আমার স্ত্রী ২৬ তারিখে এম আর কিট এর ২য় ডোজ নেয়ার পরে আজ ৭ দিন । নেয়ার ২ দিন ধরে অনেক রক্তপাত হলেও কিছুটা কমে আসে ।কিন্তু কাল থেকে অতিরিক্ত রক্তপাত না হলেও মাংসের মত চাক্কা চাক্কা রক্ত যায়। টিপ দিয়ে দেখলে একদম মাংসের মতই লাগে । গোলেও যায় না ,।
তার ৭ দিন ধরেই প্রচনডরকম তলপেটে ব্যাথা করে।
কিন্তু কাল থেকে তার মাত্রা আরও কিছুটা বেড়ে গিয়েছে। চাক্কা রক্ত গেলে ব্যথা টা আরো বেড়ে যায় ।
৬ দিন যাবত ব্যথা কমানোর জন্য রোলাক, ভিসেট এবং এন্টিবায়টিক খাচ্ছে আর গত ৩ দিন যাবত রক্ত পার কমানোর জন্য ট্রাক্সিল ৫০০ খাচ্ছে ।
এগুলা তার বর্তমান ওষুধ এর তালিকা ।
এখন তার এই অবস্থার কি কারণ ? এবং এর সমাধান কি?
ব্যথা সহনীয় মাত্রায় থাকে না , কিছুটা সময় কম থাকলেও যখন চাক্কা রক্ত পড়তে নেয় তখন মারাত্মক রকম ব্যথা শুরু হয় ।এর কারন এবং প্রতিকার,,,,,
Leave a answer
You must be logged in before answering