Question Topics

বিকৃতযৌনাচার

আমার বয়স১৯,,,আমার বিবাহ হয়েছে ৮মাস,আমার হাসবেন্ড এর বয়স৩১/৩২বছর,,,বিয়ের ৪/৫মাস পর থেকে সে আমার পায়খানা এবং প্রসাব এই খেতে চায় পর্নমুভি দেখে তার এই ফ্যান্টাসি তৈরি হয়েছে,আমি প্রথমে ভাবছি ইয়ারকি,,,কিন্তু ইধানিং সে অনেক সিরিয়াস,,,সংসারে অসান্তি লেগেই থাকে সে বাসার সবার সাথেই খারাপ আচরন করে গালি গালাজ ও করে,,,,এখন আমি কি করতে পারি কারো সাথে সেয়ার পর্যন্ত করতে পারি না,,,এটা কি কোন অসুখ? এর কি কোন চিকিৎসা আছে???দয়া করে সঠিক পরামর্শ দিন,,,,আমি কোনো ডাক্তারের কাছে যাতে পারি না,,, লজ্জায়,,,,,,তাই অনলাইনে পরামর্শ চাই,,দয়া করে একজন Psychiatrist ডাক্তার পরামর্শ চাই

ASK

1 comment

  1. dr.saiful
    Dr. Saiful Doctor

    বিষয়টা অত্যন্ত জঘন্য। বিশেষত অনেক পুরুষরা পর্নো ভিডিও দেখার কারণে এ ধরনের মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করে থাকেন। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে আগে এসব ভিডিও দেখা বন্ধ করতে হবে এবং আপনি আপনার স্বামীকে ভালোভাবে বোঝান। তাকে ধর্মীয় ভাবে বিষয়গুলো বোঝাতে থাকেন এবং যদি সম্ভব না হয় তাহলে পরিবারের বিশ্বস্ত কারো সাথে এই বিষয়টা শেয়ার করুন।

    4 weeks ago

Leave a comment