WordPress database error: [Table 'doctlab.haspro_rank_math_redirections_cache' doesn't exist]
SELECT * FROM haspro_rank_math_redirections_cache WHERE ( object_id = 5592 and object_type = 'post' ) OR BINARY from_url = 'best-condoms' ORDER BY object_id DESC

WordPress database error: [Table 'doctlab.haspro_rank_math_redirections' doesn't exist]
SELECT * FROM haspro_rank_math_redirections WHERE status = 'active' AND ( sources like '%a:2:{s:7:\"pattern\";s:12:\"best-condoms\";s:10:\"comparison\";s:5:\"exact\";}%' or sources like '%best%' or sources like '%condoms%' ) ORDER BY updated DESC

WordPress database error: [Table 'doctlab.haspro_rank_math_redirections' doesn't exist]
SELECT * FROM haspro_rank_math_redirections WHERE status = 'active' ORDER BY updated DESC

কোন কনডম সবচেয়ে ভালো? | DoctLab

কোন কনডম সবচেয়ে ভালো?

নতুন বিবাহিত পুরুষদের একটি সাধারণ প্রশ্ন হল কোন কনডম সবচেয়ে ভালো? আমাদের দেশে এবং দেশের বাহিরে যে সকল প্রতিষ্ঠান বৈধ উপায়ে কনডম উৎপাদন করে থাকে সে সবগুলোই নিরাপদ কনডম হিসেবে পরিগণিত করা হয়। তবে অনুভূতি এবং আকারের দিকে লক্ষ্য রেখে দেশের কিছু কনডম রয়েছে যেগুলো নিরাপদ, আরামদায়ক এবং জনপ্রিয়। 

Ask Question

কোন কনডম সবচেয়ে ভালো

 

Honey Sponsored

কোন কনডম সবচেয়ে ভালো

স্বল্পমূল্যে সবচেয়ে ভালো কনডম হলো প্যানথার। ১৯৮০ সাল থেকে সোশ্যাল মার্কেটিং কোম্পানির প্রস্তুতকৃত প্যান্থার কনডম বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাছাড়া এর নতুন সংস্করণ প্যান্থার ডটেড কনডম বর্তমানে আরো বেশি জনপ্রিয়।

আরওঃ বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ। প্রাকৃতিক ও চিকিৎসার মাধ্যমে।

ইউ অ্যান্ড মি

দামি কনডম গুলোর মধ্যে ইউ এন্ড মি অন্যতম একটি ডটেড কনডম। এটি লিঙ্গের আকার অনুযায়ী বৃদ্ধি পায় বলে ঠিকঠাক ফিটিং হয়। তাছাড়া এর স্ট্রবেরি ফ্লেভারের কারণে দিন দিন এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। প্রতি প্যাকেট ইউ এন্ড মি কনডমের মূল্য ৩০ টাকা। এতে একবার করে ব্যবহার করার মত তিনটি কনডম থাকে।

 

কোরাল

মধ্যম দামের ভেতরে অন্যতম একটি আরামদায় কনডম হলো কোরাল। আইসক্রিম এবং স্ট্রবেরি দুইটি ফ্লেভারে পাওয়া যায় কোরাল কনডম। তবে আইসক্রিম ফ্লেভার ব্যবহার করলে অনেকের যোনিতে জ্বালাপোড়া ভাব অনুভূত হতে পারে যা অস্বস্তিকর। অন্যদিকে কোরাল স্ট্রবেরি ফ্লেভার অত্যন্ত আরামদায়ক এবং নিরাপদ।

আরওঃ সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

 

ম্যানফোর্স

মিড লেভেলের প্রিমিয়াম কনডম হিসেবে পরিচিত মানফোর্স। ৪০ টাকা মূল্যের প্রতি প্যাকেটে তিনটি কনডম থাকে যা ব্যবহার করলে আপনি প্রিমিয়াম অনুভুতি পাবেন। এই কনডম এতটাই পাতলা যে পড়লে মনে হয় না লিঙ্গে কিছু রয়েছে। সুতরাং আপনি নির্দ্বিধায় ম্যান ফোর্স কনডম ব্যবহার করতে পারেন।

 

হিরো

আশির দশক থেকে বহুল ব্যবহৃত একটি কনডম হলো হিরো কনডম। অতীতে এই কনডম গুলো পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে জনগণের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হতো। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের একমাত্র ব্যবহার্য ছিল হিরো কনডম যা এখন পর্যন্ত চলমান।

আরওঃ বিয়ের পর প্রথমবার মিলনের নিয়ম ।

 

সেন্সেশন

ডটেড কনডম গুলোর মধ্যে সেন্সেশন অন্যতম। এই কনডম এর আবরণ অত্যন্ত পাতলা এবং ফিটিং হওয়ায় সহবাসের সময় আরামদায়ক অনুভূতি হয়ে থাকে। 

 

Extreme- এক্সট্রিম

আমাদের দেশীয় বাজারে অন্যতম একটি দামি কনডম হল এক্সট্রিম যাকে বলা হয় আল্ট্রা থিন প্রিমিয়াম কনডম। এর অসাধারণ গন্ধ এবং অতি সূক্ষ্ম পাতলা আবরণ আপনাকে এক্সট্রা অর্ডিনারি অনুভুতিতে ভরিয়ে তুলবে। আপনি যদি নিরাপদ পদ্ধতিতে সর্বোচ্চ সুখ পেতে চান তবে অবশ্যই এক্সট্রিম কনডম ব্যবহার করতে ভুলবেন না।

আরওঃ স্থায়ীভাবে পুরুষাঙ্গ বৃদ্ধির উপায় । পুরুষাঙ্গের ব্যায়াম | লিঙ্গ বড় করার উপায়

 

ডিউরেক্স

ডিউরেক্স কনডম কে বলা হয় আন্তর্জাতিক মানের কনডম। এক্সট্রিম এর চেয়েও পাতলা আবরণ দিয়ে তৈরি এটি যা আপনাকে অসাধারণ ফিল দিতে বাধ্য। তবে এক প্যাকেট ডিউরেক্স কনডমের দাম প্রায় ৩০০ টাকার কাছাকাছি। জায়গা ভেদে এই দাম কম বেশি হতে পারে। 

আশা করি আমাদের দেশীয় বাজার অনুযায়ী জনপ্রিয় এবং প্রিমিয়াম মানের সকল কনডম সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। যদি কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই জিজ্ঞেস করতে ভুলবেন না।

RelatedPosts

 ১০ কেন খায়

মোনাস ১০ কেন খায় ?

মোনাস ১০ কেন খায়? মোনাস ১০ মূলত সেবন করা হয় অ্যাজমা, মৌসুমী এলার্জি এবং চিরস্থায়ী এলার্জি নিরাময়ে। মোনাস ১০ বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি ঔষধ যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হল... Continue

best-neuro-medicine-doctor-in-dhaka

নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা

অনেক নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা সহ সারা বাংলাদেশ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। নিউরন বলতে বোঝায় স্নায়ু। অর্থাৎ যখন আমরা স্নায়ু সম্পর্কিত সমস্যার সম্মুখীন হয় তখন চিকিৎসার জন্য... Continue

জিনসেং এর উপকারিতা

জিনসেং এর উপকারিতা কি ?

ভেষজ ও ঔষধি গুনের জন্য জিনসেং এর উপকারিতা অনেক। সারা বিশ্বজুড়ে হারবাল চা হিসেবে এর জনপ্রিয়তা ব্যাপক। বিশ্বে যত প্রকারের হারবাল চা রয়েছে তার মধ্যে জিনসেং অন্যতম। তবে... Continue

কোমল পানীয় এর ক্ষতিকর দিক

কোমল পানীয় এর ক্ষতিকর দিক

গরমে তৃষ্ণা থেকে বাঁচার জন্য, খাবার হজমের মাধ্যম হিসেবে অথবা খাবার প্রিয় মানুষের আত্মতৃপ্তি ও সতেজতার জন্য কোমল পানীয় এর ক্ষতিকর দিক না জেনেই প্রায়ই আমরা কোমল পানীয়... Continue

কেন চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিত নয় ?

আমাদের দেশে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হল শারীরিক ছোটখাটো অসুস্থতায় ডাক্তারের পরামর্শ ছাড়াই ঔষধ সেবন করা। যেমন দুইদিন ধরে শরীর জ্বর জ্বর ভাব করছে। তিনবেলা প্যারাসিটামল খেলাম কিন্তু... Continue

.webp

এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়?

এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়? এই প্রশ্নটিই অনেকটা অযৌক্তিক হলেও সময়ের সাথে সাথে যৌক্তিক হতে শুরু করেছে। এলার্জি হচ্ছে ইমিউন সিস্টেমের একটা দীর্ঘস্থায়ী অবস্থা যা পরিবেশের কোনো এলার্জেনের... Continue