জিংক বি ট্যাবলেট খেলে কি মোটা হয়

জিংক বি ট্যাবলেট মানবদেহে জিংক ও ভিটামিন বি এর অভাব পূরণ করে। তবে মনে রাখতে হবে যে জিংক বি কিন্তু শরীরের ওজন বৃদ্ধির কোন ঔষধ নয়। এই ট্যাবলেট নির্দেশিত হয়ে থাকে সাধারণত জিংক এবং ভিটামিন বি এর ঘাটতি পূরণের জন্য। যার ফলে ওজন বাড়তে পারে।

Ask Question

 

জিংক বি ট্যাবলেট খেলে কি মোটা হয় ?

জিংক বি ট্যাবলেট খেলে শরীর মোটা হয়। এটি বি শরীরের বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ফাংশনের সাহায্য করে থাকে। এই ঔষধ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্ষত সারানোর, পরিপাক, মানসিক এবং শারীরিক বিকাশ ও শিশু-কিশোরদের স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত রাখতে সাহায্য করে। 

Honey Sponsored

অনেক সময় দেখা যায় যে প্রাপ্তবয়স্কদের ক্ষুধামান্দ্য স্বাদ এবং ঘ্রাণ গ্রহণের ক্ষমতা হ্রাস পেতে থাকে। এ সকল ক্ষেত্রে যদি ডাক্তারের পরামর্শমতো জিংক বি ট্যাবলেট সেবন করা যায় তাহলে খুব সহজেই এই রোগগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। জিংক বি সেবনের ফলে খাবার হজম এবং খাবারের প্রতি রুচি বেড়ে যায়। সে ক্ষেত্রে পরোক্ষ ভাবে বলা যায় যে জিংক বি ট্যাবলেট সেবন করলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে।

 

জিংক বি ট্যাবলেট এর উপকারিতা

পাশাপাশি শিশুদের এবং বয়স্কদের স্নায়ু ও শারীরিক গঠন সুগঠিত করার ক্ষেত্রে জিংক বি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিন এর পাশাপাশি শরীরের জিংক এর অভাব পূরণের মাধ্যমে শারীরিক ও মানসিক দুর্বলতা নিরাময় সহ ভিটামিন বি ও জিংকের অভাবে দেখা দেওয়া সকল রোগ প্রতিরোধে সহায়তা করে জিংক বি ট্যাবলেট। 

সুতরাং আপনি যদি মনে করেন যে অরুচি বা ক্ষুধামান্দ্য কিংবা স্নায়ুবিক দুর্বলতা জনিত কারণে দিন দিন আপনার ওজন কমে যাচ্ছে তবে চিকিৎসকের পরামর্শমতো আপনি জিংক বি ট্যাবলেট সেবন করতে পারেন।

RelatedPosts

থাইরয়েড কি

থাইরয়েড কি? এর কারণ, লক্ষণ ও প্রতিকার। Thyroid in Bengali

অতি পরিচিত একটি গ্রন্থির নাম থাইরয়েড। গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির এই গ্রন্থিটি একটি মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তীয় আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে। থাইরয়েড গ্রন্থির মিশ্রিত... Continue

ওজন কমানোর উপায় ডায়েট

দ্রুত ওজন কমানোর উপায় ডায়েট | কিটো ডায়েট

বেশ কিছুদিন ধরেই পৃথিবীজুড়ে কিটো ডায়েটের জয়জয়কার। দ্রুত ওজন কমানোর জন্য কিটো ডায়েট বিখ্যাত। তবে অনেকেই এর ভালো-মন্দ দিকগুলোর ফল না জেনেই ডায়েট শুরু করে দিচ্ছেন। যে কারণে... Continue

 এলার্জির চিকিৎসা

এলার্জি দূর করার উপায় | ঠান্ডা এলার্জির চিকিৎসা

এলার্জি দূর করার উপায় বলতে আমরা শুধু ঔষধ সেবনই বুঝে থাকি। কিন্তু ঠান্ডা এলার্জির চিকিৎসা ঔষধ খাওয়ার মাধ্যমে এবং ঘরোয়া উপায়ে, দুইভাবেই করা সম্ভব। ঠান্ডা এলার্জি অন্যান্য রোগের... Continue

 জাতীয় খাবার

এলার্জি জাতীয় খাবার গুলো কী কী ?

এলার্জি হলো এক ধরনের ইমিউন সিস্টেম অবস্থা যা শরীরে চুলকানি সহ বিভিন্ন ধরনের বাহ্যিক পরিস্থিতির সৃষ্টি করে । শরীরে এলার্জি  উঠে বিভিন্ন এলার্জি জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে এবং... Continue

সাদা স্রাব বন্ধ করার উপায়

মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব বন্ধ করার উপায়

সাদা স্রাব কী? মেয়েদের সাধারণ শারীরিক সমস্যা গুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হলো সাদা স্রাব বা লিউকোরিয়া। তবে এই সমস্যার সবচেয়ে বেশি দেখা যায় কিশোরী মেয়েদের ক্ষেত্রে। পিরিয়ডের... Continue

হৃদরোগ কি

হৃদরোগ কি | হৃদরোগ হওয়ার কারণ লক্ষণ ও প্রতিকার

হৃদসংবহন তন্ত্র, মস্তিষ্ক, বৃক্ক ও প্রান্তিক ধমনী সম্পর্কিত, রোগ ই হলো হৃদ রোগ। হৃদরোগ কে বলা হয় নীরব ঘাতক। আগে ধারণা করা হতো বয়স্ক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়।... Continue