মেহ রোগের লক্ষণ কি কি

অনুগ্রহ করে জানাবেন, মানুষের যদি মেহ রোগ হয় তাহলে কি কি লক্ষণ প্রাথমিকভাবে প্রকাশ পায়। আমার জানাটা অত্যন্ত জরুরী।

Ask Question

1 answer

  1. A
    Azizul Student

    মেহ রোগের লক্ষন গুলো হলো মেহ রোগ হলে বীর্য অত্যন্ত তরল হয়। রোগী ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং শক্তিহীন ভাব প্রকাশ পেতে থাকে। দেহের এবং চেহারার সৌন্দর্য নষ্ট হয়, চেহারার লাবণ্যতা কমে যায়, মুখ মলিন এবং চক্ষু কোঠরাগত হয়ে পরে। দেহে প্রয়োজনীয় প্রোটিন এবং ভিটামিনের প্রবল অভাব পরিলক্ষিত। রোগীর জীবনীশক্তি দুর্বল হয়ে পড়ে এবং নানা প্রকার রোগে অতি সহজেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। দেহে যৌন হরমোন বা পিটুইটারি এড্রিনাল প্রভৃতি গ্রন্থির হরমোন কম নিঃসৃত হয়, যার ফলে দেহে যৌন ক্ষমতা কমে যায় এবং বীর্য ধীরে ধীরে পাতলা হতে থাকে। দৈহিক এবং মানসিক দুর্বলতা বৃদ্ধি পায়, মাথা ঘোরে, বুক ধড় ফড় করে, মাথার যন্ত্রণা দেখা যায়। আক্রান্ত ব্যক্তি সর্বদাই অস্থির বোধ করে, বসা থেকে উঠলেই মাথা ঘোরে এবং চোখে অন্ধকার দেখে, ক্ষুধাহীনতার ভাব দেখা দেয়। পেনিস বা জননেদ্রীয় দুর্বল হয়ে যায়। প্রসাবের আগে-পরে আঠালো জাতীয় ধাতু নির্গত হয়। সমস্যা ধীরে ধীরে কঠিন আকার ধারণ করলে সামান্য উত্তেজনায় বীর্যপাত হয়, স্ত্রীলোক দর্শনে বা স্পর্শে বীর্যপাত ঘটে এমনকি মনের চাঞ্চল্যেও বীর্যপাত হয়। পায়খানার সময় কুন্থ দিলে বীর্যপাত হয়। স্মরণশক্তি কমে যায় এবং বুদ্ধিবৃত্তি লোপ পায়। উপরোক্ত লক্ষন গুলো হলো মেহ রোগের তাই যদি কারো মেহ রোগ তাহলে উপরোক্ত লক্ষন গুলো আসতে আসতে প্রভাব ফেলবে।

    12 months ago

Leave a answer