গলা এবং বুকের উপর ঘামাচির মতো ছোট গুটি গুটি উঠছে

গলা এবং বুকের উপর ঘামাচির মতো ছোট আকারের লালচে গুটি গুটি উঠছে। দিন দিন এই ছোট ছোট গোটা গুলো বেড়ে যাচ্ছে। ঐ ছোট গোটা গুলো এখন পর্যন্ত  চুলকায় নাই কিন্তু লাল হচ্ছে। ঘামাচির মতো দানা গোটা গুলোর ভিতরে অল্প পুজ ও লক্ষ্য করা যায়।

Ask Question Ads

1 answer

  1. dr.saiful
    Dr. Saiful Doctor

    এটা এলার্জি জনিত কোন কিছু কি না সেটা আগে নিশ্চিত হওয়া দরকার। যদি না হয় তবে ব্লাড ইনফেক শনের কারণেও হতে পারে। আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা পরীক্ষা করিয়ে নিন।

    2 months ago

Leave a answer