আমার স্বামী নিজ থেকে কখনোই কাছে আসতে চায় না। আমার বিয়ে হয়েছে পাঁচ বছর। সে ইন্টারকোর্স করার সময় একটু ও সময় পায় না সবোচ্চ ৪০ সেকেন্ড । অনেক ডাক্তার দেখানোর জন্য বলি আমার কথা র কোন মূল্যায়ন করে না।
কাছে ধরে ঘুম আসলে ও কোন রেসপন্স করে না কখনো
এমতাবস্থায় আমার করনীয় কি
ডাক্তার দেখানো উচিত। যাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন কম থাকে তাদের সহবাসের প্রতি আগ্রহ কম হয়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ সেবন করুন।