নুনুতে একটা এলার্জির মতো ঘা (চুলকায় মারাত্মক)

প্রায় মাস খানেক হয়ে গেছে আমার পেনিসে চুলকানি যেটা এলার্জির ফুলে যাওয়ার মতো করে আছে। বাজার থেকে এন্টিফাঙ্গাল ক্রিম এনে ব্যাবহারে চুলকানি কমলেও (মানে সাময়িক কমা ১২-২৪ ঘন্টা) পার্মানেন্ট ভালো হয় না। এলার্জির ঔষধ খেলেও দেখছি কিছুটা কম থাকে।  পাশাপাশি রানের চিপায় গন্ধ হয় অনেক যদিও ওখানে চুল আমি ১৫ দিনের কম সময়ে পরিস্কার করে ফেলি এবং শরীরে শ্যাম্পু ছাড়া আর কিছু ব্যাবহার করি না৷

Ask Question

1 answer

  1. dr.saiful
    Dr. Saiful Doctor

    এই ধরনের সমস্যাগুলো প্রধানত অপরিষ্কার অপরিচ্ছন্ন কিংবা পূর্বের জীবাণুর আক্রমণের কারণে হয়ে থাকে। অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহারের পাশাপাশি আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার পরিধান করার কাপড়-চোপড় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। ক্রিম ব্যবহার করার পর আপনি যেখানে থাকেন এবং যে কাপড়-চোপড় ব্যবহার করেন সেগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে ব্যবহার করবেন এবং আক্রান্ত কোন ব্যক্তির কাপড়-চোপড় ব্যবহার করবেন না। খর্ব

    7 months ago

Leave a answer