Skin rash & etching

বয়স: ৬৭। ওজন: ৪৫ কেজি। উচ্চতা: ৬’- ৪”

Ask Question

১০ বছর আগে এডিনো কার্সিনোমায় partial gastractomy surgery (following Camo) করেছি, বর্তমানে সম্পূর্ণ সুস্থ। ডায়াবেটিস, রক্তচাপ কিংবা কার্ডিয়াক সমস্যা নেই।

এক সপ্তাহ যাবত মেরুদণ্ডের বাম পাশ থেকে বাম-পাজর ব্যাপী বিরতিহীন ব্যাথা। আরামের জন্য গরম (ঊষ্ণ) সেঁক দিয়েছি এবং চিৎ হয়ে শুয়েছি। দুইদিন যাবত পিঠে কিছু চুলকানি হয়। এরই ধারাবাহিকতায় পিঠে এখন ফুসকুড়ি উঠেছে। আজ রাতে ফেনাডিন-১২০ খেলাম। দয়া করে পরামর্শ দিন। ফুসকুড়ি চুলকায়, এতে কি নেবানল অয়েন্টমেন্ট দেয়া যায়? ধন্যবাদ।

Honey Sponsored

 

Leave a answer