ফ্রি অনলাইন ডাক্তার পরামর্শ নিন

বাংলাদেশের সেরা অনলাইন ডাক্তার পরামর্শ নিয়ে আমাদের এই পরিষেবার আয়োজন করা হয়েছে। বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ হাসপাতালে কিংবা ব্যক্তিগত চিকিৎসাকেন্দ্রে গিয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন না। তাছাড়া সরকারি চিকিৎসা কেন্দ্র গুলোতে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করা হয় যা ইমারজেন্সি রোগীর ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে।

Ask Question

ডাক্তারের চেম্বারে গিয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে না পারার অন্যতম দুটি কারণ হলো উচ্চমাত্রার চিকিৎসা ফি এবং জায়গা ভেদে দূরত্ব। এমন অনেক ডাক্তার রয়েছে যারা ১০ মিনিট চিকিৎসা সেবা প্রদান করার বদলে ১০০০ টাকা ফি নিয়ে থাকেন। আমাদের এই পরিষেবা ব্যবহার করে আপনারা খুব সহজে ঘরে বসে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।

  • আমাদের ফেসবুক গ্রুপে ১০০ জন সদস্য ইনভাইট করে গ্রুপে পোস্ট করতে হবে। পুরাতন স্কিনশর্ট গ্রহনযোগ্য নয়। সময় সহ স্কিনশর্ট নিতে হবে।
  • চিকিৎসা প্রদান করা হবে গুগল মিট এর মাধ্যমে।
  • সময় আগে থেকেই নির্দিষ্ট করে দেওয়া থাকবে। সময় মিস করলে পরবর্তীতে আর সুযোগ দেওয়া হবেনা।
  • একটি আইডি থেকে মাত্র একবার বিনামূল্যে চিকিৎসা গ্রহন করতে পারবেন।
  • সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের সাথে আমাদের টীম যোগাযোগ করবে।
  • কোন কারচুপি করলে তাকে এই সুবিধা থেকে ব্যান করা হবে।
  • যে কোন ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত।
  • গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/healthdiscuss/
ফ্রি অনলাইন ডাক্তার

>আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন<

Honey Sponsored

এই পরিষেবা আমরা পরবর্তীতে আস্তে আস্তে বাড়ানোর মাধ্যমে আপনাদেরকে আরও ভাল অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব। আপনার আশেপাশে যদি অসহায় এবং দরিদ্র মানুষ থেকে থাকে তবে তাদের সাথে আমাদের এই বিনামূল্যের পরিষেবা শেয়ার করতে ভুলবেন না।

RelatedPosts

IBN Sina Hospital Dhanmondi Doctor list

IBN Sina Hospital Dhanmondi Doctor list and Phone | ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ডাক্তার লিস্ট

IBN Sina Hospital Dhanmondi Doctor list is now available online.  A lot of people search for the IBN Sina Hospital Dhanmondi Doctor list and the details of the... Continue

cscr

CSCR Hospitals Chittagong Doctor list and Phone | সিএসসিআর হাসপাতাল চট্টগ্রাম ডাক্তার লিস্ট

CSCR Hospitals Chittagong Doctor list is now available online.  A lot of people search for the CSCR Doctor List and the details of the doctors.  The reason behind... Continue