পরশু বিকাল থেকে হটাৎ গলা ব্যাথা অনুভব করতেছিলাম।তারপর রাতে ববার হালকা জ্বর আসে। এই জ্বর আর গলা ব্যাথার জন্য গতকাল দিনের বেলায়ও প্রায় গোমায় ছিলাম।তারপর বিকালের দিকে জ্বরটা চলে গেছে কিন্তু প্রচন্ডভাবে মাথাব্যাথা করতেছিলো।এখন মাথা ব্যাথাটা গেছে কিন্তু গলার ব্যাথাটা রয়ে গেছে।এখন আমার করনীয় কি?
হটাৎ গলা ব্যাথার কারণ কি
1 answer
Leave a answer
You must be logged in before answering
হয়তো ঠান্ডা বা গরম লেগেছে। আদা লবঙ্গ দিয়ে চা পান করুন। হাল্কা গরম পানি লবণের সাথে মিশিয়ে গড়গড়া করুন। তিন বেলা চা পান করুন। সাথে স্যালাইন বা ডাবের পানি বা পানি পান করুন পর্যাপ্ত। ঠিক হয়ে যাবে। আগেই কোন ঔষুধ খাবেন না। যদি কয়েকদিন পরেও না কমে তবে ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক সেবন করুন।