নিয়মিত মাসিক না হওয়া কারণ কি

একজন অবিবাহিত মেয়ের মাসিক ২মাস বা ৩ পর হলে কিধরনের সমস্যা হয়,,,আর এইটা হওয়ার কারণ কিভাবে নিয়মিত মাসিক ঠিক রাখা যাবে,,,

Ask Question

1 answer

  1. hussainas
    user Programmer

    নিয়মিত মাসিক না হওয়ার অনেক কারণ থাকতে পারে। যেমন যদি আপনি জন্মবিরতিকরন ট্যাবলেট সেবন করে থাকেন, যদি আপনার শারীরিক দুর্বলতা থাকে অথবা ওজন অনেক কম থাকে, যদি শরীরের ওজন অতিরিক্ত বেশি হয়, শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে, যদি পলিসিস্টিক ওভারির সমস্যা থাকে অথবা অন্যান্য যেকোনো শারীরিক সমস্যার কারণে মাসিক অনিয়মিত হতে পারে। আবার অনেক সময় জরায়ুতে টিউমার থাকার কারণে ও নিয়মিত মাসিকের সমস্যা দেখা যায় অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে। সুতরাং মাসিক অনিয়মিত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং আমাদের ওয়েবসাইটে মাসিক নিয়মিত করনের কিছু উপায় দেওয়া আছে সেগুলো পড়ে নিতে পারেন।

    2 years ago

Leave a answer