উরুতে দীর্ঘ দিন ধরে চুলকানির ফলে কলো হয়ে চুলকানির স্থান আস্তে আস্তে বড় হয়ে গেছে করনিও কি?

উরুতে দীর্ঘ ১ বছর ধরে চুলকানির ফলে অই স্থান কলো হয়ে গেছে, প্রাইমারি পেভিসন ইউজের ফলে চুলকানি কমে ইউজ না করলে আগের মত হয়ে যায়, আর চুলকানি দিন দিন বারতেছে চুলকানির স্থান আস্তে আস্তে বড় হচ্ছে এখন করনিও কি?

Ask Question

1 answer

  1. s
    rafiul ST

    এ ধরনের চুলকানি অনেক সময় এলার্জি থেকে হয় আবার অনেক সময় অপরিষ্কার অপরিচ্ছন্নতার জন্য হয় আবার অনেক সময় আপনার পরিবারের বা পরিচিত যে কোনো কারো কাপড়চোপড় ব্যবহার করার কারণে হয়ে থাকে। প্রথমত জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এবং অন্যের কাপড় পরিধান করা থেকে বিরত থাকুন। চুলকানি যদি সিরিয়াস পরিস্থিতিতে চলে যায় তবে চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। অন্যথায় পরবর্তীতে আরো বেশি সমস্যায় পড়তে পারেন। তবে শুধুমাত্র এন্টি ব্যাকটেরিয়াল ক্রিম ব্যবহার করলেই হবে না বরং এর পাশাপাশি নিজেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে আর পরিষ্কার কাপড়-চোপড় পরিধান করতে হবে।

    2 years ago

Leave a answer