Question Topics

হস্তমৈথুনের অভ্যাস ত্যাগ কিভাবে সম্ভব?

আসসালামু আলাইকুম,  আমি অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।  আমার বয়স ২৩।  আমি প্রায় ১০বছর ধরে হস্তমৈথুনের সাথে জড়িত।  এমনো দিন গেছে দিনে ৩/৪ বারও এই হস্তমৈথুন করেছি।লিঙ্গের সাইজ ৪.৫ ইঞ্চি।  এখন আমার লিঙ্গ সঠিকভাবে দাড়িয়ে থাকে না। এজন্য কি কি করনীয় বলবেন প্লিজ ??  আর ৬মাস পরে কি বিয়ে করা যাবে ? জানাবেন প্লিজ…

ASK

1 comment

  1. dr.saiful
    Dr. Saiful Doctor

    আসলে অতিরিক্ত হস্তমৈথুন শরীর ও যৌন শক্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। হস্তমৈথুনের অভ্যাস পরিত্যাগ করতে কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন যার মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বাদ দিতে হবে, সব সময় মানুষ জনের মধ্যে থাকার চেষ্টা করবেন, উত্তেজক কোন ভিডিও বা ফটো দেখবেন না, পৃথিবীতে সব কিছুই যৌনতার দৃষ্টিকোণ থেকে দেখবেন না, পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণ করুন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান। ছয় মাস পরে বিয়ে করতে পারবেন তবে হস্তমৈথুনের অভ্যাস উপরের বিষয়গুলো মেনে পরিত্যাগ করতে হবে।

    4 weeks ago

Leave a comment