গলা এবং বুকের উপর ঘামাচির মতো ছোট আকারের লালচে গুটি গুটি উঠছে। দিন দিন এই ছোট ছোট গোটা গুলো বেড়ে যাচ্ছে। ঐ ছোট গোটা গুলো এখন পর্যন্ত চুলকায় নাই কিন্তু লাল হচ্ছে। ঘামাচির মতো দানা গোটা গুলোর ভিতরে অল্প পুজ ও লক্ষ্য করা যায়।
গলা এবং বুকের উপর ঘামাচির মতো ছোট গুটি গুটি উঠছে
1 answer
-
এটা এলার্জি জনিত কোন কিছু কি না সেটা আগে নিশ্চিত হওয়া দরকার। যদি না হয় তবে ব্লাড ইনফেক শনের কারণেও হতে পারে। আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা পরীক্ষা করিয়ে নিন।
2 years ago
সম্পর্কিত প্রশ্ন
- আমার সারা শরীরে চুলকানি, সমাধান কি.. কোন ঔষধ ব্যবহার করবো
- আমার স্কিন টাইপ কি বুঝবো কিভাবে
- ব্রণের দাগ দূর করে মুখ ফর্সা করার জন্য কি করতে হবে এবং মোটা হওয়ার জন্য কি মেডিসিন নিতে হবে
- জকো ইচ সমস্যা
- কোন ময়শ্চারাইজার আমার জন্য বেটার হবে জানতে চাই
- আমার ত্বকে বেশ লাগছে র্যাশ বের হয়েছে কি করব
- দাউদের ভাল ও কাযর্কারী ঔষধ কোনটি
Leave a answer
You must be logged in before answering