আমি একজন ব্যাংক কর্মকর্তা,আমার চাকরির বয়স তিন বছর।আমি আজ ২বছর এরও বেশি হোলো একটা ফ্রেশ ঘুম দিতে পারি না।তাই আমি চাই ভাল মানের একটা ঘোমের ঔষধ এর নাম জানতে।যা একটা খেলে আমার একটানা প্রাই ২দিন সেই গভীর ফ্রেশ একটা ঘুম হবে।আমাকে সাহায্য কোরবেন আপনারা আশাকরি।
প্রচুর ঘুম দরকার
1 answer
-
Dr. Saiful Doctor
আসলে ঘুমের ঔষধ খেয়ে ঘুমানো অনেকটা অনুচিত কাজ যেটা আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটায় এবং ধীরে ধীরে আপনাকে অভ্যস্ত করে তুলে। আপনার উচিত চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার সাথে পরামর্শ করা। তবে স্বাভাবিক ঘুমের জন্য নর্জিন, রিভোট্রিল এগুলো খেতে পারেন। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
1 year ago
সম্পর্কিত প্রশ্ন
- বুকে শুকনো কফ
- থুথুতে পাতলা রক্ত এবং হাতের বাহুতে ব্যাথা
- কোমর থেকে শুরু করে পা পর্যন্ত, পায়ের উপরিভাগে ব্যাথা
- মেট্রোনিডাজল এর পার্শ্বপ্রতিক্রিয়া
- বাংলাদেশ এর পুরুষ দের গড় পেনিস এর সাইজ কত
- রুচি বাড়ানোর জন্য কোন সিরাপ খাওয়া দরকার ক্ষতি নাই এমন সিরাপের নাম জানতে চাই
- ভালো একটি ওভুলেশন ক্যালকুলেটর বাংলা এর নাম জানতে চাই
Leave a answer
You must be logged in before answering