ডান অন্ডকোষ ব্যাথার কারন কি

আমার ডান অন্ডকোষে কয়েকদিন ধরে ব্যাথা, একটু একটু ফোলা এবং কোমরের ডান পাশে পেছনের অংশে ব্যাথা হচ্ছে, এই অবস্থায় আমি কি করব, এর সমাধান কি?

Ask Question

1 answer

  1. dr.saiful
    Dr. Saiful Doctor

    যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের এই ব্যাথা দেখা দিতে পারে। ডায়াবেটিসের কারণে শরীরের অনেক নার্ভ বিকল হয়ে যায়, যার ফলে অন্ডকোষে ব্যাথা দেখা দেয়। অণ্ডকোষের সেল খারাপ বা বিকল হওয়ার ফলে এই ব্যাথা হয়ে থাকে। কোন কিছুর আঘাত অন্ডকোষ ব্যাথার কারন হতে পারে। অন্ডকোষ খুব নরম হওয়ার ফলে হালকা কোন আঘাতে তীব্র ব্যাথা হয়ে থাকে। অন্ডকোষে তরল (fluid buildup) জমা হওয়ার ফলে অনেক সময় অন্ডকোষ ফুলে যায়, যার কারণে ব্যাথা হয়। কিডনিতে পাথর হওয়ার কারণে মুত্রনালীর সংক্রমণের ফলে। (রিলেটেডঃ প্রসাবে জ্বালাপোড়া ঘরোয়া চিকিৎসা, কারণ ও লক্ষণ) অন্ডকোষের রক্ত সরবরাহের শিরাতে সমস্যা হলে অনেক সময় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে তীব্র ব্যাথা হতে পারে। এমন হলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। অন্ডকোষে ক্যান্সারের ফলে এই ব্যাথা হতে পারে। ১৫-৩৫ বছরের যুবক কিংবা পুরুষের ক্ষেত্রে এই ক্যান্সার খুব স্বাভাবিক বিষয়। তাই যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মেডিকেল টেস্ট করানো উচিত।

    10 months ago

Leave a answer