বুকের দুধ বৃদ্ধির ট্যাবলেট এবং কিছু প্রাকৃতিক উপায়।
মায়ের বুকের দুধ বৃদ্ধির ট্যাবলেট এর নাম জানতে চান অনেক মহিলারা। এর প্রধান কারণ হলো বাচ্চা হবার পর বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায়না। বুকের দুধ বৃদ্ধি করতে কোন ধরনের ঔষধ কিংবা ট্যাবলেট সেবন না করে প্রথমত তার শারীরিক কোনো সমস্যা রয়েছে কিনা সে ব্যাপারে নজর দেওয়া উচিত।
বুকের দুধ কমে যাওয়ার কারণ
মায়ের বুকের দুধ না আসার প্রধান কারণ হলো পুষ্টিহীনতা। মায়ের শরীরে যদি পুষ্টির অভাব থাকে তাহলে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে না এটাই স্বাভাবিক। এই পুষ্টিহীনতা দেখা দিতে পারে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খাবার, শাক সবজি এবং আরো অন্যান্য সুষম খাদ্য গ্রহণ না করার কারণে। তাই বুকের দুধ কমে গেলে ডাক্তারের কাছে যাবার পূর্বে এই ব্যাপার গুলো অবশ্যই ভেবে দেখা উচিত। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের পরেও যদি বুকের দুধ কমে যায়, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আরো পড়ুনঃ শুক্রাণু বৃদ্ধির ঔষধের নাম কী?
মায়ের বুকের দুধ বৃদ্ধি করার উপায়
মায়ের বুকের দুধ বৃদ্ধি করার অন্যতম উপায় হলো পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার, শাক সবজি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা। কারণ শিশু মায়ের বুকের যে দুধ পান করে তা উৎপন্ন হয় মায়ের শরীরের পুষ্টি উপাদানগুলো থেকে। সুতরাং মায়ের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও পুষ্টি উপাদান না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই বুকের দুধের পরিমাণ কমে যাবে। বুকের দুধ বৃদ্ধির খাবার গুলোর মধ্যে সবুজ শাকসবজি, দুধ, ডিম, মাছ মাংস, কলিজা অন্যতম এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তাছাড়া বুকের দুধ বৃদ্ধিতে কালোজিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মায়ের বুকের দুধ বৃদ্ধির জন্য ঔষধ সেবনের চেয়ে প্রাকৃতিক উপায় অবলম্বন করা উত্তম।
আরো পড়ুনঃ ই ক্যাপ এর উপকারিতা ও অপকারিতা
বুকের দুধ বৃদ্ধির ট্যাবলেট
মায়ের বুকের দুধ বৃদ্ধির জন্য ডাক্তাররা অনেক সময় ডমপেরিডন ম্যালিয়েট গ্রুপের ঔষধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন। এই গ্রুপের বিভিন্ন ঔষধ গুলো হল অমিডন, ডন এ, পেরিডন ইত্যাদি। এই ঔষধ গুলো আসলে বুকের দুধ বৃদ্ধির ঔষধ নয়। কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো সেবন করলে খাওয়ার রুচি বৃদ্ধি পায়। এতে করে বুকের দুধও বৃদ্ধি পেয়ে থাকে। অনেক সময় ডমপেরিডন গ্রুপের ঔষধ না দিয়ে অনেক চিকিৎসকরা মমভিট ট্যাবলেট সেবনের পরামর্শ দিয়ে থাকেন। তবে জটিলতা এড়িয়ে চলতে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করা উচিত।
সর্বোপরি বলা যায় যে ঔষধ সেবন করে বুকের দুধ বৃদ্ধি করার চেয়ে পুষ্টিকর খাবার খেলে বুকের দুধ বৃদ্ধি করা উত্তম। এটি মায়ের শরীরের জন্য যেমন উত্তম তেমনি সন্তানের জন্য সবচেয়ে উত্তম উপায়।