আসসালামু আলাইকুম, আমি আমেনা। অনুগ্রহ করে আমাকে স্কিন ক্যান্সারের কারণ এবং লক্ষণ গুলো জানালে উপকৃত হতাম।
স্কিন ক্যান্সারের কারণ ও লক্ষণ জানতে চাই
1 comment
Leave a comment
You must be logged in before commenting
You must be logged in before commenting
ত্বকের ক্যান্সারের কিছু লক্ষণ হল: ত্বকের ক্ষত নতুন তিল, অস্বাভাবিক বৃদ্ধি, আঁশযুক্ত প্যাচ, বাম্প, কালশিটে বা কালো দাগ যা স্ক্র্যাপ করে না বা চলে যায় না। অসমতা ক্ষতের দুটি অংশ অভিন্ন নয়। সীমানা ক্ষতগুলি রাগযুক্ত এবং অসম সীমানা রয়েছে। রঙ ত্বকের এই দাগের অস্বাভাবিক রঙ যেমন সাদা, লাল, গোলাপী, কালো বা নীল। ব্যাস দাগের ব্যাস বড়। স্পটটি এক-চতুর্থাংশ ইঞ্চির চেয়ে বড়।