স্যার। আামর বউের মাসের ২০-২৫ তারিখের মধ্য মাসিক হয়। আমি ২০-২৫ তারিখের মধ্য কনডম ছাড়া সেক্স করে ফেলি। বাচ্চা নেওয়ার ইচ্চা নাই তাই তাই নোরিক্স সেবন করে ১০ মিনিটের মধ্য। এখন ২৫ তারিখ পার হয়ে যাচ্ছে তাও মাসিক হচ্চে না। এখন মাসিক কবে হবে? আর না হলে কি ওষুধ খাওয়াবো?
মাসিক
1 comment
Leave a comment
You must be logged in before commenting
মাসিক দেরিতে হতেই পারে এতে চিন্তিত হওয়ার কিছু নেই। যেহেতু ইমারজেন্সি পিল সেবন করিয়েছেন সে ক্ষেত্রে তারিখ এদিক-সেদিক হবেই। মাসিকের নির্ধারিত তারিখ থেকে কমপক্ষে ১০ দিন অপেক্ষা করুন। এরপরেও যদি মাসিক না হয় তাহলে প্রেগন্যান্সি টেস্ট করান।