মিলনের কতদিন পর প্রেগন্যান্সি টেস্ট করা যায়

আমি বিয়ে করেছি ২ মাস হলো। আমার স্ত্রী নিয়মিত পিল সেবন করে। কিন্তু পিরিয়ডের ডেট আজ ১০ দিন পার হয়ে গেলো আমার স্ত্রীর মাসিক হচ্ছে না। এরকম হওয়ার কারন কি? এখন কি প্রেগ্নেন্সি টেস্ট করলে বুঝা যাবে? মিলনের কতদিন পর প্রেগন্যান্সি টেস্ট করা যায়?

Ask Question Ads

1 answer

  1. admin
    user Programmer

    মিলনের পর যদি পিরিয়ডের ১০ থেকে ১২ দিন চলে যায় তবে সে ক্ষেত্রে মিলনের কমপক্ষে ২০ দিন পর আপনি প্রেগনেন্সি টেস্ট করতে পারেন কিট এর সাহায্যে। তবেই আপনি ফলাফল পাবেন। তবে এর আগেই ইউরিন টেস্টের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন।

    8 months ago

Leave a answer