Question Topics

বাচ্চা হওয়ার পরও শরীরে পানি জমে আছে

আমার বাচ্চার বয়স 11মাস।কিন্তু আমার স্ত্রীর বাচ্চা হওয়ার পর এখনও পানি জমে আছে।বিশেষ করে পায়ে উপরের পাতা ফুলে আছে এবং পানি জমে শক্ত হয়ে গেছে। এমনিতে কোনো ব‍্যাথা নেই। এমতাবস্থায় কি করা উচিত বা কোন ঔষুধ কি খেলে ভালো হবে?

ASK

1 comment

  1. dr.saiful
    Dr. Saiful Doctor

    আপনার যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অন্য কোন রোগের কারণে এমনটা হচ্ছে কিনা সেটা পরীক্ষা-নিরীক্ষা না করে কোন কিছু বলা যাবে না। সুতরাং বেশি খারাপ কিছু হওয়ার আগেই বিশেষজ্ঞ কোন চিকিৎসকের পরামর্শ নিন।

    1 month ago

Leave a comment