাজেই... Continue

diabetis

ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা ২০২২

ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি। আমাদের দেশে বহুল পরিচিত কিছু রোগের মধ্যে ডায়াবেটিস অন্যতম। এর কারণ হিসেবে মনে করা হয় যে গত কয়েক দশকে... Continue

১ মিনিটে ঘুম আসার উপায় দেখে নিন

১ মিনিটে ঘুম আসার উপায় দেখে নিন

স্বাস্থ্য ভালো তো সব ভালো। আর সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে আমরা ঘুমের রাজ্যে পাড়ি দেই। ঘুম আমাদের নতুন ভাবে কাজ করার... Continue

শরীরের ভালো চর্বি ও খারাপ চর্বি কি কি

শরীরের ভালো চর্বি ও খারাপ চর্বি কি কি

শরীরের অন্যতম একটি গঠন উপাদান হল চর্বি। অসংখ্য দেহকোষ প্রাচীর, হরমোন এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অত্যাবশ্যকীয় উপাদান হল চর্বি। এই চর্বি আবার ভালো খারাপ হয় কিভাবে সেটি নিয়েই... Continue

 ১০ কেন খায়

মোনাস ১০ কেন খায় ?

মোনাস ১০ কেন খায়? মোনাস ১০ মূলত সেবন করা হয় অ্যাজমা, মৌসুমী এলার্জি এবং চিরস্থায়ী এলার্জি নিরাময়ে। মোনাস ১০ বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি ঔষধ যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হল... Continue

সর্দি থেকে মুক্তির ঘরোয়া উপায়

সর্দি থেকে মুক্তির ঘরোয়া উপায়

আদা এবং তুলসী পাতা কুচি কুচি করে কেটে এক গ্লাস পানিতে মিশিয়ে ফুটাতে থাকুন। পানি যখন কমতে কমতে অর্ধেক হয়ে আসবে তখন সেটা পৃথক করে নিয়ে দিনে কমপক্ষে... Continue