প্রসবের জ্বালাপোড়া

প্রায় দুই মাস থেকে প্রস্রাবের জ্বালাপোড়া হয়। দিনে নরমাল থাকে রাত্রে ঘুমানোর এক থেকে দুই ঘন্টা পরে শুরু হয়।বিভিন্ন ধরনের টেস্ট করা হয়েছে রিপোর্ট নরমাল। পরেও ডাক্তার সিপ্রোসিন  দিয়েছিল। খাওয়ার পরেও কোন উন্নতি হয় নাই। একদিন দুইদিন ভালো থাকে আবার হয়।

Ask Question

এটা কেন হচ্ছে একটু জানাবেন

Honey Sponsored

1 answer

  1. dr.saiful
    Dr. Saiful Doctor

    শরীরে পানির অভাব থাকলে এমন হবে। টানা ৩০ দিন ডাবের পানি খান এবং দিনে ৬ লিটার পানি পান করুন। ঠিক হয়ে যাবে।

    2 months ago

Leave a answer