Mr kit problem

আমার স্ত্রী ২৬ তারিখে  এম আর কিট এর ২য় ডোজ নেয়ার পরে আজ ৭ দিন । নেয়ার ২ দিন ধরে অনেক রক্তপাত হলেও কিছুটা কমে আসে ।কিন্তু কাল থেকে অতিরিক্ত রক্তপাত না হলেও মাংসের মত চাক্কা চাক্কা রক্ত যায়। টিপ দিয়ে দেখলে একদম মাংসের মতই লাগে । গোলেও যায় না ,।

Ask Question

তার ৭ দিন ধরেই প্রচনডরকম তলপেটে  ব্যাথা করে।

কিন্তু কাল থেকে তার মাত্রা আরও কিছুটা বেড়ে গিয়েছে। চাক্কা রক্ত গেলে ব্যথা টা আরো বেড়ে যায় ।

Honey Sponsored

৬ দিন যাবত ব্যথা কমানোর জন্য রোলাক, ভিসেট এবং এন্টিবায়টিক খাচ্ছে আর গত ৩ দিন যাবত রক্ত পার কমানোর জন্য ট্রাক্সিল ৫০০ খাচ্ছে ।

এগুলা তার বর্তমান ওষুধ এর তালিকা ।

এখন তার এই অবস্থার কি কারণ ? এবং এর সমাধান কি?

ব্যথা সহনীয় মাত্রায় থাকে না , কিছুটা সময় কম থাকলেও যখন চাক্কা রক্ত পড়তে নেয় তখন মারাত্মক রকম ব্যথা শুরু হয় ।এর কারন এবং প্রতিকার,,,,,

1 answer

  1. dr.saiful
    Dr. Saiful Doctor

    আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে কোন চিকিৎসকের পরামর্শ ছাড়াই এম এম কিট সেবন করেছেন আপনার স্ত্রী যেটা একদম উচিৎ হয়নি। তাছাড়া কত দিনের গর্ভবতী ছিল এটাও উল্লেখ করেন নি। এরকম ব্লাড যাবে। তবে ব্যাথা এত বেশি হবার কথা নয়। হাল্কা ব্লিডিং মুটামুটি ১০ থেকে ১৫ দিন থাকে। যেহেতু ব্যাথা প্রচন্ড সেক্ষেত্রে চিকিৎসকের সরনাপন্ন হয়ে আল্ট্রাস্নোগ্রাম করে দেখতে হবে যে ভেতরে প্রডাক্টের কোন অংশ থেকে গেছে কি না। এই অবস্থায় অ্যান্টিবায়োটিক খাওয়া উচিৎ হয়নি। দ্রুত ডাক্তার দেখান।

    10 months ago

Leave a answer